বুধবার, ৭ মার্চ, ২০১৮

নারীর প্রতি আহবান





নারী শুধু দাসী চলবেনা
স্ত্রী হলে চলবেনা,
সবের উপর হতে হবে।

তুমিওতো সমাজের একজন, দেশের একজন
ভবিষ্যৎ জাতির পথপ্রদর্শক।
আর নয় গৃহের গ-ীবদ্ধ খাঁচায়,
নিদারম্নন দুর্দশায় পিঞ্জবদ্ধ দরজা খুঁলে,
এগিয়ে চলো সবার শীর্ষে।

তুমিও তো এক দুর্বার সংগ্রামী শক্তি
তুমিওতো বীরঙ্গনা সখিনা,
সেই বিল্পবী বীর কন্যা প্রীতিলতা,
তাদের রক্ত মিশে আছে শির উপশিরা।

জুম্ম ঘরে ঘরে নারীর জাতির
শক্তি খেলা মেতেছে আজ;
তোমার সাফল্য তোমার আত্মদান
তোমার আত্মদানে হয়ে উঠুক নওল ইতিহাস।
বাঙ্গালী জানুক বিশ্ব জগৎ অবলোক করুক,
জুম্ম নারী আজ আর পিছনে নেই।

সবাই বাঙালি : বিদ্রোহের সূচনা

আমরা বাঙালি না বাংলাদেশি ? জিয়াউর রহমান যখন রাষ্ট্রক্ষমতায় , তখনই এই বিতর্কের সঙ্গে মানুষ পরিচিত হলেন। বাম এবং আওয়ামী বুদ্ধ...