বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

 

দেবাবো কি অলে এদক কি সুদো মু!
তরে দিঘি ইধোত উদের খেয়ে দেয়্যা জুম চাব্বো।
ইধোত উদি যায় ..........................
নাঙেলে নাঙেলে, জুম’ মুরোই মুরোই
নানাঙ কধায় কাদেয়্যাই কদক দিন।

জুরি কাব’ মাধাত্তুন ঝুরি পরে তেপ তেপ পানি,
নালে বেই যায় সাগরত,
চিদ’ রিবেঙত ঘা অয়ে যায়
উদিলে তরে ইধোত।
সে নিঝেনী বানা নিঝেন অই আঘে।

রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান

✬ বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? — ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে ✬ বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি? — গভর্নর ✬ কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয়? — ১৯৯৮ সালে ✬ বাংলাদেশে কৃষি ব্যাংক স্থাপিত হয়? — ১৯৭৩ সালে ✬ বাংলাদেশের বৃহত্তম তফসিলী ব্যাংক? — সোনালী ব্যাংক ✬ স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট চালু করা হয়? — ৪ মার্চ, ১৯৭২ সালে ✬ বাংলাদেশ শেয়ার বাজার নিয়ত্রণকারী প্রতিষ্ঠানের নাম? — এসইসি ✬ বাংলাদেশে নতুন নোট চালু করার ক্ষমতা আছে একমাত্র? — বাংলাদেশ ব্যাংকের ✬ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? — ১৯৮৩সালে ✬ প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে? — ব্যাংক এশিয়া ✬ প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে? — ডাচ-বাংলা ব্যাংক ✬ অভিষেক টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল? — ভারত ✬ যশোর জেলায় অবস্থিত বিল? — ভবদহ ✬ জাতীয় পতাকা দিবস? — ২ মার্চ ✬ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস? — ১০ জানুয়ারি ✬ বাংলাদেশে কৃষি দিবস? — পহেলা অগ্রহায়ণ ✬ বাংলাদেশে জেলহত্যা সংঘটিত হয়? — ১৯৭৫ সালের ৩ নভেম্বর ✬ বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয় — ১৪ ডিসেম্বর ✬ বাংলাদেশের জাতীয় দিবস? – ২৬শে মার্চ ✬ মুজিবনগর দিবস? — ১৭ এপ্রিল ✬ রোকেয়া দিবস? — ৯ ডিসেম্বর ✬ সংবিধান দিবস? — ৪ নভেম্বর ✬ স্বাধীন বাংলাদেশের ঘোষণা পত্র পাঠ করা হয়? — ১০ এপ্রিল,১৯৭১ ✬ কক-বরক ভাষায় কারা কথা বলে? — ত্রিপুরা ✬ ত্রিপুরাদের প্রধান উৎসব? — বৈসু ✬ খাসিয়া উপজাতি বাস করে? — সিলেটে ✬ জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা? — নোয়াখালী জেলার বেগমগঞ্জ ✬ জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা? — থানচি ✬ ত্রিপুরাদের জাতিসত্ত্বা কতটি গোত্রতে বিভক্ত? — ৩৬ টি ✬ বাংলাদেশে ২য় সংখ্যাগরিষ্ঠ উপজাতি? — সাঁওতাল ✬ বাংলাদেশে উপজাতীয় ভাষার সংখ্যা? — ৩২টি ✬ বাংলাদেশে গারো উপজাতি বাস করে? — ময়মনসিংহ, টাঙ্গাইল ও নেত্রকোনায় ✬ বাংলাদেশে চাকমা উপজাতি বাস করে প্রধানত? — রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ✬ বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম? — মাওরি ✬ বাংলাদেশে সবচেয়ে বেশি লোক বাস করে? — বৃহত্তর ঢাকা জেলায় ✬ বাংলাদেশের কোন উপজাতি মুসলমান? — পাঙন ✬ রাজবংশী উপজাতিরা বাস করে? — রংপুরে ✬ ঢাকার পূর্ব নাম? — জাহাঙ্গীর নগর ✬ বাংলার এককালের রাজধানী মহাস্থানগড়ের নাম ছিল? — পুণ্ড্রনগর ✬ সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন? — জাহাঙ্গীরনগর ✬ লালবাগ কেল্লার আদি নাম? — আওরঙ্গবাদ দূর্গ ✬ প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের আধিনায়ক ছিলেন? — শফিকুল হক হীরা ✬ প্রথম বাঙালি দাবা গ্র্যান্ড মাস্টার — নিয়াজ মুর্শেদ ✬ বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে? — ১৯৯৭সালে ✬ জাতীয় কন্যা শিশু দিবস? — ৩০ সেপ্টেম্বর ✬ জাতীয় সংহতি দিবস? — ৭ নভেম্বর ✬ জাতীয় কর দিবস? — ১৫ সেপ্টেম্বর ✬ শহীদ আসাদ দিবস? — ২০ জানুয়ারি ✬ বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী? — চাকমা ✬ মারমাদের প্রধান পেশা? — জুম চাষ ✬ সাঁওতালরা বাস করে? — রাজশাহী ও দিনাজপুর জেলায় ✬ বরিশালের পূর্ব নাম? — চন্দ্রদ্বীপ ✬ ময়মনসিংহ জেলার পূর্ব নাম? — নাসিরাবাদ ✬ সিলেটের পূর্ব নাম? — জালালাবাদ ✬প্রশ্ন: সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? উত্তর: পটুয়াখালী। ✬প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? উত্তর: চলন বিল। ✬প্রশ্ন: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর: পঞ্চম তফসিলে। ✬প্রশ্ন: আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত? উত্তর: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান। ✬প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী? উত্তর: সম্মিলিত প্রয়াস। ✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি? উত্তর: নাজমুন আরা সুলতানা। ✬প্রশ্ন: সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে? উত্তর: বেগম রাজিয়া বানু। ✬প্রশ্ন: পদ্মা সেতু কোন দু’টি জেলাকে সংযুক্ত করেছে? উত্তর: মুন্সীগঞ্জ ও শরীয়তপুর। ✬প্রশ্ন: বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত? উত্তর: মৌলভীবাজার। ✬প্রশ্ন: রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? উত্তর: জাতীয় সংসদের স্পিকার। ✬প্রশ্ন: বঙ্গবন্ধু জেলে ছিলেন মোট কত দিন? উত্তর: ৪৬৮২ দিন। ✬প্রশ্ন: বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর: রাজারবাগ, ঢাকা। ✬প্রশ্ন: বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে? উত্তর: ১৯৭৪ সালে। ✬প্রশ্ন: মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়? উত্তর: রেসকোর্স ময়দানে। ✬প্রশ্ন: আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? উত্তর: পার্বত্য রাঙামাটি। ✬প্রশ্ন: বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে? উত্তর: ফেনী। ✬প্রশ্ন: বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় হয়েছে? উত্তর: বগুড়ায়। ✬প্রশ্ন: রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়? উত্তর: কক্সবাজার জেলায়। ✬প্রশ্ন: আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম? উত্তর: ৯০ তম। ✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে? উত্তর: জান্নাতুল ফেরদৌস। ✬প্রশ্ন: কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে? উত্তর: ১৯৯৭ সালে। ✬প্রশ্ন: ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে? উত্তর: গোবিন্দ হালদার। ✬প্রশ্ন: বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী? উত্তর: উত্তরাধিকার। ✬প্রশ্ন: বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি? উত্তর: কুতুবদিয়া। ✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম নিরক্ষরতামুক্ত গ্রাম কোনটি? উত্তর: কচুবাড়ির কৃষ্টপুর, ঠাকুরগাঁও। ✬প্রশ্ন: ‘রূপসী বাংলাদেশ’ কোন এলাকাকে ঘোষণা দেয়া হয়েছে? উত্তর: সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে। ✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? উত্তর: শিব নারায়ণ দাস। ✬প্রশ্ন: মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেয়া হয় কয়টি? উত্তর: ৪টি। ✬প্রশ্ন: বাংলা মুদ্রাক্ষরের জনক কে? উত্তর: চার্লস উইলকিনস। ✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে? উত্তর: ৪ মার্চ, ১৯৭২ সালে। ✬প্রশ্ন: ‘জীবন তরী’ কী? উত্তর: একটি ভাসমান হাসপাতাল। ✬প্রশ্ন: বাংলাদেশ বিমানের প্রতীক কী? উত্তর: উড়ন্ত বলাকা। ✬প্রশ্ন: ‘নজরুল মঞ্চ’ কোথায় অবস্থিত? উত্তর: বাংলা একাডেমী প্রাঙ্গণে। ✬প্রশ্ন: বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। ✬প্রশ্ন: মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর: নওয়াব আবদুল লতিফ। ✬ প্রশ্নঃ বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত কি.মি.? উত্তরঃ ৪৭১৯ কি.মি. ✬ প্রশ্নঃ কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কত সালে? উত্তরঃ ১৮৪৬ সালে ✬ প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি ? উত্তরঃ ১৯টি ✬ প্রশ্নঃ বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চল কে? উত্তরঃ খুলনা ✬ প্রশ্নঃ বাংলাদেশের প্রথম নারী তথ্য কর্মকর্তা কে? উত্তরঃ কামরুন নাহার ✬ প্রশ্নঃ বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ মহাকাশযানের নাম কি ? উত্তরঃ ফ্যালকন-৯ ✬ প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি ? উত্তরঃ আলিকদম – থানচি ✬ প্রশ্নঃ বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত মাইল ? উত্তরঃ ৪৪৫ মাইল ✬ প্রশ্নঃ মিয়ানমার বাংলাদেশের কোনদিকে অাবস্থিত? উত্তরঃ দক্ষিণপূর্ব ✬ প্রশ্নঃ বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু কোথায় অবস্থিত? উত্তরঃ কক্সবাজার ✬ প্রশ্নঃ ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার ? উত্তরঃ ৩৭১৫ কিলোমিটার ✬ প্রশ্নঃ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? উত্তরঃ ৫টি ✬ প্রশ্নঃ বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল ? উত্তরঃ ৫৬,৫০১ বর্গমাইল ✬ প্রশ্নঃ বাংলাদেশর মোট সীমারেখার পরিমাপ কত? উত্তরঃ ৫১৩৮ কি.মি. ✬ প্রশ্নঃ বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত কি.মি. ? উত্তরঃ ৪৭১৯ কি.মি. ✬ প্রশ্নঃ শেওলা স্থলবন্দর কোথায় অবস্থিত? উত্তরঃ সিলেট ✬ প্রশ্নঃ বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই? উত্তরঃ বান্দরবান ✬ প্রশ্নঃ বাংলাদেশর মোট সীমারেখার পরিমাপ কত? উত্তরঃ ৫১৩৮ কি.মি. ✬ প্রশ্নঃ সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত? উত্তরঃ মেঘালয় ✬ প্রশ্নঃ ‘শুভলং’ ঝরণা কোন জেলায় অবস্থিত? উত্তরঃ রাঙামাটি ✬ প্রশ্নঃ ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? উত্তরঃ ৩০টি ✬ প্রশ্নঃ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত? উত্তরঃ ১১.৮ কি.মি. ✬ প্রশ্নঃ মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য কত কিলোমিটার ? উত্তরঃ ২৮০ কিলোমিটার ✬ প্রশ্নঃ বাংলাদেশর মোট সীমানার দৈর্ঘ্য (জল ও স্থলসহ) কত মাইল ? উত্তরঃ ২৯২৮ মাইল ✬ প্রশ্নঃ বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ? উত্তরঃ হাফিজউদ্দিন মিয়া ✬ প্রশ্নঃ বাংলাদেশের মোট আয়তন কত বর্গ কি.মি.? উত্তরঃ ১,৪৭,৬১০ বর্গ কি.মি. ✬ প্রশ্নঃ ভারতের কোন প্রদেশটি বাংলাদেশ সীমান্তে অবস্থিত নয় ? উত্তরঃ মনিপুর ✬ প্রশ্নঃ উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত মাইল ? উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল ✬ প্রশ্নঃ বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত কি.মি.? উত্তরঃ ৭১১ কি.