 |
ক্যাপশন যোগ করুন |
দীর্ঘ তেইশ
বছর পর মাওরি
ভাষা ইংরেজি ভাষার
পাশাপাশি নিউজিল্যান্ডের সরকারি ভাষা
হিসেবে যোগ দিলেও
এই ভাষা আজ
হারিয়ে যেতে বসেছে৷
বয়স্ক
মাওরিরা যারা
এই
ভাষায়
অনর্গল
কথা
বলতে
পারতেন
তাঁরা
ধীরে
ধীরে
মারা
যাচ্ছেন৷ অল্প
বয়সিদের এই
ভাষা
শেখানোর মতো
এখন
আর
তেমন
কেউ
নেই৷
ঐতিহাসিক ‘মাওরি
অধিকার'
নিয়ে
সরকারের পরামর্শদাতা হিসেবে
কাজ
করে
ওয়েটাংগি ট্রাইবুনাল৷ সম্প্রতি তাদের
একটি
প্রতিবেদনে এই
আশঙ্কা
প্রকাশ
করা
হয়েছে৷
১৮৪০
সালে
উপসাগরীয় দ্বীপটিতে ব্রিটেনের রানি
ভিক্টোরিয়ার প্রতিনিধিরা বে
অফ
আইল্যান্ডস'এর
ওয়েটাংগি'তে
মাওরিপ্রধানদের সঙ্গে
এক
চুক্তি
সই
করেছিলেন৷ ঐ
চুক্তিতে তারা
লিখিতভাবে ভাষাসহ
সকল
মাউরি
টায়োংগা বা
সম্পদ
রক্ষা
কারার
অঙ্গীকার করেছিলেন৷ এরপর
কয়েক
বছরে
নতুন
এই
ব্রিটিশ উপনিবেশে অভিবাসীদের সংখ্যা
বাড়তে
থাকে৷
১৮৫৮
সালেই
প্রথম
আদমশুমারিতে দেখা
যায়,
মাওরি
জনসংখ্যা ছিল
৫৬
হাজার৷
মাওরি
ভাষাকে
পেছনে
ফেলে
দেয়
ইংরেজি
ভাষা
এবং
দিনদিন
তা
সংখ্যালঘুদের ভাষায়
পরিণত
হয়ে
যায়৷
এর
এক
দশকেরও
কম
সময়
পরে
‘নেটিভ
স্কুলস
অ্যাক্ট' নামে
এক
অধ্যাদেশ জারি
করা
হয়
যেখানে
বলা
হয়,
একমাত্র ইংরেজিই হবে
মাওরি
শিশুদের শিক্ষার মাধ্যম৷
১৯৮৭
সালে
যদিও
মাওরি'কে অন্যতম সরকারি
ভাষা
হিসেবে
ঘোষণা
করা
হয়,
মাওরি
আদিবাসীদের বেতার
স্টেশন
১৯৯৩
সাল
পর্যন্ত সম্প্রচার শুরু
করতে
পারেনি৷ এমনকি
২০০৪
সাল
পর্যন্ত মাওরি
টেলিভিশন চ্যানেলের জন্য
সরকার
কোনো
অর্থবরাদ্দ দেয়নি৷
বিভিন্ন সাইন
বোর্ড
ও
নোটিশে
ইংরেজি
ও
মাওরি
দু'টি ভাষা একসঙ্গে খুব
কমই
দেখা
যায়৷
ওয়েটাংগি ট্রাইবুনাল বলেছে,
আদিবাসী মানুষদের এই
ভাষাকে
বাঁচাতে হলে
দেশটাকে দ্বিভাষিক করে
তোলার
ক্ষেত্রে সরকারকে আরও
অনেক
ব্যবস্থা নিতে
হবে৷
মাওরি
বিষয়ক
মন্ত্রী পিটা
শার্পল্স বলেছেন,
সরকার
অবশ্যই
আরো
অনেক
কিছুই
করতে
পারে৷
তবে
কিনা
এই
ভাষাকে
পুনরুজ্জীবিত করা
মাওরিদেরই দায়িত্ব৷ মাওরি
শিক্ষাবিদ ও
এনগাপুহি উপজাতির নেতা
ডেভিড
ব়্যাংকিন বলছেন,
‘‘পরবর্তী কয়েক
প্রজন্মের মধ্যেই
মাওরি
ভাষা
হারিয়ে
যাবে৷
একে
আর
বাঁচানো যাবেনা৷ এমনকি
আমাদের
সন্তান
ও
নাতিনাতনিদের মধ্যে
অল্প
কয়েকজন
যারা
এই
ভাষা
শিখছে
তারা
ইংরেজি
আরও
ভালো
পারে৷
এটাই
মাউরির
ভবিষ্যত এবং
আমাদেরকে অচিরেই
তা
দেখতে
হবে৷''
প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক