বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

সাধারণ জ্ঞান

 ১.    বাংলা মোগল সুবেদার শায়েস্তা খান কখন পার্বত্য চট্টগ্রাম দখল করে?
উঃ ১৬৬৫ খ্রি. আরাকানীদের পরাজিত করে পার্বত্য চট্টগ্রাম দখল করে।
২.    মোগল ও চাঙমা রাজার সুসম্পর্ক কত সাল পর্যন্ত বজায় ছিল?
উঃ  ১৭১৩খ্রি. থেকে ১৭৫৭ খ্রি. পলাশীর যুদ্ধ পর্যন্ত।
৩.    পার্বত্য চট্টগ্রামে প্রথম “চীফ” কে?
উ: হ্যারি ভেরেলস্ট।
৪.    রাজা শের মুস্ত খা কখন মোগলদের নামেমাত্র কর দিতে রাজি হয়?
উঃ ১৭১৩ খ্রি.
৫.    কখন মোগলদের দ্বারা চাঙমা রাজ্য আক্রান্ত হয়?
উ:১৭২৪ খ্রি.
৬.    কখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংগে বাংলার নবাব সিরাজ উদ্দৌল্লার যুদ্ধ হয়?
উ: ১৭৫৭ খ্রি.।
৭.    চট্টগ্রামে কখন ইংরেজ শাসান প্রতিষ্ঠিত হয়?
উ: ১৭৬০ খ্রি.
৮.    কখন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে চাঙমাদের অসন্তোষ গুরুতর আকার ধারণ করে?
উঃ ১৭৭২ খ্রি.
৯.    পার্বত্য চট্টগ্রামে কখন চাকলাদারী ব্যবস্থা প্রচলন করা হয়?
উ: ১৭৭২ খ্রি.
১০.    কখন চাঙমা ভূখণ্ডকে দ্বি খণ্ডিত করার প্রস্তাব গৃহীত হয়?
উ: ১৮৭৩ খ্রি.।
১১.    কখন ব্রিটিশ সৈন্য রাঙ্গামাটি দখল করে?
উ: ১৭৮৫ খ্রি.।
১২.    কখন কর্নওয়ালিশ কোড অনুসারে সমগ্র চট্টগ্রামে থানা পদ্ধতির প্রচলন করা হয়?
উ: ১৭৯৩ সালে।
১৩.    ব্রিটিশ শাসনে বিরুদ্ধে কে কে লড়ে ছিল?
উ: শের দোলত খান, জান বক্স খান ও তব্বৌক খান।
১৪.    কোন আমলে বিঝু উৎসবে ১ মাস  ছুটি ছিল?
উ: ব্রিটিশ আমলে।  
১৫.    চাঙমা দ্বিতীয় রাজ বাড়ি কোথায় অবস্থিত?
উ: রাঙ্গুনিয়া রাজানগর।
১৬.    কখন সমগ্র চট্টগ্রাম খাস মহল পদ্ধতি প্রচলন করা হয়?
উ: ইঙ্গ-চাঙমা সংঘর্ষকালীন সমগ্র চট্টগ্রাম খাস মহল পদ্ধতি প্রচলন করা হয়।
১৭.    ব্রিটিশ আমলে পার্বত্য চট্টগ্রাম আয়তন কত?
উ: ৫০৯৩ বর্গমাইল।
১৮.    মহামণি মন্দিরটি কখন প্রতিষ্ঠিত হয়?
উ: ১৮৪২ সালে।
১৯.    কখন রাজা সদও দপ্তর রাঙ্গামাটিতে নিয়ে আসেন?
উ: ১৮৭৪ সালে।
২০.    ইংরেজ সরকার কখন পার্বত্য চট্টগ্রামকে ৩টি সার্কেল সৃষ্টি করে?
উ: ১৮৮১ খ্রি.
২১.    কখন পার্বত্য পুলিশ বাহিনী গঠিত হয়?
