মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭

Ranjit Chakma · এক থুপ কবিদে



দিকবন
() রনজিত চাঙমা(২০/১১/১৭ইং)

লরিবার চেলে লরি ' পারির
কবার চেলে কোই,
চোগ পেলে পেলে তামাজা চেত্তে
বুবো সান্যান হো্ই।

তিরিং বিরিং নাবালাং মাচ্চুন
পানি আগায় আগায়,
ফালুক ফালুক ফাল মারিনেই
দুচ মারদন গদায়।

কামারা কামারি গত্তন তারা
গত্তন ফেলাফেলি,
বেগে চাদন চেলা অবার
' চাদন অবার চেলি।

আজব' সাপ্পো দিকবন গোরি
আঘে তামাজা চেই,
হা্দ তালি দেত্তে জোরে জোরে
মনত খু্ঁজি হো্ইনেই।

চেলা হোলের কারে মারি
চেইর কি আমি ভাবি?
কুধু আমি যেবার চেত্তে
নিজর মাধা ফাদি?
★★★
ভিলে কধা
(
১১) রনজিত চাঙমা(২৬/১১/২০১৭ইং)

চাঙমাউনর ভিলে কধান
উলমস্ত ভারী,
এত্তন ভিলে কাবদন ভিলে
দাবা দেনা পুনত বাজে সং মুরি।

ভিলে কধায় পরা খানা
ভিলে কধায় মরা,
ভিলে কধায় তলেদি নেযার
গরেত্তে পাদারা।

পলনা ভিলে সবনে দেইখ্যা
এযান পোরিব' গরা,
' গোরিলে সাত দিনর মাধাত
তারাই খেবাক্কে ভিলে ধরা।

পলনা ভিলে উমুক্ক্যারে
মাধের ভিলে কুত্তুরি,
খাজা মিজে উদো ' চেই
ভিলে কধায় রাগে যাদন ফুলি।

পলনা কোইয়্যে,দমনা কোইয়্যে
খাজা মিজে চহ্ তোলেই,
ভিলে কধায় কান ' দিইনেই
মনানিত সাঅজ যেই বারেই।

ভিলে কধায় ভিচ্যেই যাদন
আমি ওত্তে পাদারা,
তুয়া কিয়া আমি ' বুঝিত্তে
লুগেত্তে জাদর মাজারা?
★★★
জুম্ম জাদর অংক
রনজিত চাঙমা(১৭/১১/২০১৭ইং)

যোগ নেই বিয়োগ আঘে
নেই গুন আঘে ভাগ,
নেই ভালেদ,নেই চিদে
আঘে বানা কুত্তুরী রাগ।

শত হিয়ে সমীকরন
নেই সরল অংক,
দেঝ জাদর নেই চিদে
জোব নেই জানা,গোরি যেইর রঙ্গ।

সুত্র তুত্রো কাম ' দের আর
ঘুরি ফিরি এযের ভাগ,
দুরত ' চেই,মুজুঙান চেত্তে
পরের সেনে কবালত বাঝ।

কুলুক পানিত মাচ্চুনর যেন
চোক্কুন অনদে মেয়লক,
অংক মিলেই ' পারিনেই আমি
হো্ইয়েই বেগে সে ধক।

জুম্মজাদর অংক মিলেবার
কাবিল গুরু পেবং কুধু?
' অলে স্যা বিয়োগ ভাগে
মাজারা লুগিবং ছিনিনেই বুদু।
★★★
চান চড়ই
(
)রনজিত চাঙমা(২৪/১১/১৭ইং)

চান চড়ই, চান চড়ই
নিত্য কুরে থেই,
ভেজাল গরর,পেজাল গরর
লাজ শরম হিয়া নেই?

ঘরর কবগত বানিলা ভাহ্
ঝর বোয়েরত নেই চিদে,
অলর গোরি থেই পারর
নেগে মোগে গর' কোজ্যা।

কামারা কামারি গোরিনেই
মাদিত পরর দলামজা,
কি গোরিবা কধে চাং
তমারে ধোরিনেই খেলে ভাজা?

সুগে থাক্কে ভুদে কিলার
থেই ' জানর তুমি গমে,
কি দুগর কাম গোরি পত্তে
চরিভুরি খানা বাদে?
★★★
 ()গঙার
রনজিত চাঙমা(১৮/১১/২০১৭ইং)

পানি গঙার বান গোরিলে
মানজ্যোর গঙার রাগে,
বমভুল মানজ্যোর রাগর গঙার
ঝিমিত ঝামাত জাগে।

বাঘর গঙার শিগের লরানা
অরিঙর গঙার দাবা,
মাচ্চুনর গঙার দুব ছেই তেরাত
যুরুত যুরুত সোমানা।

গারীর গঙার বেরেক ছাবিলে
মানজ্য গঙার খেমদা,
দিনরে রেদ,রেদোরে দিন বানানদে তারাই
গঙার আঘে টেঙা।

কম বুঝিলে গঙার বেজ
হেগা তাগলর দোনদে কুব,
আগে পরে যা অদ' সাদ
হোলেবার চানদে বাবর পুত।

বোয়েরর গঙার ঘর ভাঙানা
উগুরেই ফেলানা বাঁঝ গাঝ,
মানজ্য গঙার ভাজা দেদে
অজম বুদ্ধি অলে নাজ।
★★★
মর আওজর হিল চাদিগাঙ
রনজিত চাঙমা (১২//২০১৭ইং)

মর আওজর জর্ম জাগা হিল চাদিগাঙ
কালা কালা মেঘে আঘে ঢাঘি,
ঝলগা ঝলগা নিত্য বাহর বোয়েরান
উরি যার তার মাধা হবং, বুগো হাদি।

উরি যার ধুল্য, দাঙা যাদন মৌনমুরাউন
ছরা ছরি শুগে যিয়্যে, নেই পানি,
কন' কিত্তে হা্ঝি নেই,খুজি নেই,রং নেই,ধং নেই
বানা বানা শুনা যার, মরা হিজাক কানানি।

নেই আর আগাব ঝার, নেই পেগো রহ্
নেই বাঘ ভালুগ,এইট,অরিঙ চঙরা,
ধেই গেলাক কন মুল্লুগত কিজেনি পরান বাঁঝেবার
আমারে ফেলেই এচ্যে যাদন ছারি বেগে এগজা।

বোয়েরান ভোরি যিয়্যে খাদাচ্যা বাজে
নেই আগ' সান মিদে মিদে ফুলর তুম্বাজ,
রাঙা বেলান ' হা্ঝে, ' হা্ঝন চান তারাউন
তারাইও কি পাদন বানা, যেচ্ছেক পজা বাজ?

জুমানি লুগি যার সমানে, নিত্য থায় রাদর কাল
উন' পরায় বেগর কাদি যার দিন,
চোগ মু হালুক হালুক, বুগো হা্র দেগা যায় বেগর
সবনেও ' ভাবিই আমি, দেগিবং এযান দিন।

নেই রাধামন ধনপুদির ঘিলাক তাক পারি আনি
ঘিলা খারা অনার খুজির দিন পালানা,
নেই গাবুর লগর জিদাজিত্যা গোরি
দৌলগাবুরীর চুলচুদোত নাকসা ফুল গুজেই দেনা।

' এযে বিজুবো পুরনী সান সাজিসুজি
বিজু পেইক্কো বলান্যা ' দে আর আগ' সান,
বেগে এচ্যে দুগত আঘিই, মনত কারর সুগ নেই
কিত্ত্যেই এযান অল' মর,আওজর হিলচাদিগাঙ?
★★★
সবন দেগানা
রনজিত চাঙমা (১৪/১০/২০১৭ইং)

মুই সবন দেগং,দেগঙর ভালক দিন
সেই কজমা চিগোন কালত্তুন ধুরি,
মা ভাঝর হোচপানাত লেদাপেদা হো্ই
লিগিবের চেদুং জানাং ' জানং গুরি।

সেক্কে যিয়েনি দ্বিচোগে দেখ্যং, এব' চোগত ভাজে
মনে অহর ইক্কে সিয়েনি সবন ভিলি,
সেই দেগানান কদ' সুগর এল' সেদাম ' এল' বুঝিবার
ইক্কে বেক যিয়েগোই লুগি, তে পারঙর বুঝি

বেলান যাদে ' যাদে রেঙ কারিদাক শিগেলর ঝাক
কুরো ধুরি নিদাক্কোই লুরত্তুন,
হরগজর জ্বালায় খেত খিত্তির পাদানি লুলং
আর হঙ হঙ গুরি কুরে এদাক অরিঙউন।

মৌন' উগুরে ভালক দুরত,মনে অদ' কায়কুরে
ডগত্তাক জুর বানি লাগা বান্দরুন,
ঝারত গেলে য়েদো হুজ,বাঘ্যের হুচ্চুন দেগিলে
ঝাঁত ঝাঁত জার' কাদা উধিদাক বুগ' মুরত্তুন।

