শনিবার, ৮ আগস্ট, ২০২০

চাঙমা সাহিত্য বাহ্ নুঅ গরা কমিতি আরা অয়্যা

 চাঙমা সাহিত্য বাহ্ ২০৫১ ভিশন পত্থমে গরিবাত্যা গেল্লে ০৮আগস্ট ২০২০ ইং রেত ০৮:০০ টায় চাঙমা সাহিত্য বাহ্ নীতিনির্ধারণী কমিতি চাঙমা সাহিত্য বাহ্ গরা কমিতি, সল্লাদার কমিতি, পাবলিসার্শ কমিতি ফগদাং গচ্ছে।তারার মেয়াদ ০৮-০৮-২০২০ -০৮-০৮-২০২২ ইং সং।

কোই যায়- গেল্লে ১৩ জুলাই ২০২০ইং কবি, লেঘিয়্যা জনাব মোয়াজ্জেম হোসেন আলমগীররে সল্লাদার কমিতি বানা পোইদ্যানে সোসাল জগদত নানান কধা উদি এযে। সে পোইদ্যানে ১৭ জুলাই ২০২০ ইং বেল্যা মাধান তিনতা বাজি নীতিনির্ধাণী কমিতি চাঙমা সাহিত্য বাহ্ কামানি বন্ধ গরি দেয়। থিক ২১ দিন পর গেল্লে কেল্যা নুঅ কমিতি ফগদাঙ গরানা সমারে সমারে চাঙমা সাহিত্য বাহ্ বেক কাম গরিবার কোই অইয়ে।

সুনানু ইনজেব চাঙমারে জধানানু, সুনানু প্রজ্ঞা আলো তালুকদাররে দাঙর কাবিদ্যাঙ আ সুনানু রিমি চাঙমারে ভান্ডালি কাবিদ্যাং বানেনেই ১১ জনর সাবাঙ্গীদাঘিরে নিনেই নীতিনিধার্ণীয় কমিতি জধানানু সুনানু দেবপ্রিয় চাঙমা দস্তগে চাঙমা সাহিত্য বাহ্ ২০৫১ ভিশন পত্থমে গরিবাত্যা এ কমিতিবো বানা অইয়ে কধা কো কোইয়ে।

বুধবার, ৫ আগস্ট, ২০২০

মানুষের জীবন মান উন্নয়নের মূল চাবিকাঠি হলো “পরিশ্রম ও সদাচারন”- চঞ্চল কান্তি চাঙমা