উ: ১৮৮১ সালে।
২২.    ব্রিটিশরা চট্টগ্রামে প্রধান জমিদারদেও কী নির্দেশ দিতেন?
উ: রাঙ্গুনিয়াতে চাঙমা জমি ক্রয় করার।
২৩.    ব্রিটিশদের নির্দেশে প্রথম কত জন প্রধান জমিদার রাঙ্গুনিয়া চাঙমা জমি ক্রয় করেন?
উ: ৪৩ জন জমিদার।
২৪.    কখন মং সার্কেল গঠিত হয়?
উ: ১৮৮৪ খ্রি. চাঙমা রাজ্যের উত্তরাংশকে নিয়ে নতুন মং সার্কেল গঠিত হয়।
২৫.    প্রথম পর্যায়ে চাঙমা ভূখণ্ডে কয়টি থানা প্রতিষ্ঠিত হয়?
উ: পাচটি। দিঘীনালা, লংগদু, চন্দ্র ঘোনা, বরকল, ও রাঙ্গামাটি।
২৬.    চাঙমা কোন দুটি সাম্রজ্যাবাদী শক্তি বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছিল?
উ: মোঘল ও ব্রিটিশ।
২৭.    ব্রিটিশরা পার্বত্য চট্টগ্রামকে শাসন করার জন্য ১৯০০ সালের যে ম্যানুয়েন তৈরি করেছিল এর নাম কি ছিল?
উঃ “চিটাগাং হিল ট্রাক্টস ম্যানুয়েল”
২৮.     দেওয়ান রনু খান কোথায় মৃত্যু বরণ করেন?
উ: দোহাজারী নামক জায়গা।
২৯.    কেন “আমিল” নিযুক্ত করা হয়?
উ: চাকলাদারী ব্যবস্থার বিরুদ্বে সমগ্র চট্টগ্রামের জমিদারদেও তীব্র অসন্তোষ দেখা দিলে সরকার বাধ্য হয়ে চাকলাদারী ব্যবস্থা প্রত্যাহার করে আমিলদারী ব্যবস্থা চালু জারি করে। ব্রিটিশ কালেক্টরের স্থলে “আমিল” নিযুক্ত করা হয়।
৩০.    কখন পার্বত্য চট্টগ্রাম ম্যানুয়েন অনুমোদন হয়?
উ: ১৯০০ খ্রি., ৬ জানুয়ারি।
৩১.    কখন সুপারিন্টেন এর পদবী পরির্বতন করে ডেপুটি কমিশনার করা হয়?
৩২.    ১৯২০ খ্রি.।
৩৩.    কখন পার্বত্য চট্টগ্রাম জেলাটি পাকিস্তান ভাগে পড়েছে বলে ঘোষণা করা হয়?
উ: ১৯৪৭ সালে ১৭ আগষ্ট।
৩৪.    কখন ভারতীয় পতাকা উড়ানো হয়?
উ: ১৫ আগস্ট ১৯৪৭ সালে।
৩৫.    ১৯৪৭ সালের পার্বত্য চট্টগ্রামের লোকসংখ্যা কত?
উ: ২,৭৫০০০ জন (মুসলিম- ১.৫%, বড়ুয়া- ১.০০%)।
৩৬.    পার্বত্য চট্টগ্রামে প্রথম দুটি মহকুমার নাম কি?
উ: রামগড় ও রাঙ্গামাটি।
৩৭.    বন্দরবান মহকুমার কখন গঠিত হয়?
উ: ১৯৫২ সালে।
৩৮.    কার শাসনামলে সমগ্র পার্বত্য জেলাটিতে মৌজায় বিভক্ত করা হয়?
উ: ব্রিটিশ আমলে প্রশাসন এবং রাজস্ব আদায়ের লক্ষ্যে সমগ্র জেলাটিতে ৩৬৯ টি মৌজায় বিভক্ত করা হয়।
৩৯.     কে হেডম্যান নিয়োগ করতেন?
