সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

১৭ বছর ধরে স্বেচ্ছাশ্রমে চাকমা বর্ণমালা শেখাচ্ছেন ইনজেব চাকমা (মাছরাঙ্গা এর রাঙা সকাল)

১৭ বছর ধরে স্বেচ্ছাশ্রমে চাকমা বর্ণমালা শেখাচ্ছেন আমাদের আজকের অতিথি ইনজেব চাকমা। তাঁর উদ্যোগের ফলে এরই মধ্যে ১০ হাজারের বেশি মানুষ চিনেছে চাকমা বর্ণমালা। ২০০৪ সাল থেকে বর্ণমালা শেখানোর কাজ তিনি চালিয়ে নিচ্ছেন আনন্দচিত্তে। যুক্ত রয়েছেন ‘চাঙমা সাহিত্য বা’ নামে একটি সামাজিক সংগঠনের সঙ্গে। সংগঠনের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। বর্তমানে তাঁর নেতৃত্বে সংগঠনের ৪৫ সদস্য চাকমা বর্ণমালা শেখানোর কাজ করে যাচ্ছেন। চাঙমা সাহিত্য বা সংগঠন থেকে ২০০৪ সাল থেকে এ পর্যন্ত ১৫৩টি কেন্দ্রে ১৬৩টি ব্যাচে ১০ হাজার ৩ জনকে চাকমা বর্ণমালা শেখানো হয়েছে। ৪ হাজার ৮৩ জনকে সনদ দেওয়া হয়েছে। শুধু দীঘিনালার ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাশ্রমে চাকমা বর্ণমালার পাঠদান দেওয়া হয়ে থাকে। তিনি চাকমা বর্ণমালার বই ‘সাঙু’, ‘পত্তম আদি পুদি’ প্রকাশ করেছে। শুধু বর্ণমালার বই নয়, চাকমা সাহিত্য পত্রিকাসহ গল্প, ছড়া ও কবিতার বইও প্রকাশ করে থাকে তিনি। 

রাঙা সকাল’
পর্ব: ৩২৪৪
প্রসারিত: বৃহস্পতিবার (১১ মার্চ ২০২১ইং, ২৬ ফাগোন ১৪২৭ বাংলা) সকাল ৭.০০টায়
অতিথি:  শিক্ষানুরাগী ইনজেব চাকমা ও সংগীতশিল্পী ফারজানা ববি লিনা
প্রযোজক: রকিবুল আলম রুশো ও জোবায়ের ইকবাল
গ্রন্থনা ও গবেষণা: জাহিদুল ইসলাম জিন্নাহ্ ও সানজিদা সুলতানা
উপস্থাপনা: কিবরিয়া ও নন্দিতা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সবাই বাঙালি : বিদ্রোহের সূচনা

আমরা বাঙালি না বাংলাদেশি ? জিয়াউর রহমান যখন রাষ্ট্রক্ষমতায় , তখনই এই বিতর্কের সঙ্গে মানুষ পরিচিত হলেন। বাম এবং আওয়ামী বুদ্ধ...