রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

সুনানু নোয়ারাম চাঙমা জীংকানি: ইনজেব চাঙমা

 


যে গদা জীংকানিসং নিজভালেদি কধা ভাবি চাঙমা ভাচ, ওক্কোর ভালেদি পদত আনিবাত্যাই লেতপেত গরি রয়ে তে অহ্লদে কবি, সাহিত্যিক লেঘিয়্যা সুনানু নোয়ারাম চাঙমা। তে জনম অহ্লে অঝাপাত হয়দআহ্জি যাদে আদং নেই। তার চেদন বলে এচ্যে আমি আমা অঝাপাত দোলে দোলে লারচার গরি পারির।

তারার জনম ২২ জানুয়ারি ১৯২২ খ্রি. মরন: ৮ নভেম্বর ১৯৭৮ খ্রি.।

সুনানু নোয়ারাম চাঙমা, বাপ: সুনানু শুক্রমণি চাঙমা, মা: সুনানু কালাবি চাঙমা। পুঅ/ছা: ১। বাসন্তী চাঙমা, ২। আরতি চাঙমা, বিরতি চাঙমা, ৪। মনদেবী চাঙমা, ৫। কল্যাণ সাধন চাঙমা, ৬। রিনা দেবী চাঙমা।

সুনানু নোয়ারাম চাঙমা নাবালক অক্ত গোমেতকুলত্তুন তা জেত্তা সুনানু সাপ্যে চাঙমা সমারে মিঙিনি চাগালাত বাজেইছড়া আদামত খুচ দিল সুনানু সাপ্যে চাঙমা গোমেত কুলত বেড়া যেনেই মা আহ্রা সুনানু নোয়ারাম চাঙমারে লগে গরি আনে। লেঘা পড়া শিঘিবাত্যা এক্কো ভান্তে সমারে চিতমরং যেল

সক্যে ধক্যে গরি আদামে আদামে কিয়োং, ইক্কুল এল চিতমরঙত্তুন চংড়াছড়ি ফুলচান কারবারি পাড়া আদামত কনএক্কান কেজ্জোত ফাং গরি আনিলে সে ভান্তে লোই সুনানু সাপ্যে চাঙমা দেঘা অহ্য়। নানান কধা সেরে সুনানু সাপ্যে চাঙমা ভান্তেরে সুনানু নোয়ারাম চাঙমা কধা কয়। ভান্তেত্তুন চিতপুরি উদি লেঘা শেঘেবাত্যা তা সমারে চিতমরঙত নিল। ভান্তের আরএক্কো গুর এল তা নাঙ সুনানু কালীকুমার চাঙমা। কালি কুমার চাঙমা সুনানু নোয়ারাম চাঙমাত্তুন কিয়্যাদি উজোল অহ্ ভজান। তারা দিজনে থেদাক-খেদাক এক সমারে ইক্কুলত যেদাক। ইক্যে গরি ক্লাশ ত্রিত উদিলাক। সুনানু কালি কুমার চাঙমা সল্লা পরামর্শলোই সুনানু নোয়ারাম চাঙমা চলি পেদ। তা কধা মুনিলে সেজা খেই পায়। সুনানু কালি কুমার চাঙমা ভারি ধেং এল অক্তমজিম ইক্কুলত যায়। গেলেয়্য পদত পল্লে থায়। সুনানু নোয়ারামরেয়্য ইক্কুলত যেবার বানা গরে। যে দিন ইক্কুলত যানা অভসে দিনত তারা ধেং গরিদাক। কুচ্চেল চর গরি খেই দিদাক। এক দিন সে কারবারানি ভান্তে কানত এল ভান্তে সুনানু নেয়ারাম চাঙমাত্তুন পুজোর গরিলে সুনানু নোয়ারাম চাঙমা বানা সিরেবো পচ্চে পচ্চে থায়। তা ধক বুঝি ভান্তে কয়- তে চুর গরি ভিলিন তুইয়্য চুর গরিবে?

পরে ভান্তে তারারে কিয়োঙত রাঘেবার মঞ্জুক গরে। সিয়ান সুনানু কালি কুমার চাঙমা খবর পেল। সুনানু নোয়াম চাঙমারে দাগি কল এবার আমার ইধু থেবার জাগা নেই। কলিকাতাত ধেই যেই। ভান্তে আমারে ধাবে দিবার কর। সুনানু নোয়ারাম চাঙমা এক্কা চিদে সমেল মাত্তর কি গরিবভাবি কুল পায়। তে চায় লেঘা পড়া গরিবার। সুনানু কালি কুমার চাঙমা সুনানু নোয়ারামরে বার বার কুজোলী গরে ধেই যেবার। পরে নোয়ারাম চাঙমারে বুক বানি দিনেই কল। চিদে গরিচ, তুই বানা সমারে যেলে অভ। মুই বেক জুগল গরিম।

দিন পুর থিক গরি তারা কলিকাতা মুক্কে লর দিলাক। ইন্দি ভান্তে খবর পেল। বেক জাগায় জাগায় খবর দিল। কয়েক দিন পর কনবন্দরত্তুন তারারে ধরি আনি ভান্তে ইধু গজে দিলাক। ইক্যে ভান্তে আর বেচ চিদে অহ্ল। কয়েক দিন যাদে লংগদু ভাঙা মুড়ত্তুন যাত্রামণি নাঙে এক বন্দা চিতমরঙত মান্নে সেরা যায়। ভান্তে তারে কয়- গুরবোরে বাজেই ছড়া সাপ্যেরে গজে দি দিচ্ছোই।

ঘরত লুমি সুনানু সাপ্যে চাঙমা সুনানু নোয়ারাম চাঙমাত্তুন বেক উদলোই পুজোর গরে তার ঘরত গরু চরা থেব নিনা। সুনানু নোয়ারাম চাঙমা রাজি অহ্ল। কিত্তে, তার ডেনে চেলে নেই বাঙে চেলে নেই কনগাহ্ বাচ্যে কিত্তে কুদুম। তা জেত্তাবো সমারে এনেয়্য ভান্তেরে গজে দিল। ইআনি ভাবি বাজেইছড়া আদামত এবার তার বুক বানে। ইক্যে সুনানু যাত্রামণি চাঙমা ঘরত তার বাহ্ গরু চরানা।

