সোমবার, ৩১ জুলাই, ২০১৭

নুয়ো পিহরি জাগি উত্তন


২৩,২৪ আ ২৫ জুলাই ট্রেনিঙর ছবি

 ক’দিন আঘে মুই খুউব চিওম্যা এলুঙ। কিত্যাই, আমার চেরোপালা মানুচর কধা ভাবি। ইধোত উদে নুয়ো রামর সে কবিদ্যা কধা। তে কোইয়ে ‘‘অজল পাগজ্যা নিজ ঝুপ দিন দিন পরেলিস্ন কলি যুগ, কলি যুগত সত্য নেই, বুগ ছিরি দেঘেলেও  পত্য নেই।’’ আজলে সিয়ান মুই যধবদে গরি বিশ্চেস যাঙ। ইরম্নক দিনত কারে কন্না থোগেই পারে, কারে কন্না কদক বেজ পরাদি পারে এধক্যে গরি দিন-কাল তোড়াদন।
               গেলেস্ন জুন মাজ এল আমার চাঙমা লেঘা শেঘানা মাজ। বাঙালর পবিত্র রমজাম মাজ। এ মাজত ইশকুলত লাম্বা ইক্কু বন্ধ এল। এই বন্ধ দিনত আমি দিঘীনালা উপজেলাত ১১য়ান জাগাত(হাই আ প্রাইমারি ইশকুল) চাঙমা লেঘা শেঘেয়্যাই চাঙমা সাহিত্য বা আ সাঙু পাঠাগার তপ্পেত্তুন। ইয়ত দাঙগু এলিয়েন্স চাঙমা এল মর ছাবা সান। বানা কি সিয়ান? না, তে মরে  নানা কিজু পরামর্শ দিদ। আ দাঙগুবী শ্রেয়সী চাঙমা, দাঙগু রিকন চাঙমা(তারা দ্বি জনে মাস্টর, বাবু ছড়া ফ্রেন্ডশিপ ইচকুলত), দাঙগু রির্টান চাঙমা(বাঘাইছড়ি, বাবুছড়া) আ দাঙগু উজ্জ্বল চাঙমা চাঙমা(বাবু ছড়া হাই ইচকুলর মাস্টর) তারারে ইধোত ন তুলি ন পাঙর। তারার এজালে চাঙমা লেঘা কোর্সু দোলে দোলে থুম গরি পারা যিয়ে।
২৩ জুলাই ট্রেনিং গরার বিদ্যুৎ জ্যোতি চাঙমা
                ইক্যে কধা কত্তে, হাজাছড়া জোড়া ব্রীজ  জনিয়র ইচকুলত ২৩ জুন চাঙমা লেঘা শেঘা যাদে জীপ গাড়ি ন পেন্যাই এক্কান হোন্ডা নেযা পয্যা। তে মত্তুন ৮০ তেঙা চাই। শেজে ৭০ তেঙালোই দর গরি লত্ দিলুঙ। মর এক্কান পাজা অহলদে মুই পাত্তে ভাগে বাঙাল গাড়িত কম উধোং। কিত্যাই, বাঙাল্যা যুনি কন এক্কান অয়? ইদোত উদে ২জুন লংগদু কধা। ৩০০ উগুরে ঘর ছেই বানে দ্যুন। সিত্যাই চাঙমা গাড়িত গরি জোড়া ব্রীজ গেলুঙ। সিধু যেন্যাই মরে ইক্কু মিলে কত্তে(তে, চে রম্নয়ে মুই ভাড়া দেদ্যা), আ দা কত্তুন এযর? দিঘীনালাত্তুন। তে কল দিঘীনালাত্তুন জোড়া ব্রীজ একজন ৩০ তেঙা, দ্বি জন অলে ৫০ তেঙা হোন্ডা ভাড়া। মুই চাঙমা ইজেবে বিশ্চেস আঘে মরে ন থোগেবাক। সে বিশ্চেস মর লারে লারে  জাঙারে ধরের।
               ২০১৫ সাল। দিন - পুর ইক্যে ইদোত নেই।চাঙমা লেঘা শেঘা যাঙর উত্তর রেংকায্যা হাই উচকুলত। মেরম্নং স্টেশনত লামিনে ম ইক্কু ইচকুলর সমাজ্যা লাগত পিয়ঙ। তে মত্তুন পুজোর গরে মুই কন কুম্পানিত চাগুরি গরঙ। তা ধক বুঝি হোচ গরি কলুঙ, ‘চাঙমা সাহিত্য বা’।
-বেতন কদক পাচ?
ট্রেনিং চলানা অক্তত কৃতি চাঙমা পুঅ/ঝিউনর উদ্দেশ্য কধা কর।
- আপাতত ন পাঙ। দ্বি-তিন বজর যাদে  লাখ উগুওে বেতন পেম।
           এই কধায়ান শেজ অধে ন অধে মরে চা দোগাত আহদত ধরি থানি নিল। পেজেহ্ পেজেহ্ পুজোর গরে নানাঙ কধা। শেজে তারে  দোলে বুজে কলুঙ- ‘‘চাঙমা সাহিত্য বা ইক্কু অলাভ জনক সংস্থা। আমা কাম মাগানা গরানা, দেচ-জাত কোচপেন্যাই ইয়ানি গরি, চাঙমা সাহিত্যরে বিশব সাহিত্য ইজেবে থিদ গরিবাত্যা। তরে  লাখ উগুরে যে বেতনর কধা কলুঙ সিয়ান অলদে আমি এযাবত ৩০০জনরে চাঙমা লেঘা শিঘিয়েই। এযেত্তে বজরত যুনি যার যার মা ভাচেছাই ইচকুলত লেঘা শিঘি পান। তারাও চাঙমা লেঘা পারন ইজেবে চাকরী পেবাক। যুনি দুর্নীতি ন অয়। ৩০০জনত্তুন যুনি ১০জনে চাগরি পান তারা বেতন ১৫ আজার ধরলেস্ন ১০জনর বেতন ১৫০,০০০ আজার টেঙা। তরে এই কধায়ান কবার চেনেই ইক্কু চা বকশিষ পেলুং।’’

           বেগ শেজে লক্ষীছড়ি উপজেলাত চাঙমা লেঘা কোর্স চালু গরিবাত্য দাঙগু সুমন চাঙমা লোই(সদস্য, সাঙু পাঠাগর) এবজর মার্চ মাজত সিধু গেলঙ। ১নং লক্ষীছড়ি ইউনিয়নর চেয়ারম্যান্যেলোই এগত্তন অই হবর পেলঙ উপজেলা চেয়ারম্যান্যে নেই। ঢাকা কামে যিয়ে। তারলেস্নাই কধাবাত্তায় কোর্সু দিন - পুর বানিলং, এপ্রিল ৭দিনত কোর্সু ফগদাঙি গরানা। বেক্কানি তাত্তুন পরামর্শ গরি এলঙ। শুগনছড়ি দেয়ান পাড়াত্তুন দাঙগু প্রদীপ চাঙমা তারে ফাঙগরা যেইন্যাই উপজেলা চেয়ারম্যান্যে তারে আগে ন মাধেনেই এক্কা কুজুক কুজুক পেন্যাই প্রদীপ্যা মরে ফোনে কয়দ্যা দা, তুই এক্কা উপজেলা চেয়ারম্যান্যেলোই কধা কোইচ। কধা কোইনেই চেয়ারম্যান্যে মরে কল- ‘‘ইধু(লক্ষীছড়িত) কন্না কন্না কাম গরত্তে?......শুন, ইয়ানি অলদে বৃহত্তর বিষয়-সাহিত্য বিষয়। এচ্যে বাংলাদেশ কমেলেত্তুন ধরি সাহিত্য নিনেই গবেষনা গরেত্যা। আন্দাজ্যা অহ্লে ন গাত্তো। .................এম পাশ পদে ঘাদে। দিঘীনালাত দ আর বেজ। বানা চিগেরেত খেই খেই থানদে - জুয়া খেলা খেলে খেলে। ..... তুমি আন্দাজ্যা দ শেঘে গেলে ন অহব। তোমালেই কধা কনা যথেষ্ট দরগার এল ....................।’’
                আঘে কোই অয়্যা উপজেলা চেয়ারম্যান্যে ন থানার আ ইউনিয়ন চেয়াম্যান দাঙগু প্রবীল চাঙমার সলস্না পরামর্শলোই গরবা বলা যেব কারে কারে বেগ থিগ গরা অয়্যা। এই কধানি শুনি পল্যে মনত এক্কা ডর সম্যে। কধা আঘে, ‘‘পদ ফুরোই সাঙু দুয়োরত, কধা ফুরোই নানু দুয়োরত। ইয়ান চিন্দে গরি নানু থোগেই ৭এপ্রিল লক্ষীছড়ি পিএফসি ইচকুলত ‘‘চাঙমা লেঘা কোর্স’’ ফগদাঙ গচ্ছে। হমাক্কাই কোম ইয়ত আমার আত্তো আজারউগুরে টেঙা করচ অহলেয়ু আমি কোর্সু গরি পাচ্ছেই। ইয়ান এই কনচুসুক্যা দিন মাধানত ডাঙর ফাওত্তি ভিলি মনে গরঙ।
               আ আমা নুয়ো তববা বা নুয়ো পিড়ি কধা ভাবিলে গত্তনাত কাজি  দিন্যাই মরিবার মনে কয়। তারা ফেসবুক বাদে কিচ্ছু ন বুঝন। কুধু গেলে ইক্কু দোল ছবি আপলোড দি পারিম, কন কিয়োঙত, কন তানজাঙত, কন রিঝেং-ঝুরঝরিত  না পর্যটনত। বেগে এচ্যে রঙ্গতামাশাত মিজি থেবার চান। ইন্দি ঘর উন্দোরবু উদে আর্ পরের খবর নেই। ইয়ান মুই তারারে দুষ দিবার ন চাঙ। দুচ্ছান আমার রাজরর চেলাউনর। মুই বিশ্চেস গরঙর আমা চাঙমা জাত্তু তলে পরিয়্যা নয়। যুগে যুগে তারা সুয়োল গরি এত্তন। রেয্য পর রেয্য শাসন গরি ইচ্ছুন। সে বংশর পুঅ/ছাউন এধক্যে অহনার ডাঙর কারন আঘে।
              যা ওক, গেলদে ২৩, ২৪ আ ২৫ জুলাই মাজত চাঙমা সাহিত্য বা আ সাঙু পাঠাগার এই দ্বিবে জধা দিঘীনালাত তিন দিন সং যারা মুজুঙর দিনত আদামে আদামে, ইচকুলত, কলেজত চাঙমা লেঘা শেঘেবাক তারারে ট্রেনিং গরা অয়্যা। এই ট্রেনিঙত্তুন বুঝি পাচেছাঙ আজলে জাত্তুরে কোচপিয়ে মানুচ এয আঘন। কিত্যাই বারেজ্যা দিনত, উরহুজ্যা ঝরত তারা নিআলসি গরি ট্রেনিং গচেছান, নিজ খরচে। তারা ইমে গচেছান, সাপ্তাই দ্বি’ঘন্টা জাদত্যাই নিজ জীংহানিত্তুন খরচ গরিবাক।
     এচ্যে সময়র গঙারে বেক্ বদলি যিয়ে, বদলি যিয়ে হিল চাদেগাঙ সমুত্তু গোদা পিত্তিমীর ধক। যক্যে ভারদত কালা মেঘ চাগা ভেদা দের সক্যে মোদি বেক্কুনরে মিটিঙত ডাগিলে বেগে উজে যিয়োন। মাত্তর, আমি? এই উত্তর তোমা সিধু। মুই ন কলুঙ। তবে ইক্যে মর আঝায় বুক ভরি যার ইয়ান ভাবিনেই, দেচ হারেলেয়ু আমা মা ভাচ্ছান আহজি ন যেব। কিত্যাই নুয়ো পিরি জাগি উত্তন। মা ভাচেছাই সাহিত্য চযযা গত্তন। এধক্যে নালে আহদিলে হিলর ছড়াগাঙ ঝালাববর অহব, গাজে গজে নানাঙ ফুলে তম্বাস ছিদিব। মোন-মুড় এ্যাই অহব। যিধু যেই, যিধু থেই এই অমূল্য দরপ্পান লগে নি পাবিবং।  ইধোত গাদে রাঘ হিল চাগোঙ বাদে আমা কন কিত্যা জাগা নেই।

মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭

দিঘীনালায় তিন দিন ব্যাপী চাঙমা লেখা প্রশিক্ষণ


প্রশিক্ষার্থীর একাংশ


প্রশিক্ষার্থীদের উদ্দেশ্য ২নং বোয়লখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাঙগু চয়ন বিকাশ চাঙমা কথা বলছেন।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষাকে মায়ের দুধের সাথে তুলনা করেছেন শিশুর জীবন ধারণ বৃদ্ধির জন্য যেমন মায়ের দুধ অপরিহার্য তেমনি নৈতিক, মানসিক আত্মিক বিকাশের জন্য মাতৃভাষার কোন বিকল্প থাকতে পারেনা বাংলাদেশ স্বাধীনতার পর দীর্ঘ সংগ্রামের ২০১৭ সালের দেশের পাঁচটি আদিবাসী শিশুরা নিজ নিজ মাতৃভাষা বই হাতে পেয়েও নিজ নিজ ভাষায় পড়া লেখা শিখতে পারছেনা এমন বস্তবতায় চাঙমা সাহিত্য বা সাঙু পাঠাগার খাগড়াছড়ি পার্বত্য জেলা সহ দেশের বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ব বিদ্যালয়ে চাঙমা লেখা ২০০৩ সাল হতে বর্তমান পর্যন্ত স্বউদ্যোগে শিক্ষার্থীকে শিখে যাচ্ছে।প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশের দ্বিতীয় ভাষা হচ্ছে চাঙমা ভাষা। তাই সবাই চাঙমা ভাষাকে বিশ্বদরবারে প্রতিষ্ঠা করেতে প্রতিটি প্রশিক্ষণার্থীকে সপ্তাহে দুই ঘন্টা সময় দেশের জন্য ও জাতির জন্য ব্যয় করার আহ্বান জানান।”
গত ২৩ জুলাই ২০১৭ইং সম্মানীত শতরূপা চাঙমা (সদস্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ)র আর্থীক সহযোগীতায় ২নং বোয়াল খালী ইউনিয়ন পরিষদ মিলনাযতনে চাঙমা বর্ণমালা ও ভাষা প্রশিক্ষণ কোর্স তিন দিন ব্যাপী আয়োজন করেন, চাঙমা সাহিত্য বা ও সাঙু পাঠাগার।প্রশিক্ষণের উদ্দেশ্য বিভিন্ন স্কুল, কলেজ, বৌদ্ধ ধর্মীও প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে চাঙমা লেখা কোর্স চালু করা।এতে এক ঝাঁক সাহিত্য কর্মী ও চাঙমা সাহিত্য পত্রিকা প্রতিনিধিরা চাঙমা বর্ণমালা প্রশিক্ষণে অংগ্রহণ করেন।
দাঙগু বিদ্যুৎ জ্যোতি চাঙমা।
অংশগ্রহন প্রতিনিধিরা হচ্ছেন, দাঙগু সুমন চাঙমা, লক্ষীছড়ি উপজেলা, দাঙগুবী সনিকা চাঙমা ও দাঙগুবী কনিকা চাঙমা মাটিরাঙ্গা উপজেলা, দাঙগু সুমঙ্গল চাঙমা, পানছড়ি উপজেলা, দাঙগুবী অপ্রমিয় চাঙমা, খাগড়াছড়ি মহিলা কলেজ, দাঙগু সুদর্শন চাঙমা, খাগড়াছড়ি সরকারী কলেজ, দাঙগু সুফল চাঙমা, লংগদু উপজেলা, ১নং মেরুং ইউনিয়ন হতে দাঙগু শ্যামল চাঙমা, দাঙগু ভূমিত্র চাঙমা ও দাঙগুবী ইনিকা চাঙমা, বাবুছড়া উপজেলা হতে, দাঙগু রিকন চাঙমা, দাঙগুবী শ্রেয়সী চাঙমা, বাবুছড়া কলেজ হতে দাঙগু সোনামণি চাঙমা, ৪নং দিঘীনালা হতে দাঙগুবী জুইঁ চাঙমা, দাঙগুবী এমি চাঙমা ও দাঙগু নিকালাশ চাঙমা, উদল বাগান হাই স্কুল হতে দাঙগুবী প্রত্যাশা চাঙমা ও দাঙগুবী জেকি চাঙমা, ২নং কবাখালী ইউনিয়ন হতে দাঙগুবী রিয়া চাঙমা ও দাঙগু নভেল চাঙমা, দিঘীনালা সঃ উচ্চ বিদ্যালয় হতে দাঙগু জিনিয়েট চাঙমা, দিঘীনালা বালিকা উচ্চ বিদ্যালয় হতে দাঙগুবী কালজয়ী চাঙমা, দিঘীনালা কলেজ হতে দাঙগুবী লাকী চাঙমা, খাগড়াছড়ি হতে দাঙগু বিকেন চেগে ও দাঙগু পরেশ চাঙমা ও দিঘীনালা উপজেলা হতে দাঙগু এলিয়েন্স চাঙমা প্রমুখ।

দাঙগুবী প্রত্যাশা চাঙমা গান পরিবেশন করছেন।
প্রশিক্ষন চলাকালীন পরিদর্শন করেন ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান দাঙগু চয়ণ বিকাশ চাঙমা, খাগড়াছড়ি সঃ মহিলা কলেজের লেকচারাল, সাবেক সম্পাদক, চাঙমা সাহিত্য পত্রিকা ও চাঙমা সাহি্য বা’ প্রতিষ্ঠাতা সদস্য দাঙগু কৃতি চাঙমা ও বাংলাদেশ আদিবাসী কবি পরিষদের সভাপতি দাঙগু কে.ভি. দেবাশীষ চাঙমা প্রমুখ।
২৩, ২৪ ও ২৫ জুলাই ২০১৭প্রশিক্ষণ কোর্সে ট্রেনার ছিলেন দাঙগু বিদ্যুৎ জ্যোতি চাঙমা, ম্যানেজার, জাবারাং কল্যাণ সমিতি ও সাঙু পাঠাগার প্রতিষ্ঠতা ও চাঙমা সাহিত্য বা সদস্য সচীব দাঙগু ইনজেব চাঙমা চারু।
প্রশিক্ষণ শেষে দাঙগু ইনজেব চাঙমা কৃতজ্ঞতা জানাই যারা প্রশিক্ষণের জন্য আর্থীক ও শারীরিক সহযোগীতা করেছেন তাঁদেকে। বিশেষ করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পড়িষদের সদস্য দাঙগুবী শতরুপা চাঙমা, দিগীনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান দাঙগু নবকমল চাঙমা ও দিঘীনালা রিবেং যুব সঙঘ সভাপতি দাঙগু রিপন চাঙমা প্রমু


  

দিঘীনালায় তিন দিন ব্যাপী চাঙমা লেখা প্রশিক্ষণ




বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষাকে মায়ের দুধের সাথে তুলনা করেছেন শিশুর জীবন ধারণ বৃদ্ধির জন্য যেমন মায়ের দুধ অপরিহার্য তেমনি নৈতিক, মানসিক আত্মিক বিকাশের জন্য মাতৃভাষার কোন বিকল্প থাকতে পারেনা বাংলাদেশ স্বাধীনতার পর দীর্ঘ সংগ্রামের ২০১৭ সালের দেশের পাঁচটি আদিবাসী শিশুরা নিজ নিজ মাতৃভাষা বই হাতে পেয়েও নিজ নিজ ভাষায় পড়া লেখা শিখতে পারছেনা এমন বস্তবতায় চাঙমা সাহিত্য বা সাঙু পাঠাগার খাগড়াছড়ি পার্বত্য জেলা সহ দেশের বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ব বিদ্যালয়ে চাঙমা লেখা ২০০৩ সাল হতে বর্তমান পর্যন্ত স্বউদ্যোগে শিক্ষার্থীকে শিখে যাচ্ছে।প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশের দ্বিতীয় ভাষা হচ্ছে চাঙমা ভাষা। তাই সবাই চাঙমা ভাষাকে বিশ্বদরবারে প্রতিষ্ঠা করেতে প্রতিটি প্রশিক্ষণার্থীকে সপ্তাহে দুই ঘন্টা সময়র দেশের জন্য ও জাতির জন্য ব্যয় করার আহ্বান জানান।”
গত ২৩ জুলাই ২০১৭ইং সম্মানীত শতরূপা চাঙমা (সদস্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ)র আর্থীক সহযোগীতায় ২নং বোয়াল খালী ইউনিয়ন পরিষদ মিলনাযতনে তিন দিন ব্যাপী চাঙমা বর্ণমালা ও ভাষা প্রশিক্ষণ কোর্স তিন দিন ব্যাপী আয়োজন করেন, চাঙমা সাহিত্য বা ও সাঙু পাঠাগার।প্রশিক্ষণের উদ্দেশ্য বিভিন্ন স্কুল, কলেজ, বৌদ্ধ ধর্মীও প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে চাঙমা লেখা কোর্স চালু করা।এতে এক ঝাঁক সাহিত্য কর্মী ও চাঙমা সাহিত্য পত্রিকা প্রতিনিধিরা চাঙমা বর্ণমালা প্রশিক্ষণে অংগ্রহণ করেন।অংশগ্রহন প্রতিনিধিরা হচ্ছেন, দাঙগু সুমন চাঙমা, লক্ষীছড়ি উপজেলা, দাঙগুবী সনিকা চাঙমা ও দাঙগুবী কনিকা চাঙমা মাটিরাঙ্গা উপজেলা, দাঙগু সুমঙ্গল চাঙমা, পানছড়ি উপজেলা, দাঙগুবী অপ্রমিয় চাঙমা, খাগড়াছড়ি মহিলা কলেজ, দাঙগু সুদর্শন চাঙমা, খাগড়াছড়ি সরকারী কলেজ, দাঙগু সুফল চাঙমা, লংগদু উপজেলা, ১নং মেরুং ইউনিয়ন হতে দাঙগু শ্যামল চাঙমা, দাঙগু ভূমিত্র চাঙমা ও দাঙগুবী ইনিকা চাঙমা, বাবুছড়া উপজেলা হতে, দাঙগু রিকন চাঙমা, দাঙগুবী শ্রেয়সী চাঙমা, বাবুছড়া কলেজ হতে দাঙগু সোনামণি চাঙমা, ৪নং দিঘীনালা হতে দাঙগুবী জুইঁ চাঙমা, দাঙগুবী এমি চাঙমা ও দাঙগু নিকালাশ চাঙমা, উদল বাগান হাই স্কুল হতে দাঙগুবী প্রত্যাশা চাঙমা ও দাঙগুবী জেকি চাঙমা, ২নং কবাখালী ইউনিয়ন হতে দাঙগুবী রিয়া চাঙমা ও দাঙগু নভেল চাঙমা, দিঘীনালা সঃ উচ্চ বিদ্যালয় হতে দাঙগু জিনিয়েট চাঙমা, দিঘীনালা বালিকা উচ্চ বিদ্যালয় হতে দাঙগুবী কালজয়ী চাঙমা, দিঘীনালা কলেজ হতে দাঙগুবী লাকী চাঙমা, খাগড়াছড়ি হতে দাঙগু বিকেন চেগে ও দাঙগু পরেশ চাঙমা ও দিঘীনালা উপজেলা হতে দাঙগু এলিয়েন্স চাঙমা প্রমুখ।
প্রশিক্ষন চলাকালীন পরিদর্শন করেন ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান দাঙগু চয়ণ বিকাশ চাঙমা, খাগড়াছড়ি সঃ মহিলা কলেজের লেকচারাল দাঙগু কৃতি চাঙমা ও বাংলাদেশ আদিবাসী কবি পরিষদের সভাপতি দাঙগু কে.ভি. দেবাশীষ চাঙমা প্রমুখ।
২৩, ২৪ ও ২৫ জুলাই ২০১৭প্রশিক্ষণ কোর্সে ট্রেনার ছিলেন দাঙগু বিদ্যুৎ জ্যোতি চাঙমা, ম্যানেজার, জাবারাং কল্যাণ সমিতি ও সাঙু পাঠাগার প্রতিষ্ঠতা ও চাঙমা সাহিত্য বা সদস্য সচীব দাঙগু ইনজেব চাঙমা চারু।
প্রশিক্ষণ শেষে দাঙগু ইনজেব চাঙমা কৃতজ্ঞতা জানাই যারা প্রশিক্ষণের জন্য আর্থীক ও শারীরিক সহযোগীতা করেছেন তাঁদেকে। বিশেষ করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পড়িষদের সদস্য দাঙগুবী শতরুপা চাঙমা, দিগীনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান দাঙগু নবকমল চাঙমা ও দিঘীনালা রিবেং যুব সঙঘ সভাপতি দাঙগু রিপন চাঙমা সহ সবাইকে।


  

মঙ্গলবার, ৬ জুন, ২০১৭

এসো হে বীর জুম্ম


২জুন ২০১৭ লঙগদু জে এস এস অফিস সহ ২৫০ অধিক চাঙমা ঘর আগুন দেয় সেটেলার বাঙ্গালীরা

এসো হে বীর জুম্ম, বীজলীর মতো
ঘরের কোণে বসে থাকো না আর সুপ্ত মতো।
প্রভাত যখন এসে থাকে আধার যায় দূরে
সূর্য্য উঠিলে সকলকে আলোদান করে।
এসো জুম্ম বীর, তোমরা জুম্ম জাতীয় প্রাণ
রক্ত দিয়ে মাতৃভমির রাখিবে জাতীয় মান।
সুপ্ত বীজের মতো শুয়ে থাকনা ঘরের কোণে
জ্ঞানের প্রদ্বীপ জ্বালিয়ে তোমরা থাকাও মাতৃভূমির দিকে।
অত্যাচারে জর্জরিত নিপিড়নে কত?
নির্যাতনে অবহেলীত আছে জুম্ম জাতি যত।
এসো বীর জুম্ম বীরের পরিচয় দাও,
বীর বলে গর্ব করে বসে না থেকো।
বাঘের বাচ্চা বাঘ হয়, হয়না তো শৃগাল,
চিংড়ি বাচ্চা চিংড়ি হয় সেতো না মৃগাল।
জুম্ম জাতীয় মান জুম্ম জাতীয় প্রাণ
চাপা দিয়ে রাখিয়াছে বাংলার উগ্র মসুলমান।
ভয় নাই ভয় নাই এসো হে,
বীর জুম্ম জাতির জোয়ান,
রক্তের বদলে আনি আমরা স্বাধীনতামান।



কেন আঞ্চলিক স্বায়ত্ব শাসন?

বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির নিকট পার্বত্য চট্টগ্রামের জনগণের শাসনতান্ত্রিক অধিকার দাবীর- আবেদন পত্র গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের ভাবী ...