উ: রাজা সুপারিশে ডেপুটি কমিশনার হেডম্যান নিয়োগ করতেন।

৪০.    কখন রাঙ্গুনিয় প্রশাসক রনু খানের সাথে কালেক্টও মি: বেন্টলি চুক্তি সম্পাদন হয়?
উ: ১৯৭২ সালে।
৪১.     কোন রাজা চাঙমা রাজাকে “রাজা” উপাধি দেন?
উ: আরাকানি রাজা।
৪২.     দেওয়ান অর্থ কী:
উ: রাজস্ব কর্মচারী (ফার্সি শব্দ)।
৪৩.    শিকদার অর্থ কি?
উ: নিদিষ্ট ভূখণ্ডের অধিকারী ।
৪৪.    তিনটি সার্কেল কী কী?
উ: চাঙমা, বমাং ও মং সার্কেল।
৪৫.    প্রথম দেওয়ান কে?
উ: কোন্নো খান  
৪৬.     দ্বিতীয় দেওয়ান কে?
উ: রনু খান  
৪৭.    প্রথম বাঙ্গালি হেডম্যান হয়েছিল কোন মৌজায়?
উ: ঘন্দুং মৌজা, নাক্ষ্যাংছড়ি থানা।
৪৮.    পার্বত্য চট্টগ্রামে মোট কয়টি মৌজা?
উ: ৩৬৯ টি।
৪৯.    মহামণি মন্দিরটি কোথায় অবস্থিত?
উ: চট্টগ্রাম জেলা রাঙ্গুনিয়া থানায়।
৫০.     কে মহামণি মন্দিরটি নির্মাণ করেন?
উ: তৎকালীন মং রাজা।
৫১.    পার্বত্য পুলিশ বাহিনীর প্রধান কে?
উ: ডেপুটি কমিশনার।
৫২.    কার নেতৃত্বে ভারতীয় পতাকা উড়ানো হয়?
উ: স্নেহ কুমার চাঙমা নেতৃত্বে।
৫৩.     পাকিস্তান সরকার কখন পার্বত্য পুলিশ বাহিনীকে বিলুপ্ত ঘোষণা করেন?
উ: ১৯৪৮ সালে।
৫৪.    হিল চাদিগাঙ কে কত সালে একটি আলাদা জেলা করা হয়?
উ: ১৮৬০ সালে।
৫৫.    হিলট্রেকস এর প্রথম সদর দপ্তর কোথায় ছিল?
উ: চন্দ্রঘোনায়।
৫৬.    কতসালে হিলট্রেকস এর সদর দপ্তর রাংগামাটিতে করা হয়?
 উ: ১৮৬৯ সালে।
৫৭.     চাদিগাঙ এর তিন সার্কেলকে কতসালে গেজেট এ তোলা হয়?
 উ: ১৮৮১ সালে।
৫৮.     মৌজা সিস্টেম কত সালে চালু হয়?
উ: ১৮৯০ সালে।
৫৯.     হিলট্রেকস এ ফ্রন্টিয়ার পুলিশ রেগুলেশন হয় কবে?
 উ: ১৮৮১ সালে।
৬০.     হিলট্রেকস এ আলাদা শাসন এর কারণ কী?
উ:হিলট্রেকস রেগুলেশন।
৬১.     কখন হিলট্রেকস রেগুলেশন করা হয়?
উ: ১৯০০ সালে।
৬২.     হিলট্রেকস এ শিক্ষার মান রক্ষায় কার অবদান ছিল?
 উ: কৃষ্ণ কিশোর চাঙমা।
৬৩.     কৃষ্ণ কিশোর কোন পেশায় নিয়োজিত ছিলেন?
উ: পুলিশ ইনসপেক্টর।
৬৪.     কর্ণফুলি পেপার মিল কত সালে স্থাপিত হয়?
