বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

মিঙিনি চাগালাত পল্যে কবিদ্যা জিদিজিত্যে ফাংশান



চাঙমা জাদর বিজক যুনি রিনি চেই সে কালা মোন-মুড় সেরে রানি কুওত পচ্ছে বেল’ ছদক’ সান দেঘা যায়। বেল দুবন্দি এক্কা এক্কা বেল’ছদগে ঝিমিত ঝিমিত গরি জ্বলে সে ফেলে এস্যেই জীংকানি লামা। সে পূর্ব পুরম্নষর কধানি এস্যে ফাগোনোর মিধে মিধে বোইয়েরে কানে কানে কোই যায় তারার কধা। মাত্তর সে ভাচ বুঝ’ ন’ যায়।
সে রানি কুও সান নিঝেনী সেরে সেরে আমারে তিগুচ্যা ইধোত তুলি দ্যা আমা আদি ঘরপাদা জাগা চম্পক নগর। সে চম্পক নগরর চম্পকলিসমুত্তু ধর্মরাজা সাধেংগিরি, দেচ জয় গচ্ছে রাজা বিজয়গিরি আ কজাল(বীর) রাধামন, যারার আহ্ধানাত পিত্তিমীত ভুজোল বায়,
যারার কধাত হুয়োঙ গুজুরে, যারার রেঙে থুপ থুপ ফুল ফুধন, যারা লাড়েই গত্তে গত্তে লুমি গেলাক রোয়াং দেজত।
সে জয়র দিনুন ইধোত তুলি তুলি, মুজুঙে আক্কোই যাদে যাদে
এচ্যে চাঙমা সাহিত্য বাহ্ ১৮ বজর বয়োজত পত্থম মিঙিনিত চাগালাত দাঙর বিদ্যা ঘর দিঘীনালা ডিগ্রি কলেজত ‘‘কবিদ্যা জিদিজিত্যে ফাংশান’’ জুগোল গরিলং।

সোমবার, ১৯ মার্চ, ২০১৮

তুদি ইনজেব চাঙমা


দগিন পচিমেত্তুন
কালা মেঘে ঢাগি আনের
হিলর এ্যাইল আগাচ্ছান,
কি অহ্ভ’, কি গরিবঙ
ঘর দুয়োর চেলে ভাঙা ভাঙা।

বাদিয়্যা কয়দ্যা আশি,
জারোলে কয়দি শত,
কুমোজো গাচ্ছো দাগি কয়
কেল্যা কধা আন এচ্যা কি কচ?
১৯৮৩ সালত,
সে কুমোজো গাচ্ছো কাবি দিলাক,
ইক্যে,
চিগোন-চাগোন গাজে বাজে
থান ন’ মানের আর।
যে গাজ’ ফুলত্তুন ফল ধরি
উদিবাক নুয়ো গাচ,
সে গাচ্ছো আহ্ধ দিলে
দাঙদাঙ্যে অহ্ভ হিল চাদেগাঙ।
সক্যে,
কন’ গাচ-বাচ ন’ থেলে
কোই অয় মুরুভূমি,
কন’ পরান বলা বাজি ন’ পারিবাক
যা পরিব’ এদেচ সারি।
ভাবি চ’ বুঝি চ’ মুরত পরি,
খামাক্কাই,
মিলে জাত্তো বাজা পরিব।
ইআন মর বেগ ইধু তুদি।

রবিবার, ১৮ মার্চ, ২০১৮

রাঙামাটিতে ইউপিডিএফের সহযোগী সংগঠনের দুই নেত্রীকে অপহরণ

রাঙামাটিতে ইউপিডিএফের সহযোগী সংগঠনের দুই নেত্রীকে অপহরণ

  রাঙামাটি প্রতিনিধি ১৮ মার্চ ২০১৮, ১৩:৫৯ | অনলাইন সংস্করণ
রাঙামাটি সদর উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠনের দুই নারী নেত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া যুব ফোরামের সভাপতি ধর্মসিং চাকমা গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার সকালে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের পাশে অবস্থিত একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
অপহৃত দুই নারী হলেন- মন্টি চাকমা ও দয়াসোনা চাকমা। মন্টি হিল উইমেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আর দয়াসোনা ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক।
জানা গেছে, সকাল ৯টার দিকে আবাসিক এলাকার একটি বাড়িতে ওই দুই নারী নেত্রীসহ যুব ফোরামের সভাপতি ধর্মসিং চাকমা ও রাঙামাটি জেলা শাখার পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি কুনেন্দু চাকমা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ৮-১০ জন অস্ত্রধারী হামলা চালায়। দুর্বৃত্তরা ওই বাড়িটি পুড়িয়ে দেয়। দুর্বৃত্তরা গুলি ছুড়লে ধর্মসিংয়ের পায়ে লাগে।
কুনেন্দু চাকমা বলেন, আমরা চার কর্মী বাসায় খাওয়া-দাওয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় হঠাৎ করে আমাদের ওপর হামলা চালায় ৮-১০ অস্ত্রধারী। আমি ও ধর্মসিং পালিয়ে যেতে সক্ষম হই। ধর্মসিংয়ের পায়ে গুলি লাগে। তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে সকাল ১০টা থেকে রাঙামাটি খাগড়াছড়ি সড়কে ইউপিডিএফের সদস্যরা অবরোধ পালন করছেন।
অপহৃত দুজনকে উদ্ধারে তৎপরতা চলছে বলে জানিয়েছেন রাঙামাটি কোতোয়ালি থানার ওসি সত্যজিৎ বড়ুয়া।

কেন আঞ্চলিক স্বায়ত্ব শাসন?

বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির নিকট পার্বত্য চট্টগ্রামের জনগণের শাসনতান্ত্রিক অধিকার দাবীর- আবেদন পত্র গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের ভাবী ...