সে ভাঙা মুড়ত এক্কো মাস্টর আঘে। তে লেঘা শেঘাদে সুনানু নোয়ারাম চাঙমা বজঙানি ধরি দে। এক দিন যাত্রামণি চাঙমা সিআন খবর পেই পুজোর গরি তুই চিতমরঙইদু কি গচ্ছোই। ভান্তে তারে লেঘা শেঘেয়্যা ভিলে অহ্ল। ইয়ান খবর পেই সুনানু যাত্রা মণি চাঙমা তারে গরুচরানা বদলে মাস্টর বানেল। ইক্যে সুনানু নোয়ারাম চাঙমা মনবল ভারি গেল। জু পেলে কবিদ্যা লেঘে। নানাঙ শাত্র কধা কয়। ফাজালমি (কৌতুক) দেঘায়। চাদে চাদে বেগে তারে গম পান।

সুনানু যাত্রামণি চাঙমা তা ঝি ফুলেশ^রী চাঙমারে সুনানু নোয়ারাম চাঙমালোই বাজে দিবার মানুচ ধরিল। ফুলেশ^রীর মানচ্যের কোচ পিয়্যা বেধি আঘে, ফারাঙি (কুস্ত রোগ) ত্যুঅ সুনানু নোয়ারাম চাঙমা রাজি অহ্ল। যাত্রমণি ছাবা পেনেই ইক্যে তারে মাস্টর ইজেবে চিনন। বচন চেই এক মহেন্দ্র খেনত তারা দিজনে জধন অহ্ল। দিন দিন ফুলেশ^রী বেধিয়ান ভারি যার। সমারে তারও সে বেধিয়ান সাজুরিল। পরে তে খবর পেইয়্যা চন্দ্রঘোনা সিধু ফারাঙি চিকিৎস্যা গরন। কয়েক জনও গম অই এলাক। তারা সিদু যেলাক। ডা. স্ক্রোব তারে এক্কান শর্ত দিল। খ্রীস্টান অই পরিব, তে ফারাঙির চিকিৎস্যা পেব। সুনানু নোয়ারাম চাঙমা তা শর্তয়ান মনে অলেও গজি লদে বাদ্য অই পিয়ে।

ডা. স্ক্রোব লোই চিনপচ্যে অনার পর তে ভাঙামুড়ত এক্কান ইক্কুল থিদগরে। সে ইক্কুলত তেয়্য মাস্টর। পরে সিয়ান জুনিয় ইক্কুল অয়। সে ইক্কুল নাঙান তিলোন থাঙ্যা সঃ প্রাঃ ইক্কুল। সক্যে সিয়োত হেডমাস্টর এলসুনানু অংগদা রঞ্জন চাঙমা, শিবদাস, গোপাল কৃঞ্চ দাঘি। ডা. স্ক্রোবত্তুন সুনানু নোয়ারাম চাঙমা মনত পরিলে তারে কনএক্কান কামে ময়মনসিং বিরিশিরিত পাদায়। সিদু তিন বঝর থানা পর ঘরত ফিরি এজে।

গদা পানি এলে তারা ভুই জমি ধুবি যায়। ধুবি যেল তারা সবন, ভাজি গেল আঝা। সে কালাদিন তোড়ে উদে উদদে মিজোউন পরিলাক। তার আর সে জাগাত থানা অহ্য়। কিত্তে সক্যে তেয়্য এক্কা এক্কা আওয়ামী লীগ সমারে বেইল দিদ। ১৯৭০ সালত ছোট মেরু আদামত ধেই এজে।

তথ্য এজাল: কল্যাণ সাধন চাঙমা

ধরাদিঘলী চলিব।

বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

 

দেবাবো কি অলে এদক কি সুদো মু!
তরে দিঘি ইধোত উদের খেয়ে দেয়্যা জুম চাব্বো।
ইধোত উদি যায় ..........................
নাঙেলে নাঙেলে, জুম’ মুরোই মুরোই
নানাঙ কধায় কাদেয়্যাই কদক দিন।

জুরি কাব’ মাধাত্তুন ঝুরি পরে তেপ তেপ পানি,
নালে বেই যায় সাগরত,
চিদ’ রিবেঙত ঘা অয়ে যায়
উদিলে তরে ইধোত।
সে নিঝেনী বানা নিঝেন অই আঘে।

রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান

✬ বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? — ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে ✬ বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি? — গভর্নর ✬ কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয়? — ১৯৯৮ সালে ✬ বাংলাদেশে কৃষি ব্যাংক স্থাপিত হয়? — ১৯৭৩ সালে ✬ বাংলাদেশের বৃহত্তম তফসিলী ব্যাংক? — সোনালী ব্যাংক ✬ স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট চালু করা হয়? — ৪ মার্চ, ১৯৭২ সালে ✬ বাংলাদেশ শেয়ার বাজার নিয়ত্রণকারী প্রতিষ্ঠানের নাম? — এসইসি ✬ বাংলাদেশে নতুন নোট চালু করার ক্ষমতা আছে একমাত্র? — বাংলাদেশ ব্যাংকের ✬ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? — ১৯৮৩সালে ✬ প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে? — ব্যাংক এশিয়া ✬ প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে? — ডাচ-বাংলা ব্যাংক ✬ অভিষেক টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল? — ভারত ✬ যশোর জেলায় অবস্থিত বিল? — ভবদহ ✬ জাতীয় পতাকা দিবস? — ২ মার্চ ✬ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস? — ১০ জানুয়ারি ✬ বাংলাদেশে কৃষি দিবস? — পহেলা অগ্রহায়ণ ✬ বাংলাদেশে জেলহত্যা সংঘটিত হয়? — ১৯৭৫ সালের ৩ নভেম্বর ✬ বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয় — ১৪ ডিসেম্বর ✬ বাংলাদেশের জাতীয় দিবস? – ২৬শে মার্চ ✬ মুজিবনগর দিবস? — ১৭ এপ্রিল ✬ রোকেয়া দিবস? — ৯ ডিসেম্বর ✬ সংবিধান দিবস? — ৪ নভেম্বর ✬ স্বাধীন বাংলাদেশের ঘোষণা পত্র পাঠ করা হয়? — ১০ এপ্রিল,১৯৭১ ✬ কক-বরক ভাষায় কারা কথা বলে? — ত্রিপুরা ✬ ত্রিপুরাদের প্রধান উৎসব? — বৈসু ✬ খাসিয়া উপজাতি বাস করে? — সিলেটে ✬ জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা? — নোয়াখালী জেলার বেগমগঞ্জ ✬ জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা? — থানচি ✬ ত্রিপুরাদের জাতিসত্ত্বা কতটি গোত্রতে বিভক্ত? — ৩৬ টি ✬ বাংলাদেশে ২য় সংখ্যাগরিষ্ঠ উপজাতি? — সাঁওতাল ✬ বাংলাদেশে উপজাতীয় ভাষার সংখ্যা? — ৩২টি ✬ বাংলাদেশে গারো উপজাতি বাস করে? — ময়মনসিংহ, টাঙ্গাইল ও নেত্রকোনায় ✬ বাংলাদেশে চাকমা উপজাতি বাস করে প্রধানত? — রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ✬ বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম? — মাওরি ✬ বাংলাদেশে সবচেয়ে বেশি লোক বাস করে? — বৃহত্তর ঢাকা জেলায় ✬ বাংলাদেশের কোন উপজাতি মুসলমান? — পাঙন ✬ রাজবংশী উপজাতিরা বাস করে? — রংপুরে ✬ ঢাকার পূর্ব নাম? — জাহাঙ্গীর নগর ✬ বাংলার এককালের রাজধানী মহাস্থানগড়ের নাম ছিল? — পুণ্ড্রনগর ✬ সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন? — জাহাঙ্গীরনগর ✬ লালবাগ কেল্লার আদি নাম? — আওরঙ্গবাদ দূর্গ ✬ প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের আধিনায়ক ছিলেন? — শফিকুল হক হীরা ✬ প্রথম বাঙালি দাবা গ্র্যান্ড মাস্টার — নিয়াজ মুর্শেদ ✬ বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে? — ১৯৯৭সালে ✬ জাতীয় কন্যা শিশু দিবস? — ৩০ সেপ্টেম্বর ✬ জাতীয় সংহতি দিবস? — ৭ নভেম্বর ✬ জাতীয় কর দিবস? — ১৫ সেপ্টেম্বর ✬ শহীদ আসাদ দিবস? — ২০ জানুয়ারি ✬ বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী? — চাকমা ✬ মারমাদের প্রধান পেশা? — জুম চাষ ✬ সাঁওতালরা বাস করে? — রাজশাহী ও দিনাজপুর জেলায় ✬ বরিশালের পূর্ব নাম? — চন্দ্রদ্বীপ ✬ ময়মনসিংহ জেলার পূর্ব নাম? — নাসিরাবাদ ✬ সিলেটের পূর্ব নাম? — জালালাবাদ ✬প্রশ্ন: সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? উত্তর: পটুয়াখালী। ✬প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? উত্তর: চলন বিল। ✬প্রশ্ন: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর: পঞ্চম তফসিলে। ✬প্রশ্ন: আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত? উত্তর: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান। ✬প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী? উত্তর: সম্মিলিত প্রয়াস। ✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি? উত্তর: নাজমুন আরা সুলতানা। ✬প্রশ্ন: সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে? উত্তর: বেগম রাজিয়া বানু। ✬প্রশ্ন: পদ্মা সেতু কোন দু’টি জেলাকে সংযুক্ত করেছে? উত্তর: মুন্সীগঞ্জ ও শরীয়তপুর। ✬প্রশ্ন: বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত? উত্তর: মৌলভীবাজার। ✬প্রশ্ন: রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? উত্তর: জাতীয় সংসদের স্পিকার। ✬প্রশ্ন: বঙ্গবন্ধু জেলে ছিলেন মোট কত দিন? উত্তর: ৪৬৮২ দিন। ✬প্রশ্ন: বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর: রাজারবাগ, ঢাকা। ✬প্রশ্ন: বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে? উত্তর: ১৯৭৪ সালে। ✬প্রশ্ন: মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়? উত্তর: রেসকোর্স ময়দানে। ✬প্রশ্ন: আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? উত্তর: পার্বত্য রাঙামাটি। ✬প্রশ্ন: বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে? উত্তর: ফেনী। ✬প্রশ্ন: বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় হয়েছে? উত্তর: বগুড়ায়। ✬প্রশ্ন: রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়? উত্তর: কক্সবাজার জেলায়। ✬প্রশ্ন: আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম? উত্তর: ৯০ তম। ✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে? উত্তর: জান্নাতুল ফেরদৌস। ✬প্রশ্ন: কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে? উত্তর: ১৯৯৭ সালে। ✬প্রশ্ন: ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে? উত্তর: গোবিন্দ হালদার। ✬প্রশ্ন: বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী? উত্তর: উত্তরাধিকার। ✬প্রশ্ন: বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি? উত্তর: কুতুবদিয়া। ✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম নিরক্ষরতামুক্ত গ্রাম কোনটি? উত্তর: কচুবাড়ির কৃষ্টপুর, ঠাকুরগাঁও। ✬প্রশ্ন: ‘রূপসী বাংলাদেশ’ কোন এলাকাকে ঘোষণা দেয়া হয়েছে? উত্তর: সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে। ✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? উত্তর: শিব নারায়ণ দাস। ✬প্রশ্ন: মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেয়া হয় কয়টি? উত্তর: ৪টি। ✬প্রশ্ন: বাংলা মুদ্রাক্ষরের জনক কে? উত্তর: চার্লস উইলকিনস। ✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে? উত্তর: ৪ মার্চ, ১৯৭২ সালে। ✬প্রশ্ন: ‘জীবন তরী’ কী? উত্তর: একটি ভাসমান হাসপাতাল। ✬প্রশ্ন: বাংলাদেশ বিমানের প্রতীক কী? উত্তর: উড়ন্ত বলাকা। ✬প্রশ্ন: ‘নজরুল মঞ্চ’ কোথায় অবস্থিত? উত্তর: বাংলা একাডেমী প্রাঙ্গণে। ✬প্রশ্ন: বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। ✬প্রশ্ন: মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর: নওয়াব আবদুল লতিফ। ✬ প্রশ্নঃ বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত কি.মি.? উত্তরঃ ৪৭১৯ কি.মি. ✬ প্রশ্নঃ কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কত সালে? উত্তরঃ ১৮৪৬ সালে ✬ প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি ? উত্তরঃ ১৯টি ✬ প্রশ্নঃ বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চল কে? উত্তরঃ খুলনা ✬ প্রশ্নঃ বাংলাদেশের প্রথম নারী তথ্য কর্মকর্তা কে? উত্তরঃ কামরুন নাহার ✬ প্রশ্নঃ বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ মহাকাশযানের নাম কি ? উত্তরঃ ফ্যালকন-৯ ✬ প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি ? উত্তরঃ আলিকদম – থানচি ✬ প্রশ্নঃ বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত মাইল ? উত্তরঃ ৪৪৫ মাইল ✬ প্রশ্নঃ মিয়ানমার বাংলাদেশের কোনদিকে অাবস্থিত? উত্তরঃ দক্ষিণপূর্ব ✬ প্রশ্নঃ বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু কোথায় অবস্থিত? উত্তরঃ কক্সবাজার ✬ প্রশ্নঃ ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার ? উত্তরঃ ৩৭১৫ কিলোমিটার ✬ প্রশ্নঃ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? উত্তরঃ ৫টি ✬ প্রশ্নঃ বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল ? উত্তরঃ ৫৬,৫০১ বর্গমাইল ✬ প্রশ্নঃ বাংলাদেশর মোট সীমারেখার পরিমাপ কত? উত্তরঃ ৫১৩৮ কি.মি. ✬ প্রশ্নঃ বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত কি.মি. ? উত্তরঃ ৪৭১৯ কি.মি. ✬ প্রশ্নঃ শেওলা স্থলবন্দর কোথায় অবস্থিত? উত্তরঃ সিলেট ✬ প্রশ্নঃ বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই? উত্তরঃ বান্দরবান ✬ প্রশ্নঃ বাংলাদেশর মোট সীমারেখার পরিমাপ কত? উত্তরঃ ৫১৩৮ কি.মি. ✬ প্রশ্নঃ সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত? উত্তরঃ মেঘালয় ✬ প্রশ্নঃ ‘শুভলং’ ঝরণা কোন জেলায় অবস্থিত? উত্তরঃ রাঙামাটি ✬ প্রশ্নঃ ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? উত্তরঃ ৩০টি ✬ প্রশ্নঃ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত? উত্তরঃ ১১.৮ কি.মি. ✬ প্রশ্নঃ মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য কত কিলোমিটার ? উত্তরঃ ২৮০ কিলোমিটার ✬ প্রশ্নঃ বাংলাদেশর মোট সীমানার দৈর্ঘ্য (জল ও স্থলসহ) কত মাইল ? উত্তরঃ ২৯২৮ মাইল ✬ প্রশ্নঃ বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ? উত্তরঃ হাফিজউদ্দিন মিয়া ✬ প্রশ্নঃ বাংলাদেশের মোট আয়তন কত বর্গ কি.মি.? উত্তরঃ ১,৪৭,৬১০ বর্গ কি.মি. ✬ প্রশ্নঃ ভারতের কোন প্রদেশটি বাংলাদেশ সীমান্তে অবস্থিত নয় ? উত্তরঃ মনিপুর ✬ প্রশ্নঃ উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত মাইল ? উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল ✬ প্রশ্নঃ বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত কি.মি.? উত্তরঃ ৭১১ কি.মি. ✬ প্রশ্নঃ বাংলাদেশের পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তরঃ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ✬প্রশ্নঃ নিঝুম দ্বীপের পুরাতন নাম কি? উত্তরঃ বাউলার চর। ✬প্রশ্নঃ তুলা চাষের জন্য বেশি উপযোগী কোন জেলা? উত্তরঃ যশোর। ✬প্রশ্নঃ কর্ণফুলী নদীর উৎপত্তি কোথা থেকে? উত্তরঃ লুসাই পাহাড়। ✬প্রশ্নঃ বাংলা একাডেমী পুরষ্কার প্রবর্তন করা হয় কত সালে? উত্তরঃ ১৯৬০ সালে। ✬প্রশ্নঃ সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির ভাষ্কর কে? উত্তরঃ নিতুন কুন্ডু। ✬প্রশ্নঃ রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার লাভ করেন কত সালে? উত্তরঃ ১৯১৩ সালে। ✬প্রশ্নঃ বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে? উত্তরঃ ১২০৪ সালে। ✬প্রশ্নঃ প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? উত্তরঃ বরিশাল। ✬প্রশ্নঃ ১০ তম ক্রিকেটে সবচেয়ে কম বয়সী অধিনায়ক কে? উত্তরঃ সাকিব আল হাসান, বাংলাদেশ। ✬প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংকে নারী ডেপুটি গভর্নরের নাম কি? উত্তরঃ নাজনীন সুলতানা। ✬প্রশ্নঃ বাংলাদেশের মোট জনসংখ্যার কত ভাগ উপজাতি? উত্তরঃ ১.