উ: ১৯৫০ সালে।
৬৫.    প্রথমে কাপ্তায় বাঁধটি কত সালে আরাম্ভ হয়?
উ: ১৯৫২ সালে। শেষ হয় ১৯৫৮ সালে।
৬৬.    দ্বিতীয় বারে কাপ্তায়  বাঁধটি কখন শুরু হয়?
উ: ১৯৬১ সালে, আমেরিকা আর্থিক সহযোগিতায়।
৬৭.    কাপ্তায় বাঁধ নির্মাণে ফলে কতটি মৌজা ডুবে যায়?
উ: ১২৫টি মৌজা।
৬৮.    কত একর ধান্য জমি কাপ্তাই বাঁধ এর পানিতে ডুবে যায়?
উ: প্রায় ৫৪ হাজার একর। ৩৫০ বর্গমাইল এলাকা ডুবে যায়।
৬৯.     রাজা ত্রিদিব রায় কোন নির্বাচনে গখঅ নির্বাচিত হন?
উ: প্রাদেশিক র্নিবাচনে।
৭০.     কত সালে রাজা ত্রিদিব রায় গখঅ নির্বাচিত হন?
উ:১৯৬২ সালে।
৭১.    চাঙমার পত্তম শিক্ষা" বইটির লেখক কে?
 উ: সুনানু নোয়ারাম।
৭২.     চাকমাদের পিনন কাদির ব্যাপক প্রচলন শুরু হয় কার অবদানে?
উ: রাণী আরতীদেবী।
৭৩.    কার প্রচেষ্টায় রাংগামাটির "মোনঘর"স্থাপিত হয়?
উ: জ্ঞানশ্রী থেরোর অবদানে।
৭৪.    চাঙমারা কত সালে ত্রিপুরা রাজ্যে শরনার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল?
উ: ১৯৮৬ সালে।
৭৫.    বাংলাদেশে খসড়া সংবিধান প্রনয়ণের সময় মানবেন্দ্র নারায়ণ র্লামা কোন পরিষদের সদস্য ছিলেন?
 উ: গণপরিষদের।
৭৬.    মানবেন্দ্র নারায়ণ লারমা কোন চারটি বিষয়কে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভূক্ত করার জন্য বঙ্গবন্ধুর কাছে আবেদন করেন?
উঃ ক. আইন পরিষদ সম্বলিত স্বায়ত্ব শাসন প্রদান। খ. ১৯০০ সালের হিলট্রেকস এর বিধি সংরক্ষণ করা। গ. উপজাতীয় রাজাদের জন্য সংবিধানে দপ্তর রাখা। ঘ. হিলট্রেকস এর শাসন প্রান্তিক কোন পরিবর্তন না করা।
সাহিত্য:
৭৭.    পার্বত্য চট্টগ্রামে প্রথম পত্রিকা নম কী?
উ: গৈরিকা
৭৮.    গৈরিকা কখন প্রকাশ হয়?
উ: ১৩৪৩ বঙ্গাব্দ, বৈশাখ মাস (এপ্রিল - মে ১৯৩৬)
৭৯.    প্রথম বছর কত সংখ্যা প্রকাশিত হয়?
উ: দুই সংখ্যা।
৮০.    গৈরিকা নামটি কে দিয়েছেন?
উ: কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুর।
৮১.    গৈরিকা শেষ সংখ্যা কত সালে প্রকাশিত হয়?
উ: ১৩৫৮ বঙ্গাব্দ। ১৪ সংখ্যা। 

৯২.    চাঙমা ইতিহাস গ্রন্থ কী কী?
উ: ঐরংঃড়ৎু ড়ভ ঈযধশসধ জধল ঋধসরষু-  লেখক: রাজা ভ’বন মোহন রায়, “পার্বত্য চট্টগ্রাম রাজ লহরী” লেখক: নোয়ারাম চাঙমা, “চাকমা জাতি ইতিবৃত্ত” লেখক বিরাজ মোহন দেওয়ান, “শ্রী শ্রী রাজানামা” লেখক: অশোক কুমার দেওয়ান, “চাকমা জাতি” লেখক: সতীশ চন্দ্র ঘোষ।
৯৩.    বুদ্ধ রঞ্জিকা কী?
