রবিবার, ১১ মার্চ, ২০১৮

উজে য’ ইনজেব চাঙমা



সোনা, পরেশ, প্রিয়..., টিংকু;
জাদ’র লোরবোউন শুনরনি?
ঐ এ্যাইল জারানি দাগি কর,
ঐ কাপ্তে ধেবাবো দাগি যার,
ফাগোনর বোইয়েরান কানে কানে কোই যার,
উজে য’ উজে য’ বোই থেবার নেইদ’ অক্ত।
জাত্তো আঘে বেনালত।

ও ধর্ম,
ও পাহাড়িকা-শ্রেয়.., এলি..., সম্ভু,
ব্রিটিচ, পাকিসত্মান তোড়েই বাংলা ৪৭ বজর
জাদর পাত্থলী এম এন লারমার
চের দফা দাবী ন’ ফেলং এয’,
জাত্তো অহ্ল’ কত্তা কত্তা, ভেধা ভেধা
চিত জুরেবার মন গলেবার কি আঘে দরপ?
উজে য’ উজে য’ বোই থেবার নেইদ’ অক্ত।
জাত্তো আঘে বেনালত।
জাগা জমি ধুবি গেল, বর পরঙ যেই পেলং’
ভাচ ওক্কোর সাহিত্য সংস্কৃতি আহজি গেল’,
মন বোঝেবং কিঙিরি?
চিগোন ছড়া মরি গেল’, মোনমুড় নাদা অহল
বেঙ্গমা-বেঙ্গমী সারিলাক আদাম
ভরিল’ শুকুন’ পালে; বাজিবং কিঙিরি?
উজে য’ উজে য’ বোই থেবার নেইদ’ অক্ত।
জাত্তো আঘে বেনালত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সবাই বাঙালি : বিদ্রোহের সূচনা

আমরা বাঙালি না বাংলাদেশি ? জিয়াউর রহমান যখন রাষ্ট্রক্ষমতায় , তখনই এই বিতর্কের সঙ্গে মানুষ পরিচিত হলেন। বাম এবং আওয়ামী বুদ্ধ...