১৩% উপজাতি। ✬প্রশ্নঃ শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ মানবেন্দ্র নারায়ণ লারমা। ✬প্রশ্নঃ নবম ও বর্তমান জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য কতজন? উত্তরঃ ১৯ জন। ✬প্রশ্নঃ দেশে অনলাইন জিডি (General Diary-GD) এর কার্যক্রম শুরু হয় কবে থেকে? উত্তরঃ ৫ মার্চ ২০১০। ✬প্রশ্নঃ পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? উত্তরঃ ১৫-১৯ মার্চ ২০১১ সালে। ✬প্রশ্নঃ ছিয়াত্তরের মন্বন্তর ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে কত সালে? উত্তরঃ ১৭৭০সালে ( বাংলা ১১৭৬ খৃঃ)। ✬প্রশ্নঃ দেশের প্রথম নারী ওসির নাম কি? উত্তরঃ হোসেন আরা বেগম। ✬প্রশ্নঃ সেমুতাং গ্যাসফিল্ড কোথায় অবস্থিত? উত্তরঃ মানিকছড়ি, খাগড়াছড়ি। ✬প্রশ্নঃ জাতীয় কৃষি দিবস কবে? উত্তরঃ পহেলা অগ্রহায়ন। ✬প্রশ্নঃ সারা দেশে নিবন্ধন কৃত কৃষকের সংখ্যা কত? উত্তরঃ এক কোটি আশি লাখ। ✬প্রশ্নঃ ঘূর্ণিঝড় “আইলা” নামকরণ করে কোন দেশ? উত্তরঃ মালদ্বীপ। ✬প্রশ্নঃ মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তরঃ জেনারেল আতাউল গণি ওসমানী। ✬প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? উওরঃ সেন্টমার্টিন। ✬প্রশ্নঃ বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? উত্তরঃ রাজশাহী। ✬প্রশ্নঃ বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তরঃ ঈশ্বরদী। ✬প্রশ্নঃ কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? উত্তরঃ মিজোরাম। ✬প্রশ্নঃ বাংলাদেশ কোন সালে CTBT এর অনুমোদন করে? উত্তরঃ ২০০০ সালে। ✬প্রশ্নঃ ঢাকা বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন? উত্তরঃ ইসলাম খান। ✬প্রশ্নঃ ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? উত্তরঃ ১৩?!টি। ✬প্রশ্নঃ বাংলাদেশে কয়টি ড্রাগ টেষ্টিং ল্যাবরেটরি রয়েছে? উত্তরঃ ২টি। ✬প্রশ্নঃ ১ নভেম্বর ২০১০ ঢাকা-চট্রগ্রাম রুটে আন্তঃনগর কোন ট্রেন উদ্ভোদন করা হয়? উত্তরঃ চট্টলা এক্সপ্রেস। ✬প্রশ্নঃ মহামায়া কৃত্রিম লেক কোথায় অবস্থিত? উত্তরঃ মিরসরাই, চট্রগ্রাম। ✬প্রশ্নঃ দেশের প্রথম গ্রানাইট খনি কোথায় অবস্থিত? উত্তরঃ মধ্যপাড়া, দিনাজপুর। ✬প্রশ্নঃ বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি? উত্তরঃ তিন টি (ঢাকা, চট্রগ্রাম, সিলেট)। ✬প্রশ্নঃ বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন হয় কত সালে? উত্তরঃ ১৭৯৩ সালে। ✬প্রশ্নঃ স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে? উত্তরঃ ১৯৭৪ সালে। ✬প্রশ্নঃ BPL শুরু হয় কবে থেকে? উত্তরঃ ১০ ফেব্রুয়ারি ২০১২। ✬প্রশ্নঃ বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন কে? উত্তরঃ মেজর জেমস রেনেল। ✬প্রশ্নঃ বাংলাদেশে VAT চালু করা হয় কবে? উত্তরঃ ১ জুলাই ১৯৯১ সালে। ✬প্রশ্নঃ বাংলাদেশের টাকশাল কোথায় অবস্থিত? উত্তরঃ গাজীপুর, শিমুলতলী। ✬প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? উত্তরঃ সেন্টমার্টিন। ✬প্রশ্নঃ বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য কত? উত্তরঃ ৭১১ কি. মি.। ✬প্রশ্নঃ কোন দ্বীপে বাতিঘর আছে? উত্তরঃ কুতুবদিয়া। ✬প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত? উত্তরঃ ১০ঃ৬ বা ৫ঃ৩। ✬প্রশ্নঃ বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি? উত্তরঃ চট্টগ্রাম। ✬প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? উত্তরঃ কামরুল হাসান। ✬প্রশ্নঃ বাংলাদেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কয়টি? উত্তরঃ ৫০ টি। ✬প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশ হতে কতটি দেশে ঔষধ রপ্তানি করা হচ্ছে? উত্তরঃ ৭২ টিরও বেশি। ✬প্রশ্নঃ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? উত্তরঃ আগারগাঁও, ঢাকা। ✬প্রশ্নঃ বাংলাদেশে কোথায় চীনামটির সন্ধান পাওয়া গেছে? উত্তরঃ বিজয়পুরে। ✬প্রশ্নঃ লালবাগ কেল্লা নির্মাণ করেন কে? উত্তরঃ শায়েস্তা খান। ✬প্রশ্নঃ রাষ্ট্রের প্রধান আইনজীবিকে কি বলা হয়? উত্তরঃ অ্যাটর্নি জেনারেল। ✬প্রশ্নঃ পরি বিবি কে ছিলেন? উত্তরঃ শায়েস্তা খানের কন্যা। ✬প্রশ্নঃ বাংলাদেশের বৌদ্ধ বিহারের নির্মাতা কে? উত্তরঃ ধর্মপাল। ✬প্রশ্নঃ বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন কে? উত্তরঃ লর্ড কর্ণওয়ালিস। ✬প্রশ্নঃ ‘বঙ্গভঙ্গ’ রদ হয় কত সালে? উত্তরঃ ১৯১১ সালে। ✬প্রশ্নঃ বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? উত্তরঃ হাজী শরীয়তউল্লাহ্‌ । ✬প্রশ্নঃ শহীদ মিনারের স্থপতি কে? উত্তরঃ হামিদুর রহমান। ✬প্রশ্নঃ ক্রিকেটে কত সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়? উত্তরঃ ২৬ জুন ২০০০ সালে। ✬প্রশ্নঃ মুজিব নগর কোথায় অবস্থিত? উত্তরঃ মেহেরপুরে। ✬প্রশ্নঃ বাংলাদেশ প্রথম এশিয়ান গেমসে অংশ নেয় কত সালে? উত্তরঃ ১৯৭৮ সালে। ✬প্রশ্নঃ বাংলাদেশে