মঙ্গলবার, ৬ জুন, ২০১৭

এসো হে বীর জুম্ম


২জুন ২০১৭ লঙগদু জে এস এস অফিস সহ ২৫০ অধিক চাঙমা ঘর আগুন দেয় সেটেলার বাঙ্গালীরা

এসো হে বীর জুম্ম, বীজলীর মতো
ঘরের কোণে বসে থাকো না আর সুপ্ত মতো।
প্রভাত যখন এসে থাকে আধার যায় দূরে
সূর্য্য উঠিলে সকলকে আলোদান করে।
এসো জুম্ম বীর, তোমরা জুম্ম জাতীয় প্রাণ
রক্ত দিয়ে মাতৃভমির রাখিবে জাতীয় মান।
সুপ্ত বীজের মতো শুয়ে থাকনা ঘরের কোণে
জ্ঞানের প্রদ্বীপ জ্বালিয়ে তোমরা থাকাও মাতৃভূমির দিকে।
অত্যাচারে জর্জরিত নিপিড়নে কত?
নির্যাতনে অবহেলীত আছে জুম্ম জাতি যত।
এসো বীর জুম্ম বীরের পরিচয় দাও,
বীর বলে গর্ব করে বসে না থেকো।
বাঘের বাচ্চা বাঘ হয়, হয়না তো শৃগাল,
চিংড়ি বাচ্চা চিংড়ি হয় সেতো না মৃগাল।
জুম্ম জাতীয় মান জুম্ম জাতীয় প্রাণ
চাপা দিয়ে রাখিয়াছে বাংলার উগ্র মসুলমান।
ভয় নাই ভয় নাই এসো হে,
বীর জুম্ম জাতির জোয়ান,
রক্তের বদলে আনি আমরা স্বাধীনতামান।



কেন আঞ্চলিক স্বায়ত্ব শাসন?

বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির নিকট পার্বত্য চট্টগ্রামের জনগণের শাসনতান্ত্রিক অধিকার দাবীর- আবেদন পত্র গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের ভাবী ...