উ: রঞ্জিকা বাঙালি বৌদ্ধদেও একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থ।
৯৪.    রঞ্জিকা কখন প্রকাশ হয়?
উ: ২৫ চৈত্র ১২৯৬ বাংলা (১৮৯০খ্রি.)।
৯৫.     রঞ্জিকা রচনা কে?
উ: শ্রী নীল কমল দাস চাঙমা রাণী কালিন্দিও আদেশে গ্রন্থটি রচনা করেন।
আদিবাসী:
৯৬.    আন্তর্জাতিক আদিবাসী দিবস কবে?
উ: ৯ আগষ্ট।
৯৭.    বিশে^র কয়টি দেশে আদিবাসী আছে?
উ: ৭০ টি।
৯৮.    বিশে^র কত কোটি আদিবাসী আছে?
উ: ৭০ কোটি।
৯৯.    আন্তর্জাতিক আদিবাসী দশক কখন?
উ: ১৯৯৫- ২০০৪ সাল।
১০০.    আন্তর্জাতিক আদিবাসী দশকের মূলসুর কী?
উ: আদিবাসী জনগণ: কর্মে অংশীদারিত্ব”। (ইনডিজিনাস পিপল: পার্টনারশীপ ইন এক্সশন)
১০১.    আন্তর্জাতিক আদিবাসী দিবস দশক কবে?
উ: ২০১৪ সাল।
১০২.    জাতি সংঘ কর্তৃক কখন ইন্টারন্যাশনাল ইয়ার অব দি ওয়ার্ল্ডস ইনডিজিনাস পিপলস ঘোষণা করা হয়?
উ: ১৯৯৩ সালে।
১০৩.    জাতি সংঘ ওয়ার্কিং গ্রুপ অন ইনডিজিনাস পিপলস কবে গঠিত হয়?
উ: ১৯৮২ সালে।
১০৪.    জাতি সংঘ ওয়ার্কিং গ্রুপ অন ইনডিজিনাস পিপলস এর কাজ কী?
উ: আদিবাসীদের মানবাধিকার ও মৌলিক স্বাধিনতা রক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে জাতীয় নীতি পর্যালোচনা করা অন্যটি হলো আদিবাসীদের অধিকার সম্পকিত বিষয়ে আন্তর্জাতিক মাপকাঠি নির্ণয় করা।
১০৫.    আদিবাসীদের জন্য জাতি সংঘে স্থায়ী ফোরাম কখন গঠিত হয়?
উ: ২০০০ সালে।
১০৬.    আদিবাসী জাতি সংঘে স্থায়ী ফোরাম কমিটি সংখ্যা কত?
উ: ১৬ জন। তম্মধ্যে আদিবাসী ৮ জন।
১০৭.    আদিবাসীদের জাতি সংঘে স্থায়ী ফোরাম প্রথম সভা কখন ও কোথায় অনুষ্ঠিত হয়?
উ: ১৩ মে ২০০২, নিউ ইর্য়ক।
১০৮.    জে এস এস কবে প্রতিষ্ঠিত হয়?
উ: ১৫ ফেব্রুয়ারী ১৯৭২ সালে
১০৯.    শান্তি বাহিনী আত্নপ্রকাশ কবে?
১১০.    ১৯৭৩ সালের ৭ই জানুয়ারী পার্টির স্বশস্ত্র সংগঠনের শান্তিবাহিনী আত্মপ্রকাশ।
১১১.    গৃহ যুদ্ধ কবে শুরু হয়?
উ: ১৪ই জুন ১৯৮৩ থেকে শুরু হয়।
১১২.     গৃহ যুদ্ধ কবে শেষ হয়?