চঞ্চল কান্তি চাকমা
গ্রাম: কামুক্কো ছড়া, ইউনিয়ন: বোয়ালখালী, উপজেলা: দিঘীনালা, জেলা: খাগড়াছড়ি, পার্বত্য জেলা।
পিতা: মৃত নিরতা রঞ্জন চাঙমা, মা: সুনীতি বালা চাঙমা। ১৯৭৫ সালে এসএসসি পাশ করে দরিদ্র পরিবার পক্ষে পড়া-লেখা চালানো সম্ভব না হওয়াতে  ১৯৭৬ সালে ০১ জানুয়ারি কেপিএম চাকুরিতে যোগদান করেন। এর পর ১৯৭৯, ২০ ডিসেম্বর মহিলা অধিদপ্ত (রাঙ্গামটি) যোগদান করে সেপ্টেম্বর ২৩, ২০১৮ ইংরেজিতে অবসর গ্রহণ করেন।
প্রত্যেক ব্যক্তি তার নিজ অবস্থান থেকে অন্যের মঙ্গলের জন্য চাইলেই কিছু করতে পারেন, এক্ষেত্রে ব্যক্তির সদিচ্ছাই যথেষ্ট। এই  কথাটি আরেকবার প্রমাণ করেছেন খাগঢ়াছড়ি পার্বত্য জেলার দিঘীনালা উপজেলার উত্তর কামুক্কোছড়া গ্রামের ৬১ বছর বয়সী চঞ্চল কান্তি চাকমা। সম্প্রতি হিসাবরক্ষক হিসেবে রাঙ্গামাটি জেলার মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে অবসর নিয়েছেন।
 চাকুরীজীবন থেকেই একটা ইচ্ছা ছিল অসহায় মানুষের জন্য কিছু করার। চাকুরীর ব্যস্ততায় সবসময় সুযোগ করে ইঠতে পারেন নাই কিন্ত স্বপ্নকে লালন করেছেন সযত্নে। অবসর জীবনে প্রথমে শুরু
করলেন বাবা-মাকে সেবা দিয়ে। তাদের জন্য গড়ে তুললেন ‘অবসর ভবন’। কাজ করতে গিয়ে উপলব্ধি করলেন বয়স্ক ব্যক্তিদের শারীরিক এবং আর্থিক দুর্দশার কথা। তিনি দেখলেন, এই অসহায় মানুষদের চিকিৎসা করানোর সঙ্গতি নেই বা কোনো একটা প্রয়োজনীয় জিনিসও কেনার সামর্থ্য নেই।বয়স্ক ব্যক্তিদের জন্য কিছু করার ভাবনা থেকেই তিনি গড়ে তুললেন ‘পেনশন’ নামে একটি সংগঠন এবং নিজের অবসর ভাতা থেকে চালু করেন বয়স্ক ভাতা। ১ অক্টোবর ২০১৯ সালে দিঘীনালা উপজেলা ভবনে বিশ^ প্রবীণ দিবসে অংশগ্রহণ করে জনসক্ষে তার এই বয়স্ক ভাতা দেয়ার ঘোষণা দেন। চঞ্চল কান্তি চাকমা অন্যরাও যাতে উদ্ধুদ্ধ হন এবং প্রবীণদের সহায়তায় এগিয়ে আসেন। বর্তমানে প্রতিমাসে নিজের অবসর ভাতা বাবদ পাওয়া অর্থ থেকে ৫ জন প্রবীবণকে প্রতিমাসে ৫০০ টাকা করে (মোট ২৫০০ টাকা) তিনি প্রদান করছেন।
চঞ্চল কান্তি চাঙমা মনে করেন মানুষের জীবন মান উন্নয়নের মূল চাবিকাঠি হলো “পরিশ্রম ও সদাচারন”। চঞ্চল কান্তি চাঙমার এই মহতী প্রচেষ্টা ইতোমধ্যেই   দশব্যাপী বহুল প্রশংসিত হয়েছে। বিভিন্ন দৈনিক প্রত্রিকা তাঁকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন। স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের জনপ্রিয় টিভি অনুষ্ঠান “ইত্যাদি” তাদের অনুষ্ঠানে চাঞ্চল কান্তি চাঙমাকে বিশেষ সম্মাননা ও ১ লাখ টাকা পুরস্কার প্রদান করেছেন এবং গত জানুয়ারি ১৪, ২০২০ ইংরেজি কৃষিবিদ ইনস্টিটিউট- ঢাকা মানুষের জন্য ফাউন্ডেশন “মানবাধিকার পদক” প্রদান করেন।
 
সরকারী চাকুরী জীবন শেষে পেনশনের টাকার শুধুমাত্র নিজের সুখের কথা চিন্তা না করে পেনশনের টাকা নিয়ে প্রবীণ অসহায় মানুয়ের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নিঃসন্দেহে একটি মহৎ প্রচেষ্টা। 

