মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

চাঙমা গান - লেঘিয়্যা সুনানু ইনজেব চাঙমা

 


এচ্যে দ’ গম নেই মানান
নানাং কধা চিদত আভর খার
ভারদ’ হনুমান্যা যুনি ওই পাত্তুন
বুক্কো ছিরি কি আঘে দেঘে দুং।
কত্তমান কোচপাং তরে মুই।।
অক্তে অক্তে মন’ আগাঝত মেঘ ভাঝে
ঝর লামে ধারাধারা দ্বি চোগত
ঝুবুর গাঝত অনসুর কুরি যায় ক’বো
ইধোত তুলি দে সে পুরোন’ দিনুন।
এচ্যে দ’ গম নেই মানান ।।
বেন্যা পোত্যা রাদা দাগত ঘুম ভাঙি গেলে
কায় দ’ তরে তগে ন’ পাং,
আগাঝ তারা ওই রেত্তো কাদেনেই
দিন্নো কুধু লুগি যাচ।
এচ্যে দ’ গম নেই মানান ।।

সবাই বাঙালি : বিদ্রোহের সূচনা

আমরা বাঙালি না বাংলাদেশি ? জিয়াউর রহমান যখন রাষ্ট্রক্ষমতায় , তখনই এই বিতর্কের সঙ্গে মানুষ পরিচিত হলেন। বাম এবং আওয়ামী বুদ্ধ...