মি. ✬ প্রশ্নঃ বাংলাদেশের পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তরঃ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ✬প্রশ্নঃ নিঝুম দ্বীপের পুরাতন নাম কি? উত্তরঃ বাউলার চর। ✬প্রশ্নঃ তুলা চাষের জন্য বেশি উপযোগী কোন জেলা? উত্তরঃ যশোর। ✬প্রশ্নঃ কর্ণফুলী নদীর উৎপত্তি কোথা থেকে? উত্তরঃ লুসাই পাহাড়। ✬প্রশ্নঃ বাংলা একাডেমী পুরষ্কার প্রবর্তন করা হয় কত সালে? উত্তরঃ ১৯৬০ সালে। ✬প্রশ্নঃ সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির ভাষ্কর কে? উত্তরঃ নিতুন কুন্ডু। ✬প্রশ্নঃ রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার লাভ করেন কত সালে? উত্তরঃ ১৯১৩ সালে। ✬প্রশ্নঃ বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে? উত্তরঃ ১২০৪ সালে। ✬প্রশ্নঃ প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? উত্তরঃ বরিশাল। ✬প্রশ্নঃ ১০ তম ক্রিকেটে সবচেয়ে কম বয়সী অধিনায়ক কে? উত্তরঃ সাকিব আল হাসান, বাংলাদেশ। ✬প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংকে নারী ডেপুটি গভর্নরের নাম কি? উত্তরঃ নাজনীন সুলতানা। ✬প্রশ্নঃ বাংলাদেশের মোট জনসংখ্যার কত ভাগ উপজাতি? উত্তরঃ ১.১৩% উপজাতি। ✬প্রশ্নঃ শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ মানবেন্দ্র নারায়ণ লারমা। ✬প্রশ্নঃ নবম ও বর্তমান জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য কতজন? উত্তরঃ ১৯ জন। ✬প্রশ্নঃ দেশে অনলাইন জিডি (General Diary-GD) এর কার্যক্রম শুরু হয় কবে থেকে? উত্তরঃ ৫ মার্চ ২০১০। ✬প্রশ্নঃ পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? উত্তরঃ ১৫-১৯ মার্চ ২০১১ সালে। ✬প্রশ্নঃ ছিয়াত্তরের মন্বন্তর ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে কত সালে? উত্তরঃ ১৭৭০সালে ( বাংলা ১১৭৬ খৃঃ)। ✬প্রশ্নঃ দেশের প্রথম নারী ওসির নাম কি? উত্তরঃ হোসেন আরা বেগম। ✬প্রশ্নঃ সেমুতাং গ্যাসফিল্ড কোথায় অবস্থিত? উত্তরঃ মানিকছড়ি, খাগড়াছড়ি। ✬প্রশ্নঃ জাতীয় কৃষি দিবস কবে? উত্তরঃ পহেলা অগ্রহায়ন। ✬প্রশ্নঃ সারা দেশে নিবন্ধন কৃত কৃষকের সংখ্যা কত? উত্তরঃ এক কোটি আশি লাখ। ✬প্রশ্নঃ ঘূর্ণিঝড় “আইলা” নামকরণ করে কোন দেশ? উত্তরঃ মালদ্বীপ। ✬প্রশ্নঃ মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তরঃ জেনারেল আতাউল গণি ওসমানী। ✬প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? উওরঃ সেন্টমার্টিন। ✬প্রশ্নঃ বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? উত্তরঃ রাজশাহী। ✬প্রশ্নঃ বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তরঃ ঈশ্বরদী। ✬প্রশ্নঃ কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? উত্তরঃ মিজোরাম। ✬প্রশ্নঃ বাংলাদেশ কোন সালে CTBT এর অনুমোদন করে? উত্তরঃ ২০০০ সালে। ✬প্রশ্নঃ ঢাকা বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন? উত্তরঃ ইসলাম খান। ✬প্রশ্নঃ ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? উত্তরঃ ১৩?!টি। ✬প্রশ্নঃ বাংলাদেশে কয়টি ড্রাগ টেষ্টিং ল্যাবরেটরি রয়েছে? উত্তরঃ ২টি। ✬প্রশ্নঃ ১ নভেম্বর ২০১০ ঢাকা-চট্রগ্রাম রুটে আন্তঃনগর কোন ট্রেন উদ্ভোদন করা হয়? উত্তরঃ চট্টলা এক্সপ্রেস। ✬প্রশ্নঃ মহামায়া কৃত্রিম লেক কোথায় অবস্থিত? উত্তরঃ মিরসরাই, চট্রগ্রাম। ✬প্রশ্নঃ দেশের প্রথম গ্রানাইট খনি কোথায় অবস্থিত? উত্তরঃ মধ্যপাড়া, দিনাজপুর। ✬প্রশ্নঃ বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি? উত্তরঃ তিন টি (ঢাকা, চট্রগ্রাম, সিলেট)। ✬প্রশ্নঃ বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন হয় কত সালে? উত্তরঃ ১৭৯৩ সালে। ✬প্রশ্নঃ স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে? উত্তরঃ ১৯৭৪ সালে। ✬প্রশ্নঃ BPL শুরু হয় কবে থেকে? উত্তরঃ ১০ ফেব্রুয়ারি ২০১২। ✬প্রশ্নঃ বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন কে? উত্তরঃ মেজর জেমস রেনেল। ✬প্রশ্নঃ বাংলাদেশে VAT চালু করা হয় কবে? উত্তরঃ ১ জুলাই ১৯৯১ সালে। ✬প্রশ্নঃ বাংলাদেশের টাকশাল কোথায় অবস্থিত? উত্তরঃ গাজীপুর, শিমুলতলী। ✬প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? উত্তরঃ সেন্টমার্টিন। ✬প্রশ্নঃ বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য কত? উত্তরঃ ৭১১ কি. মি.। ✬প্রশ্নঃ কোন দ্বীপে বাতিঘর আছে? উত্তরঃ কুতুবদিয়া। ✬প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত? উত্তরঃ ১০ঃ৬ বা ৫ঃ৩। ✬প্রশ্নঃ বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি? উত্তরঃ চট্টগ্রাম। ✬প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? উত্তরঃ কামরুল হাসান। ✬প্রশ্নঃ বাংলাদেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কয়টি? উত্তরঃ ৫০ টি। ✬প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশ হতে কতটি দেশে ঔষধ রপ্তানি করা হচ্ছে? উত্তরঃ ৭২ টিরও বেশি। ✬প্রশ্নঃ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? উত্তরঃ আগারগাঁও, ঢাকা। ✬প্রশ্নঃ বাংলাদেশে কোথায় চীনামটির সন্ধান পাওয়া গেছে? উত্তরঃ বিজয়পুরে। ✬প্রশ্নঃ লালবাগ কেল্লা নির্মাণ করেন কে? উত্তরঃ শায়েস্তা খান। ✬প্রশ্নঃ রাষ্ট্রের প্রধান আইনজীবিকে কি বলা হয়? উত্তরঃ অ্যাটর্নি জেনারেল। ✬প্রশ্নঃ পরি বিবি কে ছিলেন? উত্তরঃ শায়েস্তা খানের কন্যা। ✬প্রশ্নঃ বাংলাদেশের বৌদ্ধ বিহারের নির্মাতা কে? উত্তরঃ ধর্মপাল। ✬প্রশ্নঃ বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন কে? উত্তরঃ লর্ড কর্ণওয়ালিস। ✬প্রশ্নঃ ‘বঙ্গভঙ্গ’ রদ হয় কত সালে? উত্তরঃ ১৯১১ সালে। ✬প্রশ্নঃ বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? উত্তরঃ হাজী শরীয়তউল্লাহ্‌ । ✬প্রশ্নঃ শহীদ মিনারের স্থপতি কে? উত্তরঃ হামিদুর রহমান। ✬প্রশ্নঃ ক্রিকেটে কত সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়? উত্তরঃ ২৬ জুন ২০০০ সালে। ✬প্রশ্নঃ মুজিব নগর কোথায় অবস্থিত? উত্তরঃ মেহেরপুরে। ✬প্রশ্নঃ বাংলাদেশ প্রথম এশিয়ান গেমসে অংশ নেয় কত সালে? উত্তরঃ ১৯৭৮ সালে। ✬প্রশ্নঃ বাংলাদেশে উপজাতি বা আদিবাসী সংখ্যা কত? উত্তরঃ ২৭ টি। ✬প্রশ্নঃ জাতিসংঘ সাধারন পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে ছিলেন? উত্তরঃ হুমায়ূন রশীদ চৌধুরী। ✬প্রশ্নঃ বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? উত্তরঃ হার্ডিঞ্জ সেতু(একক ভাবে) বঙ্গবন্ধু সেতু (বহুমুখী)। ✬প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক কে? উত্তরঃ অধ্যাপিকা হান্নানা বেগম। ✬প্রশ্নঃ বাংলাদেশে প্রথম ও একমাত্র আন্তজার্তিক বোটানিক্যাল গার্ডেন কোনটি? উত্তরঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন। ✬প্রশ্নঃ বাংলাদেশের প্রথম বেসরকারী কয়লা শোধনাগার কোথায় অবস্থিত? উত্তরঃ বিরামপুর, দিনাজপুর। ✬প্রশ্নঃ জাতীয় সংসদে প্রথম নারী হুইপ এর নাম কি? উত্তরঃ সাগুফতা ইয়াস্মিন এমিলি। ✬প্রশ্নঃ ফুলবারী (বুটুমিনাস) কয়লাখনি কোন জেলায় অবস্থিত? উত্তরঃ দিনাজপুর। ✬প্রশ্নঃ মৎস্য প্রশিক্ষন ইনষ্টিটিউট কোথায় অবস্থিত? উত্তরঃ চাঁদপুর। ✬প্রশ্নঃ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরঃ খাগড়াছড়ি। ✬প্রশ্নঃ জনসংখ্যা নিয়ন্ত্রনে দেশব্যাপী নতুন স্লোগান কি? উত্তরঃ দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভাল হয়। ✬প্রশ্নঃ দেশের ডাক বিভাগে মোবাইল মানি অর্ডার সার্ভিস চালু হয় কবে? উত্তরঃ ৯ মে ২০১০সালে। ✬প্রশ্নঃ ঢাকার বাহিরে প্রথম কোথায় টেষ্টটিউব শিশুর জন্ম হয় কোথায়? উত্তরঃ কুমিল্লা। ✬প্রশ্নঃ ছয় দফা দাবী প্রথম কোথায় উত্থাপন করা হয়? উত্তরঃ লাহোরে। ✬প্রশ্নঃ মুক্তিযুদ্ধের সময় মোট কতটি সেক্টর ছিল? উত্তরঃ ১১টি সেক্টর। ✬প্রশ্নঃ মুজিব নগর কোথায় অবস্থিত? উত্তরঃ মেহেরপুর। ✬প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে উত্তরে কোন জেলা অবস্থিত? উত্তরঃ পঞ্চগড়। ✬প্রশ্নঃ বাংলাদেশ প্রথম স্বীকৃতি কারী দেশ কোনটি ? উত্তরঃ ভুটান। ✬প্রশ্নঃ বাংলাদেশে পরমানু শক্তি কমিশন গঠিত হয় কত সালে? উত্তরঃ ১৯৭৩ সালে। ✬প্রশ্নঃ বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউবে মা হন? উত্তরঃ ফিরোজা বেগম। ✬প্রশ্নঃ “সূর্য্যদীঘল বাড়ী” চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? উত্তরঃ শেখ নিয়ামত শাকের। ✬প্রশ্নঃ মানবাধিকার দিবস পালিত হয় কবে? উত্তরঃ ১০ ডিসেম্বর। ✬প্রশ্নঃ প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? উত্তরঃ ৫ বছর। ✬প্রশ্নঃ বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? উত্তরঃ বগুড়া। ✬প্রশ্নঃ “সাবমেরিন কেবল” প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? উত্তরঃ ডাক ও টেলিযোগাযোগ। ✬প্রশ্নঃ দক্ষিণ তালপট্টির অপর নাম কি? উত্তরঃ পূর্বাশা দ্বীপ। ✬প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোথায়? উত্তরঃ বেনাপুল। ✬প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেসকো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়? উত্তর: মঙ্গল শোভাযাত্রা ✬প্রশ্ন: দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে কিসের উপর। উত্তর: শিক্ষা ব্যবস্থার ✬প্রশ্ন: বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? উত্তর: ২৬ মার্চ ✬প্রশ্ন: বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত? উ: রাজশাহী ✬প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টি? উত্তর: ৩৫০টি ✬প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি? উত্তর: রাঙ্গামাটি ✬প্রশ্ন: বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশ? উত্তর: যুক্তরাষ্ট্র ✬প্রশ্ন: বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ? উত্তর: সিয়েরা লিয়ন ✬প্রশ্ন: সুচিত্রা সেনের পৈতৃক নিবাস কোথায়? উত্তর: পাবনা ✬প্রশ্ন: নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে? উত্তর: ৬.১৫ কি.মি ✬প্রশ্ন: বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? উত্তর: দক্ষিণ এশিয়া ✬প্রশ্ন: খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে? উত্তর: সিলেট ✬প্রশ্ন: বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে কিসের বিরুদ্ধে? উত্তর: সন্ত্রাস ও জংগিবাদ ✬প্রশ্ন: শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়? উত্তর: দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্য নিয়ে ✬প্রশ্ন: উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তর: নাটোর ✬প্রশ্ন: বরেন্দ্র যাদুঘর কোন জেলায়? উত্তর: রাজশাহী ✬প্রশ্ন: লালন ফকিরের জন্মস্থান কোথায়? উত্তর: কুষ্টিয়া ✬প্রশ্ন: সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তর: হবিগঞ্জ ✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম EPZ কোথায় গড়ে উঠেছে? উত্তর: চট্টগ্রাম ✬প্রশ্ন: ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থটির লেখক কে? উত্তর: মোনায়েম সরকার ✬প্রশ্ন: পাটের জিন বিন্যাস কে আবিষ্কার করেন? উত্তর: ড.মাকসুদুল আলম ✬প্রশ্ন: বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়? উত্তর: হরিপুর ✬প্রশ্ন: ‘সুলতানার স্বপ্ন’ কার রচনা? উত্তর: বেগম রোকেয়া ✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে? উত্তর: পাবনা ✬প্রশ্ন: সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে? উত্তর: করতোয়া ✬প্রশ্ন: বাংলাদেশ ও বার্মার সীমান্ত নদী কোনটি? উত্তর: নাফ ✬প্রশ্ন: ম্যানগ্রোভ কি? উত্তর: উপকূলীয় বন।

রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

সুনানু ইনজেব চাঙমাদাঘিত্তুন মুজুঙর পুজোর জোপ [1] লোইয়ে চাঙমা র’ চ্যানেলর সুনানু হেলেন দেবানদাঘি।

 সুনানু ইনজেব চাঙমাদাঘিত্তুন মুজুঙর পুজোর জোপ [1] লোইয়ে চাঙমা র’ চ্যানেলর সুনানু হেলেন দেবানদাঘি।


সুনানু হেলেন দেবান
:
     
Jhu Jhu da. Twr  Chi porichoy janibar chang?

ইনজেব চাঙমা: ঝু ঝু। ম’ নাঙান ইনজেব চাঙমা। মাত্তর! ইয়ান মর ছলং বদল্যা নাঙ। মর ঘর পাদা জাগা চাঙমা সার্কেল, ২৯ নং ছোট মেরুং মুইজ বাজেই ছড়া নাঙে আদামত। ইক্যে মুই ৩১ নং বেয়ালখালী মুউজ দিঘীনালা কাত্তোলি মুড়ত থাং আ মুই চাঙমা সাহিত্য বাহ্ নাঙে সাহিত্য জধাবোত জধানানু ইজেবে আঘং।  

 

সুনানু হেলেন দেবান:  Changma lega Sigebar belaai polim hingiri se chide aan monot baja dilo?

ইনজেব চাঙমা:পার্বত্য চুক্তিত লেঘা থেলেয়্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মা-ভাঝে লেঘা শেঘেবার অন গরচ মনে ন’ গরে। পাবর্ত চুক্তি এক যুক পর মহান জাতীয় সংসদত ২০১০ সালত জাতীয় শিক্ষানীতি ঘোষণা গচ্ছে। সিয়োত দেঝর যা আদিবাসী আঘন যা যা মা ভাচ্ছোই লেঘা শেঘেবার  কধা এল। আ কো কোইয়ে- ২০১৪ সালত্তুন ধুরি পল্যাদি  বাংলাদেঝর ছ’য়ান আদিবাসী ভাচ্চোই লেঘা শিঘিবার। মাত্তর! ২০১৪ সাল এনেই দেঘা গেল বাজেট নেই। সেনে কামান চালে ন’ পাত্তন। এ অক্তত কয়েক্কো এনজিও মুজুঙে আক্কোই এলে সংশ্লিষ্ট লেঘিয়্যাউনরে ঢাকাত নিনেই বই বানা ধরল। সক্যেও কো অয়ে ১৫ সালত্তন ধুরি  ধরি বই আহ্’দত তুলি দিব’। সে ১৫ সালতও কন বই দেঘা নেই। আর কো কল ১৬ সাল কধা। সক্যেও দেঘা নেই বই। 


ইন্দি বাংলা ভাচ্চান মরা মচ্যে গরি ভগে দের। দিন দিন আমা ভাচ্ছান চাংলা আ চাংলিশ অই যার। আমি দ’ সরকার আঝায় বোই থেলে ন’ অভ। ইয়ান আমার কাম। আমাত্তুন গরা পরিব’। এধক্যে এক্কান ভাপ উদি ২০১৪ সালত্তুন ধুরি এগামার গরি এ চাঙমা লেঘা শেঘানা কামান গরি যেল।

 

সুনানু হেলেন দেবান:     Ikkunu Hingiri Tw Changma lega Sigebar Haam chalei nezor?

ইনজেব চাঙমা:আজলে বানা মুই নয়। ইয়োত আমি ১৭৮ জন কাম গরি, সে বাদেয়্যা পিত্তিমিত ছিদি পরি আঘি ১০ লাক চাঙমা। তারা বেক্কুন চাঙমা সাহিত্য বাহ্ সাবাঙ্গি মুই মনে গরং আ বিশ্চেস গরঙ। যা ওক, কন’ কাম উচ্চ নয়, আগাথ্যা। ইয়ান বেগে খবর পেই। আমা চাঙমা সাহিত্য বাহ্ সাবাঙ্গিদাঘিরে নিজরে কোচপান। এ নিজরে কোচপানাত্তুন বুঝি পারন মুই এ পিত্তিমি বুগত মাধা উজু, নাক অজল গরি বাজিবার চেলে মর কি কি গরচ আঘে। এ গরজত্তুন জাত্তোরে কোচপান, কোচপান দেচ্ছানরে। জাত্তোরে কোচপানা বলে লেঙে লেঙে, ফোবে ফোবে কাম গরি যাদন। সিত্তে তারাদাঘিরে এ মাধানত ইধোত তুলি ঝু ঝু আ পাত্তুরুতুরু গজাঙর।

