বুধবার, ৭ মার্চ, ২০১৮

নারীর প্রতি আহবান





নারী শুধু দাসী চলবেনা
স্ত্রী হলে চলবেনা,
সবের উপর হতে হবে।

তুমিওতো সমাজের একজন, দেশের একজন
ভবিষ্যৎ জাতির পথপ্রদর্শক।
আর নয় গৃহের গ-ীবদ্ধ খাঁচায়,
নিদারম্নন দুর্দশায় পিঞ্জবদ্ধ দরজা খুঁলে,
এগিয়ে চলো সবার শীর্ষে।

তুমিও তো এক দুর্বার সংগ্রামী শক্তি
তুমিওতো বীরঙ্গনা সখিনা,
সেই বিল্পবী বীর কন্যা প্রীতিলতা,
তাদের রক্ত মিশে আছে শির উপশিরা।

জুম্ম ঘরে ঘরে নারীর জাতির
শক্তি খেলা মেতেছে আজ;
তোমার সাফল্য তোমার আত্মদান
তোমার আত্মদানে হয়ে উঠুক নওল ইতিহাস।
বাঙ্গালী জানুক বিশ্ব জগৎ অবলোক করুক,
জুম্ম নারী আজ আর পিছনে নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন আঞ্চলিক স্বায়ত্ব শাসন?

বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির নিকট পার্বত্য চট্টগ্রামের জনগণের শাসনতান্ত্রিক অধিকার দাবীর- আবেদন পত্র গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের ভাবী ...