উপজাতি বা আদিবাসী সংখ্যা কত? উত্তরঃ ২৭ টি। ✬প্রশ্নঃ জাতিসংঘ সাধারন পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে ছিলেন? উত্তরঃ হুমায়ূন রশীদ চৌধুরী। ✬প্রশ্নঃ বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? উত্তরঃ হার্ডিঞ্জ সেতু(একক ভাবে) বঙ্গবন্ধু সেতু (বহুমুখী)। ✬প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক কে? উত্তরঃ অধ্যাপিকা হান্নানা বেগম। ✬প্রশ্নঃ বাংলাদেশে প্রথম ও একমাত্র আন্তজার্তিক বোটানিক্যাল গার্ডেন কোনটি? উত্তরঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন। ✬প্রশ্নঃ বাংলাদেশের প্রথম বেসরকারী কয়লা শোধনাগার কোথায় অবস্থিত? উত্তরঃ বিরামপুর, দিনাজপুর। ✬প্রশ্নঃ জাতীয় সংসদে প্রথম নারী হুইপ এর নাম কি? উত্তরঃ সাগুফতা ইয়াস্মিন এমিলি। ✬প্রশ্নঃ ফুলবারী (বুটুমিনাস) কয়লাখনি কোন জেলায় অবস্থিত? উত্তরঃ দিনাজপুর। ✬প্রশ্নঃ মৎস্য প্রশিক্ষন ইনষ্টিটিউট কোথায় অবস্থিত? উত্তরঃ চাঁদপুর। ✬প্রশ্নঃ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরঃ খাগড়াছড়ি। ✬প্রশ্নঃ জনসংখ্যা নিয়ন্ত্রনে দেশব্যাপী নতুন স্লোগান কি? উত্তরঃ দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভাল হয়। ✬প্রশ্নঃ দেশের ডাক বিভাগে মোবাইল মানি অর্ডার সার্ভিস চালু হয় কবে? উত্তরঃ ৯ মে ২০১০সালে। ✬প্রশ্নঃ ঢাকার বাহিরে প্রথম কোথায় টেষ্টটিউব শিশুর জন্ম হয় কোথায়? উত্তরঃ কুমিল্লা। ✬প্রশ্নঃ ছয় দফা দাবী প্রথম কোথায় উত্থাপন করা হয়? উত্তরঃ লাহোরে। ✬প্রশ্নঃ মুক্তিযুদ্ধের সময় মোট কতটি সেক্টর ছিল? উত্তরঃ ১১টি সেক্টর। ✬প্রশ্নঃ মুজিব নগর কোথায় অবস্থিত? উত্তরঃ মেহেরপুর। ✬প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে উত্তরে কোন জেলা অবস্থিত? উত্তরঃ পঞ্চগড়। ✬প্রশ্নঃ বাংলাদেশ প্রথম স্বীকৃতি কারী দেশ কোনটি ? উত্তরঃ ভুটান। ✬প্রশ্নঃ বাংলাদেশে পরমানু শক্তি কমিশন গঠিত হয় কত সালে? উত্তরঃ ১৯৭৩ সালে। ✬প্রশ্নঃ বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউবে মা হন? উত্তরঃ ফিরোজা বেগম। ✬প্রশ্নঃ “সূর্য্যদীঘল বাড়ী” চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? উত্তরঃ শেখ নিয়ামত শাকের। ✬প্রশ্নঃ মানবাধিকার দিবস পালিত হয় কবে? উত্তরঃ ১০ ডিসেম্বর। ✬প্রশ্নঃ প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? উত্তরঃ ৫ বছর। ✬প্রশ্নঃ বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? উত্তরঃ বগুড়া। ✬প্রশ্নঃ “সাবমেরিন কেবল” প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? উত্তরঃ ডাক ও টেলিযোগাযোগ। ✬প্রশ্নঃ দক্ষিণ তালপট্টির অপর নাম কি? উত্তরঃ পূর্বাশা দ্বীপ। ✬প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোথায়? উত্তরঃ বেনাপুল। ✬প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেসকো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়? উত্তর: মঙ্গল শোভাযাত্রা ✬প্রশ্ন: দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে কিসের উপর। উত্তর: শিক্ষা ব্যবস্থার ✬প্রশ্ন: বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? উত্তর: ২৬ মার্চ ✬প্রশ্ন: বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত? উ: রাজশাহী ✬প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টি? উত্তর: ৩৫০টি ✬প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি? উত্তর: রাঙ্গামাটি ✬প্রশ্ন: বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশ? উত্তর: যুক্তরাষ্ট্র ✬প্রশ্ন: বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ? উত্তর: সিয়েরা লিয়ন ✬প্রশ্ন: সুচিত্রা সেনের পৈতৃক নিবাস কোথায়? উত্তর: পাবনা ✬প্রশ্ন: নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে? উত্তর: ৬.১৫ কি.মি ✬প্রশ্ন: বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? উত্তর: দক্ষিণ এশিয়া ✬প্রশ্ন: খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে? উত্তর: সিলেট ✬প্রশ্ন: বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে কিসের বিরুদ্ধে? উত্তর: সন্ত্রাস ও জংগিবাদ ✬প্রশ্ন: শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়? উত্তর: দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্য নিয়ে ✬প্রশ্ন: উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তর: নাটোর ✬প্রশ্ন: বরেন্দ্র যাদুঘর কোন জেলায়? উত্তর: রাজশাহী ✬প্রশ্ন: লালন ফকিরের জন্মস্থান কোথায়? উত্তর: কুষ্টিয়া ✬প্রশ্ন: সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তর: হবিগঞ্জ ✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম EPZ কোথায় গড়ে উঠেছে? উত্তর: চট্টগ্রাম ✬প্রশ্ন: ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থটির লেখক কে? উত্তর: মোনায়েম সরকার ✬প্রশ্ন: পাটের জিন বিন্যাস কে আবিষ্কার করেন? উত্তর: ড.মাকসুদুল আলম ✬প্রশ্ন: বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়? উত্তর: হরিপুর ✬প্রশ্ন: ‘সুলতানার স্বপ্ন’ কার রচনা? উত্তর: বেগম রোকেয়া ✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে? উত্তর: পাবনা ✬প্রশ্ন: সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে? উত্তর: করতোয়া ✬প্রশ্ন: বাংলাদেশ ও বার্মার সীমান্ত নদী কোনটি? উত্তর: নাফ ✬প্রশ্ন: ম্যানগ্রোভ কি? উত্তর: উপকূলীয় বন।

রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

সুনানু ইনজেব চাঙমাদাঘিত্তুন মুজুঙর পুজোর জোপ [1] লোইয়ে চাঙমা র’ চ্যানেলর সুনানু হেলেন দেবানদাঘি।

 সুনানু ইনজেব চাঙমাদাঘিত্তুন মুজুঙর পুজোর জোপ [1] লোইয়ে চাঙমা র’ চ্যানেলর সুনানু হেলেন দেবানদাঘি।


সুনানু হেলেন দেবান
:
     
Jhu Jhu da. Twr  Chi porichoy janibar chang?

ইনজেব চাঙমা: ঝু ঝু। ম’ নাঙান ইনজেব চাঙমা। মাত্তর! ইয়ান মর ছলং বদল্যা নাঙ। মর ঘর পাদা জাগা চাঙমা সার্কেল, ২৯ নং ছোট মেরুং মুইজ বাজেই ছড়া নাঙে আদামত। ইক্যে মুই ৩১ নং বেয়ালখালী মুউজ দিঘীনালা কাত্তোলি মুড়ত থাং আ মুই চাঙমা সাহিত্য বাহ্ নাঙে সাহিত্য জধাবোত জধানানু ইজেবে আঘং।  

 

সুনানু হেলেন দেবান:  Changma lega Sigebar belaai polim hingiri se chide aan monot baja dilo?

ইনজেব চাঙমা:পার্বত্য চুক্তিত লেঘা থেলেয়্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মা-ভাঝে লেঘা শেঘেবার অন গরচ মনে ন’ গরে। পাবর্ত চুক্তি এক যুক পর মহান জাতীয় সংসদত ২০১০ সালত জাতীয় শিক্ষানীতি ঘোষণা গচ্ছে। সিয়োত দেঝর যা আদিবাসী আঘন যা যা মা ভাচ্ছোই লেঘা শেঘেবার  কধা এল। আ কো কোইয়ে- ২০১৪ সালত্তুন ধুরি পল্যাদি  বাংলাদেঝর ছ’য়ান আদিবাসী ভাচ্চোই লেঘা শিঘিবার। মাত্তর! ২০১৪ সাল এনেই দেঘা গেল বাজেট নেই। সেনে কামান চালে ন’ পাত্তন। এ অক্তত কয়েক্কো এনজিও মুজুঙে আক্কোই এলে সংশ্লিষ্ট লেঘিয়্যাউনরে ঢাকাত নিনেই বই বানা ধরল। সক্যেও কো অয়ে ১৫ সালত্তন ধুরি  ধরি বই আহ্’দত তুলি দিব’। সে ১৫ সালতও কন বই দেঘা নেই। আর কো কল ১৬ সাল কধা। সক্যেও দেঘা নেই বই। 


ইন্দি বাংলা ভাচ্চান মরা মচ্যে গরি ভগে দের। দিন দিন আমা ভাচ্ছান চাংলা আ চাংলিশ অই যার। আমি দ’ সরকার আঝায় বোই থেলে ন’ অভ। ইয়ান আমার কাম। আমাত্তুন গরা পরিব’। এধক্যে এক্কান ভাপ উদি ২০১৪ সালত্তুন ধুরি এগামার গরি এ চাঙমা লেঘা শেঘানা কামান গরি যেল।

 

সুনানু হেলেন দেবান:     Ikkunu Hingiri Tw Changma lega Sigebar Haam chalei nezor?

ইনজেব চাঙমা:আজলে বানা মুই নয়। ইয়োত আমি ১৭৮ জন কাম গরি, সে বাদেয়্যা পিত্তিমিত ছিদি পরি আঘি ১০ লাক চাঙমা। তারা বেক্কুন চাঙমা সাহিত্য বাহ্ সাবাঙ্গি মুই মনে গরং আ বিশ্চেস গরঙ। যা ওক, কন’ কাম উচ্চ নয়, আগাথ্যা। ইয়ান বেগে খবর পেই। আমা চাঙমা সাহিত্য বাহ্ সাবাঙ্গিদাঘিরে নিজরে কোচপান। এ নিজরে কোচপানাত্তুন বুঝি পারন মুই এ পিত্তিমি বুগত মাধা উজু, নাক অজল গরি বাজিবার চেলে মর কি কি গরচ আঘে। এ গরজত্তুন জাত্তোরে কোচপান, কোচপান দেচ্ছানরে। জাত্তোরে কোচপানা বলে লেঙে লেঙে, ফোবে ফোবে কাম গরি যাদন। সিত্তে তারাদাঘিরে এ মাধানত ইধোত তুলি ঝু ঝু আ পাত্তুরুতুরু গজাঙর।

অক কধা অহ্’লদে আমি আজলে এয’ বুঝি ন’ পারি এক্কো জাত কেনে পিত্তিমি বুগত বাজি থায়। আ পিত্তিমি বুগত বাজিবার চেলে এক্কো জাত ইজেবে পল্যা আমার কি দরগার। সেনে আমার মদ খাদে, জুয়া খেলাদে তেঙা থান মাত্তর! এক্কো চাঙমা সাহিত্য বই কিনদে তেঙা ন’ থান। বা মদ খাদে, জুয়া খেলাদে সময় পান মাত্তর, চাঙমা লেঘা শিঘদে সময় ন’ পান। সেনে কাম গত্তে ভারি আগাথ্যা। আ যারারে আমি অজল দাঙর দেঘি, ভাবি তারা দ’ একমুয়ে বিয়াল্লিচ ভাচ। এধক্যে গরি লারে গরি লেঙে লেঙ, ফোবে ফোবে অলেও কামান চালে নেযা পরে, পরিব।