অক কধা অহ্’লদে আমি আজলে এয’ বুঝি ন’ পারি এক্কো জাত কেনে পিত্তিমি বুগত বাজি থায়। আ পিত্তিমি বুগত বাজিবার চেলে এক্কো জাত ইজেবে পল্যা আমার কি দরগার। সেনে আমার মদ খাদে, জুয়া খেলাদে তেঙা থান মাত্তর! এক্কো চাঙমা সাহিত্য বই কিনদে তেঙা ন’ থান। বা মদ খাদে, জুয়া খেলাদে সময় পান মাত্তর, চাঙমা লেঘা শিঘদে সময় ন’ পান। সেনে কাম গত্তে ভারি আগাথ্যা। আ যারারে আমি অজল দাঙর দেঘি, ভাবি তারা দ’ একমুয়ে বিয়াল্লিচ ভাচ। এধক্যে গরি লারে গরি লেঙে লেঙ, ফোবে ফোবে অলেও কামান চালে নেযা পরে, পরিব।

আ ম’ কধা যুনি কং- এ কামানত্যাই মুই এচ্যে আত্থুব’। দাঙর এক্কান কলঙ্গ মাধাত গুরি আঘং। এ দুচ বা বজং/ভুল বেক মর। কিত্তে, চাঙমা সাহিত্য বাহ্ যক্যে দ্বি দশক পূর্তি অদ’ যেব তার আগেত্তুন ধুরি ম’ সমারিবো, ম’ ঘরনিবো অসুক। ইরুক খাগাড়াছড়ি এমপি মাচাং কুজেন্দ্র লাল ত্রিপুরারে আমা ফাংশানত পেবার আঝায় অনসুর পুর লামা অর। তা সিধু যেলে এচ্যে নয় আর এক দিনে এচ্ছো। এধক্যে গরি বেচ ৩/৪বার যেনেইও ত্যুঅ কয় অমুক বারে এচ্চো। এধক্যে নানাঙ কামে ম’ মক্কো অসুগ’ সময়ত কায় থেই ন’ পারং, যেধক্যে সময় দিবার কধা সময় দি ন’ পারং। পরে মুরি যেল।  সেনে ইক্যে তে ন’ থানা ম’ দেন আহ্’ত্তান ভাঙি যেল। তে থাক্কে ঘর-সংসার চিদে মর গরা ন’ পত্ত। একবাজ্যা গরি এ কামন গরি পাত্তুং। পুঅ/ঝিউন লেঘা পড়া খরচ, বাজার খরচ অর্থাৎ ঘর-সংসারত তে এল মুকপাত্তি। ইক্যে মর বেক্কানি চিদে গরা পরের। 

 

 

সুনানু হেলেন দেবান: Bekk milinei hoi jonore Changma legai janiye banei parile ejabot?

ইনজেব চাঙমা: গোদা পিত্তিমি যক্যে করোনা দংগা বেদিয়্যা ভরি যেল সক্যে আমা কামানও ধিমে ধিমে অহ্’ল। ত্যুঅ চাঙমা সাহিত্য বাহ্ সাবাঙ্গিদাঘি বোই ন’ এলাক। তারা যিয়োত যেংরি পারন কাম গরি যিয়োন দংগা পিড়ে করোনা অক্ততও। ২০০৪ সালত্তুন ধুরি ২০২০ সাল সং আমি ১০,০০৩ জনরে আ ২১ সালত জুলাই –সেপ্টেম্বর তিনমাজ্যা প্রতিবেদন রিপোর্ট (অক্টোবর- ১৫) মজিম ৯০৭ জনরে চাঙমা লেঘা শেঘেলং।মুধেমাধে  ১০৯১০ জনরে চাঙমা লেঘা শেঘেই পাচ্যাই। ইক্যে তমার পুজোর অলদে, লেঘি পড়ি জানেয়্যা কয় কন বানে পারিলে? আজলে ইয়ান এধক্যে গরি কোই পাং, গেল্লে ২০১৬ সালত আদিবাসী লেখক সম্মেলনত নকবাচ্য গরবা এল আঞ্চলিক পরিষদর চেয়ারম্যান আ জেএসএসর জধানানু সুনানু সন্তু লারমা কোইয়ে- আগেদি তারা চাঙমা লেঘালোই চিদি দি দি গরিদাক মাত্তর ইক্যে এক্কো শব্দ পড়দে ভালক্কন সময় লাগে।

আর এক্কান উদাহরণ দি পারং- ২০০৪ সালত রাঙামাত্যা ইধু পিটিআই ট্রেনিঙত চাঙমা লেঘা শিঘি সার্টিফিকেট পিয়ে বাজেইছড়া প্রাইমারি ইক্কুলর মাচতর সুনানু শান্তি জীবন চাঙমা। গেল্লে ১৭ সালত তারলোই চাঙমা লেঘা পোইদ্যানে কধা কোই গরিনেই খবর পেলুং। মাত্তর তে কল- ইক্যে মর চাঙমা লেঘা বই পড়দে দাত ভাঙিবার অক্ত অয়।

আ মুই শিক্কোং ১৯৯৩ সালত। ইক্যে আমি ১৭৮ জন মানুচ কাম গরির। চাঙমা লেঘাসুমুত্ত নানান সাহিত্য সংস্কৃতি কাম গরি যের। ইয়ান নিজ উগুর ভর দ্যে। চচযা থেলে বেগে পারিবাক।

সালেন মুই কি বুঝে পারিলুং?   

 

সুনানু হেলেন দেবান:      Mujungo dinot arw he guribar Darooz aage?