সোমবার, ৩ আগস্ট, ২০২০

চাঙমা সাহিত্য বাহ্ পাবলিসার্শ উদ্যোগে চের দিনর ফটোগ্রাফি কামর কোর্স থুম

এক্কো দোল সামচ থিদব্বরিত্যাই চাঙমা সাহিত্য বাহ্ কুরি বঝর সং নানাঙ অনটনর সেরে সেরে নিআলচি গরি কাম গরি জার। চাঙমা সাহিত্য বাহ্ বিশ্চেচ গরে- আহ্’দে কলমে শিঘানা। সেনে এগানাগারে ১৬ বঝর সং অঝাপাত- ভাচ শিঘানা সমারে নানাঙ কাম আহ্’দত লোয়ে। সে নানাঙ কামর মধ্যে ফটোগ্রাফি এক্কান কাম। জনি দি’ দিন অয়। তবে পরেদি দোল সময়ত এক্কো দাঙর কোর্স গরা অভ’ ভিনেল নীতিনিধারণী কমিতি জধানানু দেব প্রিয় চাঙমা চাঙমা সাহিত্য পত্রিকারে কল’। সমারে চাঙমা সাহিত্য বাহ্’ত্তুন কোণা-ঘোণা ভিদিরে পুঅ/ছাউনরে তুলি আনিবার শিক্ষাবৃত্তি ২০২১ সালত্তুন চালু গরিবার আঝা আঘে ভিলে কল’।

গেল্লে ৩১ জুলাই আ ০১ আগস্ট ২০২০ খ্রিঃ দিঘীনালাত, ০২-০৩ আগস্ট পানছড়ি উপজেলাত দি’ দিন ফটোগ্রাফি কাম শিঘানা এচ্যে থুম অইয়ে।  

তবে চাঙমা সাহিত্য বাহ্ মনে গরে এ কামানি সম্ভর অহ্’র বেগর এজালে। চাঙমা সাহিত্য বাহ্ আঝা গরে মুজুঙে জে কন’ দিন বেক্কুনরে কায় পেব।  

সোমবার, ১৩ জুলাই, ২০২০

চাঙমা সাহিত্য বাহ্’র শুভাকাঙ্খী জনাব, মোয়াজ্জেম হোসেন আলমগীরকে এখন চাঙমা সাহিত্য বাহ্’র উপদেষ্টা পদে ভূষীত করা হয়েছে।


    চাঙমা সাহিত্য বাহ্ শুভাকাঙ্খী জনাব, মোয়াজ্জেম হোসেন আলমগীরকে এখন চাঙমা সাহিত্য বাহ্ উপদেষ্টা পদে ভূষীত করা হয়েছে।

    গত ১১ জুলাই ২০২০ নীতিনির্ধারনী কমিটি গঠনতন্ত্রের ১০ নং ধারা এর উপধারা (-) মোতাবেক জনাব মোয়াজ্জেম হোসেন আলমগীর মহাশয়কে উক্ত পদে ভূষীত করা হয়।

    চাঙমা সাহিত্য বাহ্ সকল শাখার পক্ষ থেকে মৈত্রীপূর্ণ শুভেচ্ছা প্রাণঢালা অভিনন্দন।

    ·  

    Tannyabi Jumma এটা আবার কোন ধরনের উপদেষ্টা???? একজন বাংগালী কেমন করে চাকমা সাহিত্যর উপর উপদেষ্টা হতে পারে বলুন? উনি কি চাকমা? আপনারা কি আর চাকমা পেলেন না? শুধু টাকা দিলে কি জাতিকে বেইমান করতে পারেন?? বরং উনাকে চাঙমা সাহিত্য বাহ থেকে সন্মান জানাতে পারেন। শুনেন আপনারা টাকা দিয়ে জাতিকে বিক্রি করবেন না। চাঙমা সাহিত্য বাহ কিন্তুু চাকমা ভাষা সেখানোর জন্য যথেষ্ট এগিয়ে তাই আপনারা সঠিক পথ থেকে বিচলিত/পদচিৎ হবেন না। মনে রাখবেন পার্বত্যচট্টগ্রামে বিভিন্ন সংগঠনের দিকে আমাদের যথেষ্ট নজর আছে। তাই জাতিকে টাকা কিংবা স্বার্থের জন্য কলংক সৃষ্টি করবেন না।