আ ম’ কধা যুনি কং- এ কামানত্যাই মুই এচ্যে আত্থুব’। দাঙর এক্কান কলঙ্গ মাধাত গুরি আঘং। এ দুচ বা বজং/ভুল বেক মর। কিত্তে, চাঙমা সাহিত্য বাহ্ যক্যে দ্বি দশক পূর্তি অদ’ যেব তার আগেত্তুন ধুরি ম’ সমারিবো, ম’ ঘরনিবো অসুক। ইরুক খাগাড়াছড়ি এমপি মাচাং কুজেন্দ্র লাল ত্রিপুরারে আমা ফাংশানত পেবার আঝায় অনসুর পুর লামা অর। তা সিধু যেলে এচ্যে নয় আর এক দিনে এচ্ছো। এধক্যে গরি বেচ ৩/৪বার যেনেইও ত্যুঅ কয় অমুক বারে এচ্চো। এধক্যে নানাঙ কামে ম’ মক্কো অসুগ’ সময়ত কায় থেই ন’ পারং, যেধক্যে সময় দিবার কধা সময় দি ন’ পারং। পরে মুরি যেল।  সেনে ইক্যে তে ন’ থানা ম’ দেন আহ্’ত্তান ভাঙি যেল। তে থাক্কে ঘর-সংসার চিদে মর গরা ন’ পত্ত। একবাজ্যা গরি এ কামন গরি পাত্তুং। পুঅ/ঝিউন লেঘা পড়া খরচ, বাজার খরচ অর্থাৎ ঘর-সংসারত তে এল মুকপাত্তি। ইক্যে মর বেক্কানি চিদে গরা পরের। 

 

 

সুনানু হেলেন দেবান: Bekk milinei hoi jonore Changma legai janiye banei parile ejabot?

ইনজেব চাঙমা: গোদা পিত্তিমি যক্যে করোনা দংগা বেদিয়্যা ভরি যেল সক্যে আমা কামানও ধিমে ধিমে অহ্’ল। ত্যুঅ চাঙমা সাহিত্য বাহ্ সাবাঙ্গিদাঘি বোই ন’ এলাক। তারা যিয়োত যেংরি পারন কাম গরি যিয়োন দংগা পিড়ে করোনা অক্ততও। ২০০৪ সালত্তুন ধুরি ২০২০ সাল সং আমি ১০,০০৩ জনরে আ ২১ সালত জুলাই –সেপ্টেম্বর তিনমাজ্যা প্রতিবেদন রিপোর্ট (অক্টোবর- ১৫) মজিম ৯০৭ জনরে চাঙমা লেঘা শেঘেলং।মুধেমাধে  ১০৯১০ জনরে চাঙমা লেঘা শেঘেই পাচ্যাই। ইক্যে তমার পুজোর অলদে, লেঘি পড়ি জানেয়্যা কয় কন বানে পারিলে? আজলে ইয়ান এধক্যে গরি কোই পাং, গেল্লে ২০১৬ সালত আদিবাসী লেখক সম্মেলনত নকবাচ্য গরবা এল আঞ্চলিক পরিষদর চেয়ারম্যান আ জেএসএসর জধানানু সুনানু সন্তু লারমা কোইয়ে- আগেদি তারা চাঙমা লেঘালোই চিদি দি দি গরিদাক মাত্তর ইক্যে এক্কো শব্দ পড়দে ভালক্কন সময় লাগে।

আর এক্কান উদাহরণ দি পারং- ২০০৪ সালত রাঙামাত্যা ইধু পিটিআই ট্রেনিঙত চাঙমা লেঘা শিঘি সার্টিফিকেট পিয়ে বাজেইছড়া প্রাইমারি ইক্কুলর মাচতর সুনানু শান্তি জীবন চাঙমা। গেল্লে ১৭ সালত তারলোই চাঙমা লেঘা পোইদ্যানে কধা কোই গরিনেই খবর পেলুং। মাত্তর তে কল- ইক্যে মর চাঙমা লেঘা বই পড়দে দাত ভাঙিবার অক্ত অয়।

আ মুই শিক্কোং ১৯৯৩ সালত। ইক্যে আমি ১৭৮ জন মানুচ কাম গরির। চাঙমা লেঘাসুমুত্ত নানান সাহিত্য সংস্কৃতি কাম গরি যের। ইয়ান নিজ উগুর ভর দ্যে। চচযা থেলে বেগে পারিবাক।

সালেন মুই কি বুঝে পারিলুং?   

 

সুনানু হেলেন দেবান:      Mujungo dinot arw he guribar Darooz aage?

ইনজেব চাঙমা:চাঙমা সাহিত্য বাহ্ এক্কো চাকমা ভাষা, সাহিত্য  সংস্কৃতির প্রচারে নিবেদিত একটি সাহিত্য  ভাষাগত সংগঠন, যুনি বাংলাদি কোই। 
আমার কাম অহ্’লে চাঙমা সাহিত্যরে বিশ্ব সাহিত্য ইজেবে থিদ’ গরানা। চাঙমা  একাডেমি থিদ গরানা। 
চাঙমা পিডিয়া বানানা। চাঙমা আরকাইভ সেন্টার থিদ’ গরানা। ঘরে ঘরে এযেত্তে ২০৫০ ভিদিরে চাঙমা
 লেঘা বই পরিরে কাবিল গরানা। চাঙমা লেঘা বই ফগদাঙিত্যা এক্কান ছাপানা খানা থিদ গরানা। এ 
পোইদ্যানে কাবিল মানুচ বানেবাত্তে জাগায় জাগায় কবিদ্যা কনা খলা জুগল গরানা, পাঠচক্র আ 
চাঙমা সাহিত্য বই পড়ানা খলা জুগল গরানা। এ কামানি  ডিসেম্বর মাঝত্তুন ধুরি ফাং গরিবার এক্কা 
আঝা আঘে। চাঙমা লেঘা শিঘিনা কামান আ কবিদ্যা কনা খলা দ’ আগেত্তুন ধুরি গরি যের। 
আ পত্তিক হাই ইক্কুলত এক্কো মাচতর দিবার চেরেষ্টা গরির । আঝা গরি পারি খামাক্কাই পারিবং বেগর
 এজালে। যিদিক্যে গরি আমা কায় থেনেই, এজাল দিনেই এচ্যে আমি ২১ বঝর পার অই যের। সে 
এজাল বেগত্তুন তবনা গরির। বেক্কুনরে ঝু ঝু। 

কেন আঞ্চলিক স্বায়ত্ব শাসন?

বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির নিকট পার্বত্য চট্টগ্রামের জনগণের শাসনতান্ত্রিক অধিকার দাবীর- আবেদন পত্র গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের ভাবী ...