উ: গৃহযুদ্ধ ৩০ এপ্রিল ১৯৮৫ তে শেষ হয়।
১১৩.    পার্বত্য চুক্তি কখন হয়?
উ: ১৯৯৭ সালে ২ রা ডিসেম্বর  
১১৪.    আমরা পার্বত্য জমি চাই, মানুষ চাই উক্তিটি কার?
উ: ব্রিগেডিয়ার হান্নান শাহ।
১১৫.    “পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা ইচ্ছা করলে পৃথিবীর যে কোনও স্থানে যেতে পারে, এতে সরকার খুশি” ভাষণটি কার?
উ: আব্দুল আউয়াল, তৎকালীন চট্টগ্রাম বিভাগের কমিশনার।
১১৬.    আমি অসহায়, পাহাড়ীরা নিরুপায় উক্তিটি কার?
উ: মোঃ হুমায়ুন কবির (জেলা প্রশাসক, খাগড়াছড়ি)।  
১১৭.    শান্তিবাহিনী কখন গঠিত হয়?
উ: ১৯৭৩ সালে ৭ জানুয়ারি।
১১৮.     এরশাদ শাসনামলে জনসংহতি সমিটি সাথে কয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়?
উ:  ৬ দফা।
১১৯.    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) এর সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিটি মোট কয় দফা বৈঠক হয়?
উ: ১৩ দফা।
১২০.    কাংলাদেশ আওয়ামী লীগ (গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) ও জনসংহতি সমিটির মোট কয় দফা বৈঠক হয়?
উ: ৭ দফা।
১২১.    বাংলাদেশ সরকারের সাথে জনসংহতি সমিটি প্রথম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
উ: ২১ অক্টোবর ১৯৮৫ সালে, পানছড়ি পুজগাং।
১২২.    বাংলাদেশ সংসদে কখন স্থানীয় সরকার এর বিল পাশ হয়?
উ: ১৯৮৯ সালে ১৫ ফেব্রুয়ারি।
১২৩.    স্থানী সরাকার বিল কে উত্থাপন করেন?
উ: তৎকালীন পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী নাজিউর রহমান।
১২৪.    সুনানু উপেন্দ্রলাল চাঙমা কখন ভারতে শরনার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করেন?
উ: ১৯৮৯ সালে ৩১ মে।
১২৫.    কখন স্থানীয় সরকার পরিষদ নির্বাচন হয়?
উ: ১৯৮৯ সসালে ২৫ জুন।
১২৬.    কখন শান্তিবাহিনীরা রাঙ্গামাটি রেডি স্টেশন দখন করেন?
উ: ১৯৯০ সালে ২৫ জুলাই।
১২৭.    কে কাপ্তায় বাঁধ বিরুদ্ধে প্রথম প্রচার করেন?
উ: মানবেন্দ্র নারায়ণ লারমা।
১২৮.    কাপ্তায় বাঁধ নিমার্ণ বিরুদ্ধে প্রতিবাদ করতে কে গ্রেফতার হন?
উ: মানবেন্দ্র নারায়ণ লারমা।
১২৯.    মানবেন্দ্র নারায়ণ লারমা কখন গ্রেফতার হন?
উ: ১৩ ফেব্রুয়ারি ১৯৬৩ সালে।
১৩০.    মানবেন্দ্র নারায়ণ লারমাকে কোন মামলা অভিযুক্ত করা হয়?
উ: রাষ্ট্রদ্রোহি।
১৩১.    কখন বাঙালিদেও পার্বত্য চট্টগ্রামে পূর্ণবাসনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়?
উ: ১৯৭৯ সালের মাঝামাঝি সময়ে।

কেন আঞ্চলিক স্বায়ত্ব শাসন?

বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির নিকট পার্বত্য চট্টগ্রামের জনগণের শাসনতান্ত্রিক অধিকার দাবীর- আবেদন পত্র গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের ভাবী ...