    Supan Chakma শেষে কী যেন শুনলাম ? চাকমা সাহিত্যের উপদেষ্টা ।।।

    • Tannyabi Jumma

    Tannyabi Jumma Supan Chakma এটা আবার কোন ধরনের উপদেষ্টা???? একজন বাংগালী কেমন করে চাকমা সাহিত্যর উপর উপদেষ্টা হতে পারে বলুন? উনি কি চাকমা? আপনারা কি আর চাকমা পেলেন না? শুধু টাকা দিলে কি জাতিকে বেইমান করতে পারেন?? বরং উনাকে চাঙমা সাহিত্য বাহ থেকে সন্মান জানাতে পারেন। শুনেন আপনারা টাকা দিয়ে জাতিকে বিক্রি করবেন না। চাঙমা সাহিত্য বাহ কিন্তুু চাকমা ভাষা সেখানোর জন্য যথেষ্ট এগিয়ে তাই আপনারা সঠিক পথ থেকে বিচলিত/পদচিৎ হবেন না। মনে রাখবেন পার্বত্যচট্টগ্রামে বিভিন্ন সংগঠনের দিকে আমাদের যথেষ্ট নজর আছে। তাই জাতিকে টাকা কিংবা স্বার্থের জন্য কলংক সৃষ্টি করবেন না।

    ·  

    Supan Chakma Tannyabi Jumma এই পর্যন্ত চাকমা সাহিত্যের যত সদস্য আছে চাকমা ভাষায় যথেষ্ট টান লক্ষ্য করেছি। হঠাৎ পদচ্যুতি লক্ষ্য করা গেল কিনা বুজলাম না।

    ·  

    Tannyabi Jumma Supan Chakma হুম। তাই তো। তবে হ্যা তা যদি মনে করে তাহলে ভূল পথে হাটছে কিন্তুু

    Supan Chakma Tannyabi Jumma চাকমা সাহিত্যকে পরে পার্বত্য সাহিত্য নাম দেওয়া যেতে পারে, তাতে আপনার অভিমত কী?

    Alamgir Hossain Tannyabi Jumma দিদি উপদেষ্টা নয়। আপনাদের সহযোদ্ধা -সহকর্মী থাকতে পারলেই আমি খুশী। আমি এখানে সুইডেনেও অনেক ভাষা সংগঠনের সাথে জড়িত। যদিও আমি বাঙ্গালী সুইডিশ নয়। আপনাদের উওর উওর সমৃদ্ধি কামনা করি।

    Injeb Changma চাকমারা যুগ যুগ ধরে বঞ্চনার শিকার হওয়ার কারনে সাহিত্য সংস্কৃতি তেমন একটা সমৃদ্ধ হতে পারেনি। বিকশিত হয় নি চাকমাদের ভাষা, বর্ণমালা সংস্কৃতি। অন্যদিকে রয়েছে চাকমাদের যুদ্ধ জয়ের ইতিহাস। রয়েছে বৃটিশ বিরোধী যুদ্ধে চাকমাদের সাহসী ভুমিকার কথা। আমারা চাকমা ...আরও দেখুন

    ·  

    Tannyabi Jumma Injeb Changma এই পর্যন্ত চাকমা সাহিত্যের যত সদস্য আছে চাকমা ভাষায় যথেষ্ট টান লক্ষ্য করেছি। হঠাৎ পদচ্যুতি লক্ষ্য করা গেল কিনা বুজলাম না।

    Injeb Changma Tannyabi Jumma তুই বানা চেই থাক, চাঙমা সাহিত্য বাহ্ জোপ খামাক্কাই খামাক্কাই দিব। ইরুক ইআন কোম পদচ্যুতি নয়, জাদত্যাই দাঙর এক্কান কাম গরিদজার।

    ·  

    Tannyabi Jumma Injeb Changma আপনার চাকমা ভাষা নিয়ে কাজ করছেন ভালো।প্রশংসনীয়। তবে যে দিছেন, মনে রাখবেন সামান্য অর্থ লোভের কারনে এবং ভূলের কারনে আপনাকে মাসুল দিতে হবে। আর বেশী কিছু বলতে নারাজ। সময় কথা বলবে।