য়েল য়েল মৌনমুরাউন হোচ্যা গাবুরী সান
সাজি থেদাক আজি রুজি, নেই দুগ বেজারে,
ভেদের সেদের কাঙারা,ইজে,মাজ শামুক
ছরায় ছরায় মিলি মিজি থেদাক সমারে।

দাঙর দাঙর গজ্জং গাঝ মাধা উজু গুরি থিগেয়্যে
ডেলায় ডেলায় পেগেরার বাহ্ বোয়েরত দুলোনা,
হি দৌল লাগে চাদে, এব' চোগত ভাজে মর
আর' ডুডু কাঙোর ডু ডু ডু ডু গুরি হাঙারা মাগানা।

বিন্যেপোত্যা জুম্মবীর তদক তাদাক ভাত রানানা
কলা পাদার ভাত মজা যুগুলানা,
বেনা দুন্নো লোই নেগে মোগে দ্বিজনে
তাগল সারি লোইনেই পুল্ল্যেং ভুগি জুমত যানা।

' এল' উনপরা, ' এল' চিদে, ' এল' কোল
' এল' বেজারা বিজিরি,হি্ংজে পিযুৃম,
হোচপানা মেইয়্যে দলায় মনানি ভরন ভিরন থেদ'
ইক্কু ' হিচ্ছু নেই, আঘে বানা কানা কুম।
★★★
এচ্যে জুম্মো জাদর নভেম্বর মাজর নাদংছারা ১০ তারিগ। জুম্মো জাদর আগমুলিম দাঙর চেলা মানবেন্দ্র নারায়ন লারমার উদিজে "তুম্বাজ" নাঙে ' কবিদা বোইবোত্তুন য়্যা কবিদাবো জুঁ জুঁউ জানেনেই উৎসর্গ গল্লুং।
-------------------------------------------------------
"
ইক্কো ফুলর দুগর কধা"
রনজিত চাঙমা

সবনে দেগিলুং মৌনমুরা ছেরে
ইক্কো রাঙা চিচিক্ক্যা ফুল আঘে ফুদি,
মুই ধুরিবার চেলুং আওজে,
কল' তে, "' ধুরিচ তুই মরে
, দুগর কধা ' পারিবে তুই বুঝি।
বেগে এচ্যে উব হা্রা হো্ই,আমারে যিয়ো ভুলি,
মেল্যা চোগে রাঙা রাঙা সবন দেগর বানা
মাত্তলে তিনাং ফালাং গুরি। "
মৌন মুরাউন উধিলাক কানি তা কধা শুনিনেই
চেরাং চেরাং চোগ' পানি,
আপসোচ বেজারে তারাই কলাক মরে,
"
যে আঝা বুগত বানি এগদিন সমারে
মালগুচ দিইনেই লারেই গত্তে গত্তে
গেলাক ঝরি যারা অকালে
তুমি কি ভুলি যিয়ো তারারে?
তুমি কি পুরেই দিবা তারা আঝানি? "
মুই বুব সান চোগ পেলে পেলে আম্বগে
জোব নেই মুয়ানত, মাধা লোঙেই অলর গোরি
টেব টেব ঝরেলুং বানা চোগ' পানি,
এগ বুগ দুগে দাঙা যিয়্যে মনান লোই
ফিরি এলুং চুবেচাবে তারারে হা্জার ঝুঁ জানেনেই,মনে মনে দ্বি হা্দ জুরে খেমা মাগি।
★★★

রনজিত চাঙমা (৩০//২০১৭ইং)

তিরিং বিরিং নাদেংপত্তি
দেদন উবরফাল,
রেদ সম্ভাগত তদেক্কুন নিত্য
বাজানদে মু পেজাল।

ডবাকাদি বিরেচ্ছোে কানে
গায় গায় গুজি গুজি,
আলজি পেজাবো মিঞ মিঞ গরে
ঘরর চালত বজি।

ঘরর কুরে গুরবো গাচ্ছোত
মরা ' কারে কবো,
ধান ছরাউন উবো থানদে
বেদের সেদের মেবো।

বাব' কধা পুয়ো ' শুনন
মাবোর কধা ঝিয়ে,
লেগাপরা শিগি দাঙর হো্য়ন
এক্কা অলে কদনদে তারাই, তুই ' বুঝিবে।

কি দিন এল' বারিজা কাল্যা
দেবায় ' দেদে ঝর,
শুগুনো কাল্যা পানি বান অয়দে
ধরেদে দেবায় দর।

বারবোই এইনেই ঘরবোরে কদন
ইয়েন নয় ' তর ঘর,
উগুদো কাত্তোল বুগেই দেদন
ঘরবোরে কদনদে পর।

আদং খাজর পেজাকজায়
সংসারান যিয়্যে ভোরি,
পরর মাধাত খেবার চানদে
বেগে বেরমা পুরি।

উল'মস্ত দিনর কধা
কোইনেই ' অব' শেঝ,
গাঙ ছরানি চোগ' পানিলোই
লাগেদে দাঙর বেচ।
★★★

বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

চুক্তি!



চুক্তি তুই!
হিলর নুয়ো রাঙাবেল,
জনম তর ২রা ডিসেম্বর ১৯৯৭
ঢুলে ডগরে নকবাচ্যা মানেইয়্য হাদে
বর্মা বিষ্ণু শিব নারায়ণ বঝনে,
লিঘি দিলাক ত’ ভাগ্য।
হিলর গাচ্-বাজে, নানাঙ পশু-পকি্খ
রিঝেং-তানঝাং, মোন-মুরি,
চেঙে মিঙিনি কাজালং শঙ্খ মাতামহুরী ফেনি বগুত
খুউজিয়ে তবোল বেয় যায় ত’জনম  পুরে।
অধিকার নেই মানেইয়ে, লেং-আদুর পরান বলায়ে
রেঙ দিলাক, উবগীদে ভরি তুলিলাক্ চিদ আরিয়ে।
জুম্মউনে ধুদুক হেঙগরঙ চিঙে বেই বেই
আদামে আদামে গীদে রেঙে তুলন ভরি।
চাদে চাদে ২০বয়জ অলে,
কারর মুহত হাজি ন ফুদেলে!
বেগরে দিলে এক বুক আভিল্যাচ।
চুক্তি তুই!
বানা কাগজত আঘচ,
কালে কালে সাক্ষী অই থেবে।
তরে রক্ষে গরিবাত্তে এক ঝাক লরবো লরদন,
হিলর আভা ফিরে আনিবাত্তে।
নেইয়্যা নাধা দুগী মানুজর ভাগ্য বদলেবাত্তে।
২০ বজরে এয ফুল ন ফুদিলাক,
মোন-মুরো তাক্কুল, রিঝেং-তানঝাং সুধো
উগুম্যা দেবা সান; দরদর থরথর গরি জীংহানি গঙাদন।

শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭

ভাষা জাতীয় স্বকীয়তার প্রতীক। আর বর্ণমালা হলো তার অন্যতম ধারক ও বাহক। (চাঙমা লেখা শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানে বক্তারা)




দিঘীনালা উপজেলা ভাইস চেয়ারম্যান সুসময় চাঙমা বক্তব্য রাখছেন।
ভাষা জাতীয় স্বকীয়তার প্রতীক। আর বর্ণমালা হলো তার অন্যতম ধারক ও বাহক। কেননা বর্ণমালার মধ্যে দিয়ে জাতীয় বুদ্ধি ও চিমত্মা-চেতনা বিকাশ ঘটে। চাকমাদের বর্ণমালা থাকার এবং বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম ভাষা হওয়ার সত্বেও সে প্রাণ প্রিয় বর্ণমালা ও ভাষা চর্চা না থাকার বা না  শেখার ২০১৭ সালে মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পাঁচটির ভাষার প্রাক-প্রাথমিক পর্যায়ে নিজস্ব ভাষা বই দেওয়ার সত্বেও শিক্ষক/শিক্ষিকারা পড়াতে পারছেনা। এটা অত্যন্ত লজ্জার বিষয়। বলাবাহুল্য, এক সময় নিজস্ব বর্ণমালার ব্যবহার গ্রামের বৈদ্যদের তালিকশাস্ত্র ছাড়া আর কোথাও লজ্জাজনক ভাবে অনুপস্থিত। তেমনি ইদানিং, চাঙমা বর্ণমালা শিক্ষা বই যেখানে সেখানে পাওয়ার সত্ত্বেও এখনো পর্যমত্ম চাঙমা সুধী মহলে কাছে তার প্রভাব পরিলক্ষিত দেখা না গেলেও  কলেজ  ও স্কুলে ছাত্র/ছাত্রীদের মাঝে নিজ ভাষা ও বর্ণমালা শিখার আগ্রহ দেখা যাচ্ছে বলে আশা ব্যক্ত করেন  চাঙমা লেখা শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানে বক্তারা।

আজ সকাল ১০টায় বাবুছড়া ফেন্ডশিপ স্কুলে‘‘ত্রিশতিন জাতির ভাষার পারদর্শী হওয়া একটা মহৎ গুণ কিন্তু, তার আগে নিজ ভাষা ও বর্ণমালার সম্বন্ধে জ্ঞান থাকার অত্যমত্ম গুরম্নত্বপূর্ণ।’’ এই শেস্নাগানে মুখরিত করে  আজ দিঘীনালায় উপজেলায় বাবুছড়া ফ্রেন্ডশিপ স্কুলে চাঙমা লেখা শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘীনালা উপজেলায় ভাইস চেয়ারম্যান দাঙগু সুসময় চাঙমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবুল কামাল আজাদ, এস আই বাবুছড়া পুলিশ ফাঁড়ি; চাঙমা ভাষায় লেখক সদস্য(জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড- বাংলাদেশ) দাঙগু আনন্দময় চাঙমা; চাঙমা সাহিত্য বা এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং উপন্যাসিক দাঙগু দেবপ্রিয় চাঙমা, বিশিষ্ট ব্যবসায়ী অরম্নণ বিকাশ চাঙমা, বিশিষ্ট সমাজ সেবক দাঙগু জ্যোতি ময় চাঙমা প্রমুখ।
দাঙগুবী  শ্রেয়সী চাঙমা উপস্থপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দাঙগু ইনজেব চাঙমা সাধারণ সম্পাদক, চাঙমা সাহিত্য বা ও সাঙু পাঠাগার
এর প্রতিষ্ঠাতা। অনুষ্ঠান শুরুতে ত্রিপিটক পাঠ করেন দাঙগুবী প্রত্যাশা চাঙমা(৯ম শ্রেণী ছাত্রী, উদাল বাগান হাই স্কুল)। উক্ত অনুষ্ঠানে সভাপতিতব করেন, দাঙগু তিমির বরণ চাঙমা, প্রধান শিক্ষক, বাবুছড়া ফ্রেন্ডশিপ স্কুল।
শুভেচ্ছা বক্তব্য দাঙগু ইনজেব চাঙমা বলেন, এবছর ৯১৮জনকে নিজ বর্ণমালা সম্বন্ধে ক্লাশ করানো হয় এরই মধ্যে কৃতকার্য্যা হয়েছেন মাত্র ৩১৮জন। ২০১৫ সালে ২৭১জন ও ২০১৬ সালে ৫৭জনকে সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি চাঙমা সাহিত্য বা, সাঙু পাঠাগার ও চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠী উদ্যোগে আয়োজন  করা  হয়েছে।


সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

ধনপুদি! ইনজেব চাঙমা চারু



ধনপুদি!
তুই এধক্যে কি বারিযে দেবাসান উরগুম্যা গরি থাচ,
দ্বি চোগ পাদা এক ন গরচ
রেত-দিন কি চেই আঘচ
দগিন মুখ্যা ম’গরি?
থেপ থেপ ঝরি পরের লো
চিমচিম্যা ডুলুবাজ ধুলুগত ঘা অয়্যা
জাদর কজমা বুগত;
সিআন্নোই কি চিদে গরি আঘচ?
ধনপুদি!
তুই ন কানিচ,
চিদে ন’ গরিচ,
দাদা রাধামনে ফিরি এব,
মা’ মেদেনী হিল চাদেগাঙরে
আঘ সান ফিরি পেবং।
সক্যে,
চেঙে মিঙিনি কাজালং পানি নালে বাজি যেব জাদর দুগ
এ্যাইল এ্যাইল তারুম বন এ্যালেব
গাজে গাজে ফুল ফুদিোক
ভমরা উরিবাক, পেইকে চিদ সুগে গীত শুনেবাক।
ধুদুক হেঙগরঙ চিঙে র’য়ে ভরি উদিব
সাজ লামিলে আজু নানু পজ্জন শুনেবাক,
চিদ-মন সুগ নুয়ো বো গাঙত যেবাক।
ন থেব দরদর থর থর
হিলর আভা পিরিব।





কেন আঞ্চলিক স্বায়ত্ব শাসন?

বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির নিকট পার্বত্য চট্টগ্রামের জনগণের শাসনতান্ত্রিক অধিকার দাবীর- আবেদন পত্র গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের ভাবী ...