 |
প্রশিক্ষার্থীর একাংশ |
 |
প্রশিক্ষার্থীদের উদ্দেশ্য ২নং বোয়লখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাঙগু চয়ন বিকাশ চাঙমা কথা বলছেন। |
বিশ্ব
কবি রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষাকে মায়ের
দুধের সাথে তুলনা করেছেন। শিশুর
জীবন ধারণ ও বৃদ্ধির
জন্য যেমন মায়ের দুধ
অপরিহার্য তেমনি নৈতিক, মানসিক
ও আত্মিক বিকাশের জন্য
মাতৃভাষার কোন বিকল্প থাকতে
পারেনা। বাংলাদেশ
স্বাধীনতার পর দীর্ঘ সংগ্রামের ২০১৭ সালের দেশের পাঁচটি আদিবাসী
শিশুরা নিজ নিজ মাতৃভাষা
বই হাতে পেয়েও নিজ
নিজ ভাষায় পড়া লেখা
শিখতে পারছেনা। এমন
বস্তবতায় চাঙমা সাহিত্য বা
ও সাঙু পাঠাগার খাগড়াছড়ি
পার্বত্য জেলা সহ দেশের বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ব বিদ্যালয়ে চাঙমা লেখা ২০০৩ সাল
হতে বর্তমান পর্যন্ত স্বউদ্যোগে শিক্ষার্থীকে শিখে যাচ্ছে।প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠানে
বক্তারা বলেন, “দেশের দ্বিতীয় ভাষা হচ্ছে চাঙমা ভাষা। তাই সবাই চাঙমা ভাষাকে বিশ্বদরবারে
প্রতিষ্ঠা করেতে প্রতিটি প্রশিক্ষণার্থীকে সপ্তাহে দুই ঘন্টা সময় দেশের জন্য ও জাতির
জন্য ব্যয় করার আহ্বান জানান।”
গত ২৩ জুলাই ২০১৭ইং
সম্মানীত শতরূপা চাঙমা (সদস্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ)র আর্থীক সহযোগীতায় ২নং
বোয়াল খালী ইউনিয়ন পরিষদ মিলনাযতনে চাঙমা বর্ণমালা ও ভাষা প্রশিক্ষণ
কোর্স তিন দিন ব্যাপী আয়োজন করেন, চাঙমা সাহিত্য বা ও সাঙু পাঠাগার।প্রশিক্ষণের উদ্দেশ্য
বিভিন্ন স্কুল, কলেজ, বৌদ্ধ ধর্মীও প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে চাঙমা লেখা কোর্স
চালু করা।এতে এক ঝাঁক সাহিত্য কর্মী ও চাঙমা সাহিত্য পত্রিকা প্রতিনিধিরা চাঙমা বর্ণমালা
প্রশিক্ষণে অংগ্রহণ করেন।
 |
দাঙগু বিদ্যুৎ জ্যোতি চাঙমা। |
অংশগ্রহন প্রতিনিধিরা হচ্ছেন, দাঙগু সুমন চাঙমা, লক্ষীছড়ি
উপজেলা, দাঙগুবী সনিকা চাঙমা ও দাঙগুবী কনিকা চাঙমা মাটিরাঙ্গা উপজেলা, দাঙগু সুমঙ্গল
চাঙমা, পানছড়ি উপজেলা, দাঙগুবী অপ্রমিয় চাঙমা, খাগড়াছড়ি মহিলা কলেজ, দাঙগু সুদর্শন
চাঙমা, খাগড়াছড়ি সরকারী কলেজ, দাঙগু সুফল চাঙমা, লংগদু উপজেলা, ১নং মেরুং ইউনিয়ন হতে
দাঙগু শ্যামল চাঙমা, দাঙগু ভূমিত্র চাঙমা ও দাঙগুবী ইনিকা চাঙমা, বাবুছড়া উপজেলা হতে,
দাঙগু রিকন চাঙমা, দাঙগুবী শ্রেয়সী চাঙমা, বাবুছড়া কলেজ হতে দাঙগু সোনামণি চাঙমা, ৪নং
দিঘীনালা হতে দাঙগুবী জুইঁ চাঙমা, দাঙগুবী এমি চাঙমা ও দাঙগু নিকালাশ চাঙমা, উদল বাগান
হাই স্কুল হতে দাঙগুবী প্রত্যাশা চাঙমা ও দাঙগুবী জেকি চাঙমা, ২নং কবাখালী ইউনিয়ন হতে
দাঙগুবী রিয়া চাঙমা ও দাঙগু নভেল চাঙমা, দিঘীনালা সঃ উচ্চ বিদ্যালয় হতে দাঙগু জিনিয়েট
চাঙমা, দিঘীনালা বালিকা উচ্চ বিদ্যালয় হতে দাঙগুবী কালজয়ী চাঙমা, দিঘীনালা কলেজ হতে
দাঙগুবী লাকী চাঙমা, খাগড়াছড়ি হতে দাঙগু বিকেন চেগে ও দাঙগু পরেশ চাঙমা ও দিঘীনালা
উপজেলা হতে দাঙগু এলিয়েন্স চাঙমা প্রমুখ।
 |
দাঙগুবী প্রত্যাশা চাঙমা গান পরিবেশন করছেন। |
প্রশিক্ষন চলাকালীন
পরিদর্শন করেন ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান দাঙগু চয়ণ বিকাশ চাঙমা, খাগড়াছড়ি
সঃ মহিলা কলেজের লেকচারাল, সাবেক সম্পাদক, চাঙমা সাহিত্য পত্রিকা ও চাঙমা সাহিত্য বা’ প্রতিষ্ঠাতা সদস্য দাঙগু কৃতি চাঙমা ও বাংলাদেশ আদিবাসী কবি পরিষদের সভাপতি
দাঙগু কে.ভি. দেবাশীষ চাঙমা প্রমুখ।
২৩, ২৪ ও ২৫ জুলাই
২০১৭প্রশিক্ষণ কোর্সে ট্রেনার ছিলেন দাঙগু বিদ্যুৎ জ্যোতি চাঙমা, ম্যানেজার, জাবারাং
কল্যাণ সমিতি ও সাঙু পাঠাগার প্রতিষ্ঠতা ও চাঙমা সাহিত্য বা সদস্য সচীব দাঙগু ইনজেব
চাঙমা চারু।
প্রশিক্ষণ শেষে
দাঙগু ইনজেব চাঙমা কৃতজ্ঞতা জানাই যারা প্রশিক্ষণের জন্য আর্থীক ও শারীরিক সহযোগীতা
করেছেন তাঁদেকে। বিশেষ করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পড়িষদের সদস্য দাঙগুবী শতরুপা চাঙমা,
দিগীনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান দাঙগু নবকমল চাঙমা ও দিঘীনালা রিবেং যুব সঙঘ সভাপতি
দাঙগু রিপন চাঙমা প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন