মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭

যারা “সাঙু পাঠাগার” ও চাঙমা সাহিত্য বা’র তত্ত্বাবধানে চাঙমা লেখা ও ভাষার নিরব সংগ্রামে চালিয়ে যাচ্ছেন। তাঁরা হলেন-

দাঙগু বিকেন চেগে, প্রশিক্ষক, বরঝালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা, খা/ছড়ি।
দাঙগু এলিয়েন্স চাঙমা, প্রশিক্ষক বাবুছড়া ফ্রেন্ডশিপ স্কুল, দিঘীনালা, খা/ছড়ি।
দাঙগু ইনজেব চাঙমা, সেন্টার পরিচালক ও প্রশিক্ষক।
দাঙগু রিপন চাঙমা, প্রশিক্ষক, উত্তর রেংকার্য্যা উচ্চ বিদ্যালরয়। মেরুং দিঘীনালা, খা/ছড়ি।

দাঙগু সৌখিন চাঙমা, প্রশিক্ষক, চংড়াছড়ি উচ্চ বিদ্যালয়, মেরুং, দিঘীনালা, খা/ছড়ি।
দাঙগু সুমিত্র চাঙমা, প্রশিক্ষক, সাাঙু পাঠাগার, মেরং, দিঘীনালা, খা/ছড়ি।


আর দাঙগু সুমন চাঙমা, প্রশিক্ষক, রেংকার্য্যা উচ্চ বিদ্যালয়, মেরং, দিঘীনালা., খা/ছড়ি। দাঙগু রত্মসেন চাঙমা, প্রশিক্ষক, কিনেরাম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মেরুং, দিঘীনালা, খা/ছড়ি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন আঞ্চলিক স্বায়ত্ব শাসন?

বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির নিকট পার্বত্য চট্টগ্রামের জনগণের শাসনতান্ত্রিক অধিকার দাবীর- আবেদন পত্র গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের ভাবী ...