    Supan Chakma দোল হামল্লাই সবসময় স্বাগত। হদাগান মনত থেব।

    Injeb Changma Tannyabi Jumma তরে ইআন কোম মুইয়্য লেঘি রাঘা দিন, তারিক, মাস বঝর। সময় এলে কধা অভ।

    ·  

    Injeb Changma Tannyabi Jumma কাররে হুমকি দিবার আমার বল নেই তবে পদচ্যুত নিনেই চ্যাঞ্জেল গরং।

    Injeb Changma Alamgir Hossain অভিনন্দন দাদা।

    ·  

    Supan Chakma চ্যালেঞ্জ আন বুজিলুং হেয়ান্নে?

    ·  

    Tannyabi Jumma Supan Chakma হোন ধরনর চ্যালেঞ্জ তে দেগেবার চায় হিজেনি?

    ·  

    Tannyabi Jumma Injeb Changma মানুষ চিনদে ভূল গরর হারাপাং Injeb বাবু?

    Injeb Changma Tannyabi Jumma তুমি জে চাঙমা সাহিত্য বাহ্বোরে পদচ্যুত অবার সম্ভাবনা দেঘর।

    Injeb Changma Supan Chakma তুমি জে চাঙমা সাহিত্য বাহ্বোরে পদচ্যুত অবার সম্ভাবনা দেঘর।

    ·  

    Supan Chakma মুই ইয়ানো হুয়োং পরে পার্বত্য সাহিত্য অই পারে। তার গ্যারান্টি দি পারিবা দ।

    Injeb Changma Supan Chakma চাঙমা সাহিত্য বাহ্তার চলিবার ফিরিবার এক্কান সুধোম (গঠনতন্ত্র) আঘে। সিয়োত তিন্নো কমিতি আঘন। সে সুধোম বারে চাঙমা সাহিত্য বাহ কাম গরের গরিব।

    Supan Chakma Injeb Changma সেই হদা হংগে মুই। মর হদা অলদে যেন উদ্দেশ্য পরিবর্তন অই

    ·  

    Tannyabi Jumma Injeb Changma ইয়ান হি সালেন??? জাতি কখনোই ক্ষমা করবে বা। চাঙমা সাহিত্য বাহ যদি সত্যিকারের জাদর হাম গরেদে চায় গরোক তবে ইয়ানে এয সময় থাক্কে পাজারা ফারো, অলে সামান্য ডিসিসন ভূলর কারনে মাসুল দি পেবা। উজু হোদা আর হিচ্চু হোবার নো চাং। বেজ বারাবারি গুরিলে ভেজালত পুরিবা। আশা গরং চিনি পারর। গম থেজ

    ·  

    Tannyabi Jumma Injeb Changma Injeb Changma ইয়ান হি সালেন??? জাতি কখনোই ক্ষমা করবে বা। চাঙমা সাহিত্য বাহ যদি সত্যিকারের জাদর হাম গরেদে চায় গরোক তবে ইয়ানে এয সময় থাক্কে পাজারা ফারো, অলে সামান্য ডিসিসন ভূলর কারনে মাসুল দি পেবা। উজু হোদা আর হিচ্চু হোবার নো চাং। বেজ বারাবারি গুরিলে ভেজালত পুরিবা। আশা গরং চিনি পারর। গম থেজ

      ছবিতে থাকতে পারে: 1 জন1

    Injeb Changma Tannyabi Jumma এ্যাংকুর তরেয়্য।

    Meakdad Hasan Rana Congratulations

    Chitti Changma অভিনন্দন

     

     

     

কেন আঞ্চলিক স্বায়ত্ব শাসন?

বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির নিকট পার্বত্য চট্টগ্রামের জনগণের শাসনতান্ত্রিক অধিকার দাবীর- আবেদন পত্র গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের ভাবী ...