সোমবার, ১২ এপ্রিল, ২০২১

“বিঝু” - সুনানু ইনজেব চাঙমা

ফুল বিঝু দিনে গঙ্গামা উদ্দেশ্য ফুল পূজা ও প্রার্থনা রত
চৈত্র শেষে দুই দিন আর পহেলা বৈশাখ এই তিনদিন ব্যাপি চাঙমারা বিঝু উৎসব পালন করে থাকেন। প্রথম দিনকে বলে ফুল বিঝু, দ্বিতীয় দিনকে বলে মুর বিঝু আর তৃতীয় দিনকে বলে গজ্যে-পজ্যে দিন।
ফুল বিঝু: চৈত্র মাসের ২৯ তারিখ দিনটিকে “ফুল বিঝু” হিসেবে পালন করে। ছেলে মেয়েরা খুব ভোরে ঘুম থেকে উঠে ফুল সংগ্রহ করে এনে নদীতে গোসল করতে যায়। গোসল/স্নান শেষ করে  গঙ্গামা উদ্দেশ্য করে  সে সংগৃহীত ফুল কলা পাতায় সুন্দর করে সাজায়। তারপর নদীর তীরে সাজানো ফুল দিয়ে নতজানু হয়ে বসে হাত জোড় করে প্রার্থনা করে থাকে। এরপর গ্রামে যদি বিহার থাকে বিহারে গিয়ে বুদ্ধকেও ফুল পূজা দিয়ে প্রার্থনা করে। তারপর বাড়িতে এস ফুল দিয়ে বাড়িকে নানান ফুল দিয়ে সাজায়। দুপুরে  পাহাড়ে- নদীতে পাজন তরকারি সংগহে দল বেধে যায়। বিকালে সবাই নানান খেলা খেলে সময় পাড় করে  থাকেন। কোন কোন গ্রামে গেংখলি আসর বসে।
মুর বিঝু: চাঙমারা চৈত্র শেষ দিন “মুর বিঝু” পালন করে থাকে। এ দিনে অন্ততঃ পাঁচ পদেও তরকারির উপকরণ মিশ্রিত বিশেষ ধরণের “পাজন তরকারি” রান্না করা হয়। এ ছাড়া প্রায় ঘরে ঘরে বিভিন্ন ধরণে পিঠা- সান্দি পিঠা, বরা পিঠা, কলা পিঠা, বেং পিঠা, খৈ, বিনিভাত ঘাত্তে, কোন ভাত প্রভৃতি তৈরি করা হয়। সকালে বাড়ি বাড়ি গিয়ে হাঁস মুরগিকে খাবার (চাঙমা ভাষায় আদার)  দেয়া পর বিঝু খাওয়া শুরু হয়। মুর বিঝুতে প্রধান আকর্ষণ হলো পাজন, মদ-জগরা খেয়ে আনন্দে সহিত বাড়ি বাড়ি গিয়ে গান বাজনা করে পুরান বছরকে বিদায় দেয়। সন্ধ্যা হলে বাড়ির প্রধান দরজায় (সাঙু দুয়োর), বিহারে, ঢেঙি শাল, কুরো ঘর, গাঙে, গোয়াল ঘরে প্রদ্বীপ জ¦ালি সুখ-শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করে  থাকে। কেউ কেউ রাত ভর ফুর্তি করে থাকে।
গেজ্যে-পজ্যে দিন: নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখকে গেজ্যে-পজ্যে দিন বলে। এই দিনে যুবক যুবতিরা দল বেধে গ্রামে বুড়-বুড়ি স্নান করিয়ে আর্শীবাদ গ্রহণ করে। এই দিনে কেউ কাজ করে না। সারা দিন গড়াগড়ি করে  কাটিয়ে দেয়। তাদের  বিশ^াস, বছরের প্রথম দিনটি ভালো খাওয়া দাওয়া করে হাঁিস গল্পে কাটাতে পারলে বছরের বাকি দিনগুলোও তেমনি ভালোভাবে কাটাতে পারা যায়। সে জন্য ঘরে ঘরে  ভালো ভালো খাবার রান্না করে মা-লক্ষি মাকে পুজা দেয় এবং বুড়-বুড়ি/অথিতি নিমন্ত্রন করে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন আঞ্চলিক স্বায়ত্ব শাসন?

বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির নিকট পার্বত্য চট্টগ্রামের জনগণের শাসনতান্ত্রিক অধিকার দাবীর- আবেদন পত্র গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের ভাবী ...