ইনজেব চাঙমা:চাঙমা সাহিত্য বাহ্ এক্কো চাকমা ভাষা, সাহিত্য  সংস্কৃতির প্রচারে নিবেদিত একটি সাহিত্য  ভাষাগত সংগঠন, যুনি বাংলাদি কোই। 
আমার কাম অহ্’লে চাঙমা সাহিত্যরে বিশ্ব সাহিত্য ইজেবে থিদ’ গরানা। চাঙমা  একাডেমি থিদ গরানা। 
চাঙমা পিডিয়া বানানা। চাঙমা আরকাইভ সেন্টার থিদ’ গরানা। ঘরে ঘরে এযেত্তে ২০৫০ ভিদিরে চাঙমা
 লেঘা বই পরিরে কাবিল গরানা। চাঙমা লেঘা বই ফগদাঙিত্যা এক্কান ছাপানা খানা থিদ গরানা। এ 
পোইদ্যানে কাবিল মানুচ বানেবাত্তে জাগায় জাগায় কবিদ্যা কনা খলা জুগল গরানা, পাঠচক্র আ 
চাঙমা সাহিত্য বই পড়ানা খলা জুগল গরানা। এ কামানি  ডিসেম্বর মাঝত্তুন ধুরি ফাং গরিবার এক্কা 
আঝা আঘে। চাঙমা লেঘা শিঘিনা কামান আ কবিদ্যা কনা খলা দ’ আগেত্তুন ধুরি গরি যের। 
আ পত্তিক হাই ইক্কুলত এক্কো মাচতর দিবার চেরেষ্টা গরির । আঝা গরি পারি খামাক্কাই পারিবং বেগর
 এজালে। যিদিক্যে গরি আমা কায় থেনেই, এজাল দিনেই এচ্যে আমি ২১ বঝর পার অই যের। সে 
এজাল বেগত্তুন তবনা গরির। বেক্কুনরে ঝু ঝু। 

মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

১০ নভেম্বর - সুনানু ইনজেব চাঙমা

 

১০ নভেম্বর

বঝর ঘুরি ১০ নভেম্বর এল’ ফিরি
কানে ছড়া-ছড়ি এ্যাইল তারুম-বন, কানের মেদেনি।
বিং শদকত তিরেঝি এ দিনত
জুম্ম জাদর রাঙা বেল এম.এন. লারমারে
জাদর কুচক্রি মীরজাফর গিরি-প্রকাশ-দেবেন-পলাশ
জুম্ম জাদর কাল, ছলং বদলি এ্যামং-এলিন
জনমত্যাই খেলাক ঘিলি।
ও দেব’ মানব আওজোর মানবেন্দ্র।
ম’ দিঘোল তুদি তুই শুন-
জনম জনমে কর্ম আ কর্মফল
যুনি সত্যি অহ্’য় বুদ্ধ বাণী
আয় তুই আয় নুয়ো গরি-
হিলর দুখ্যে মানেই লগরে কুলত লগি।

মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

চাঙমা গান - লেঘিয়্যা সুনানু ইনজেব চাঙমা

 


এচ্যে দ’ গম নেই মানান
নানাং কধা চিদত আভর খার
ভারদ’ হনুমান্যা যুনি ওই পাত্তুন
বুক্কো ছিরি কি আঘে দেঘে দুং।
কত্তমান কোচপাং তরে মুই।।
অক্তে অক্তে মন’ আগাঝত মেঘ ভাঝে
ঝর লামে ধারাধারা দ্বি চোগত
ঝুবুর গাঝত অনসুর কুরি যায় ক’বো
ইধোত তুলি দে সে পুরোন’ দিনুন।
এচ্যে দ’ গম নেই মানান ।।
বেন্যা পোত্যা রাদা দাগত ঘুম ভাঙি গেলে
কায় দ’ তরে তগে ন’ পাং,
আগাঝ তারা ওই রেত্তো কাদেনেই
দিন্নো কুধু লুগি যাচ।
এচ্যে দ’ গম নেই মানান ।।

মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

বালা সুজনা (প্রতিদান)- সুনানু ইনজেব চাঙমা


এত্থে এক নাধা বন্দার পুঅ দীঘল পত বেই আহ্’দি যার, তে তার লেঘা পড়া খরজত্যা ঘরে ঘরে যেই পিনোন-খাদি আ নানাঙ জিনিচ বেজে। পুঅবো উরি আঘে এক্কো গাবে ধচ্যে সুলুম।

তার অমহদ’ পেত পুরের। তে মঞ্জুক গরল’ মুজুঙে যে ঘরান লাগত পেব’ সে ঘরাত্তুন কিঝু খেব’। মাত্তর, তে যে ঘরানাত যেল খেবার আঝায় সে ঘরানত্তুন এক্কো দোল মিলে নিগিলে এযানা তার পেত পুরানা কধা কবার দ’ দর আ লাজে ধচ্যে। তে বানা পানি খেবার মাগিল’। মিলেবো তা ধক বুঝি এক্কো দাঙর গলচ্চোই দুধ আনি দিল’। পুঅবো লারে লারে দুত্তান খেই কল- মর ক’ তেঙা দি পরিব এ দুত্তানত?
মিলেবো কল’- “তর কিচ্ছু দিয়্যা ন’ পরিব।”
পুঅবো কল- “মামা মরে কোইয়ে লোবিয়দ দান ফেরত দিয়্যা ন’ পরে। সালেন, মুই তরে বুগত্তুন ছাগি তুল্যা অতালিয়ে এ্যাংকুর (ধন্যবাদ) দিলুং।”
পুঅবো নাঙান তারুম।
তারুসে যক্যে দুত্তান খেই ঐ ঘরত্তুন নিগিলি যার, সক্যে তে কিয়েয়ান এক্কান বলপিয়ে পার। তারুমে ভগবান উগুরে অমহদ বিশ্চেস আঘে।
সময়র গঙারে কাদে গেল ভালক বঝর। এক দিন অই মিলেবো অসুক অহ্’ল। সিধু ডাক্তরউনে তারে মন বাজিয়ে চিকিৎস্যা গরানা পরও তারে গম গরি ন’ পারন। তারে পাদেলাক এক্কান দাঙর শহরত নাঙ ফুত্তে এক্কান হাসপাতালত। যিয়োত নানাঙ বেধি দোল চিকিৎস্যা গরা অহ্’য়। সিয়োত থেদ’ ডা. তারুম। সে মিলেবোরে চেবাত্তে বেক্কুনে তেম্মাং গরি ডা. তারুম’ আঞ্জামে ফেলে দিলাক।
যক্যে ডা. তারুমে শুনিল’ কন শহরত্তুন এস্যে মিলে সিবে তে চিকিৎস্যা গরানা, সক্যে তার মনত দাঙর এক্কা মনবল এল’। তে আ দিরি ন’ গরি কিজেখিচ্যা গরি সে মিলেবোরে চা গেল’। মিলেবোরে দিঘিনেই চিনি পাচ্যে ডা. তারুমে।
তে মনে মনে ইমে গচ্ছে যিক্যে গরি ওক এ মিলেবোওে বাজা পরিব। সে দিনত্তুন ধরি সে মিলেবোরে আলাদা গরি চিকিৎস্যা গরানা ফাং গরল।
তার অতালিয়ে চেরেস্টা আ মনবলে মিলেবো গম অহ্’ল।
ডা. তারুম হাসপাতালত ঐ মিলেবো যে বিল এলাক সিউন বেক সুজি (পরিশোধ) দিল’। আ তা কপিবোত এক কোণাত কি লিঘি দিনেই সে বিল কাগোচ্চান ঐ মিলেবোরে পাদে দিল।
মিলেবো মনে মনে বুগত দর সম্মে আ বিল কাগোচ্চান খুলিবারও দরার। কিত্তে, তে খবর পায় এধক দিন সং হাসপাতালত আঘে তা গোদা জীংকানিতও সে বিল সুজি ন’ পারিব।
শেজে লারে গরি কাগোচ্চান খুলি চেল’ আ দিঘিল বিলর কাগোচ্চানত এক কোণাত লেঘা আঘে- “তর চিকিৎস্যা খরচ অহ্’ল পুরো এক গলচ দুধ।” আ সে কাগোচ্চান’ তলেদি সাইন এক্কো আঘে ডা. তারুম।

শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

জুম্ম জাদি - সুনানু ইনজেব চাঙমা

 যক্যে, হিলত এ্যাইল তারুম ঝার এল’,
এল’ ঝল্লপল্ল পানি গাঙত সক্যে, কিজেক কারি সুয়োল গরি।

যক্যে, হিল চাদিগাঙ অহ্’ল’ দাঙদাঙ্যা, তাককুল,
গাঙ পানি গেল’ শুগেই সক্যে, আমি অহ্’লর!
ইয়ান কি আমার ফাজা?
নেই সুয়োল, উগুদো আমনে আমনে রেনা-রেনি।
ধর্ম, রিদিসুধোম, আল্যাক, রাজনীদি নিনেই থানা থানি।
ইয়ান কি আমার মুজুঙে আক্কোই যানা?
ত্যুঅ, ইয়ানি দিঘিও মুই এয’ বুক বানং -
কাপ্তে গদা আমার বানা অভিশাপ নয়, আর্শীবাদ।
কাপ্তে গদা পানি তুবোলে গোদা পিত্তিমিত ছিদি পরিলং
বোজেক্যা শিমে তুল’ বোইয়েরে উরানা সান।
আজার সহস্র সবন বুগত বানি পোত্যা ঘুমত্তুন উদং আজি আজি
পুগ’ মোন’ মাধাত রাঙা বেলান দিঘিম রাঙা দোকদোক্যা গরি।
দিন্নো যে যেই কাম গরি বেল্যা, সাচ লামি
সাজন্যা অলে ঘরত ফিরি, বেক্কুন আমি জুম্ম জাদি।

সোমবার, ১১ অক্টোবর, ২০২১

জুয়া মানে জীংকানি নাজ - সুনানু ইনজেব চাঙমা

 


দেম কুল ঘরত লুমিল’ ফোবে ফোবে। তা মক্কো পুজোর গরের আ কি অহ্’য়ে পরান্নো বাপ্পে?

: ও ও পরান্নো মাবো ন’ কোচ ন’ কোচ। এক্করে কাররে ন’ কোচ। ত’ চেইনান দে। বন্ধক দিনেই এক্কান ফোন কিনি আনংগোই। এচ্যে বুঝ ম’ মুজুঙে ধেঙা বাবে এক লাক তেঙা পিয়ে। মোবাইলত জুয়া খারা খেলেনেই। মারলে পায় মারলে পায়।
তারা-তাঙুরি পরান্নো মাবো কল-
:ম’ মুজুঙে এক্করে জুয়’ কধা ন’ কবে। তুজিমরে দেঘচ জুয় খারা খেলাদে খেলাদে তা বাবর দুম থিয়্যা ভূই খেই পুরেল। আর’ এক্কা গরি চেইন ইয়ান মাগত্তে? তরে ছারিম ত্যুঅ চেইনান ন’ দিম বুঝচ (আঙুল্লো নাক্কোত বাজেই আনি কল)।
: বাঃ বাঃ বাঃ! তুই কম ঘিলে জবর নয়। বাঘ মাধাত উগুন চাচ। আনধাজে কিচ্ছু ন’ বুজ্জে গরি ভেনভেনত্যা। মুই কি মত্তেই কঙর। তরে সিত্তুন বেচ আর’ দাঙর এক্কান চেইন বানে দি পারিম। ধেঙা বাবরে চাগোই তা মক্কোরে কম্ভা এক্কা চেইন বানে দিবার কর।
: মর ন’ লাগিব’ আর। ইয়ান আঘে যদবদে মর। ইত্তুন বেচ ন’ চাং আর। জুর গরি দুক - কাম দোলে গর। সে পর’ তেঙা চোক ন’ পাদেচ। ইক্কে মানুচ্চোন বিশ্চেস নেই আর সে উরবোতাতে খেলা!
দেম কুল আর কিচ্ছু ন’ কোই মনে মনে ভাবে কেনে ফোন এক্কান লো যায়। ছাগল আঘন এক জোরা। সিউন রাঘেয়্যা পরান্যার ফরম ফিলাপ অলে বিজি দিবার। সিউন বিজিব’ নিনা ভাবের। না, ভূই এক কানি বিজিব। নানান কধা তা মনত আভর খার। তাত্তুন খামাক্কায় ফোন লোই পরিব। ১০-১৫ মিনিদে যুনি লাক তেঙা পেলে কি আর দুক কাম। ঘাম ন’ পেলেই জিংকানি তোরে পারিব।
এধক্যে ভাবনাত্তুন রেত ঘুমত পরিলে অনসুর তা মক্কোরে ভোলায়। মাত্তর, তা মক্কো লেঘা-পরা পারে, সু-শিক্ষিত। কোচপেনেই লোই-লি অলাক। তা মা-বাবে বৌ দিবার ন’ চান দেম খুল ইন্দি। ত্যুঅ তা মা-বাবর কধা ন’ শুনি তারে লোয়ে। ইক্যে খেই - ধেই ন’ পারিলে তা মা-বাপ্পোনে বগল ছিনি যায় সং নাজেবাক। সে চিদে অনসুর পরান্যার মার। তার সবন পরান্যারে ঢাকা ইউনির্ভাসিটিত পরেব। দাঙর মানুচ বানেব। সেনে বানা পরান্যারে ভাবি আর এক্কো পুঅ ন’ নেযার। তা শোওর-শুরিউনে তচ্যা লাগান আর এক্কো পুঅ/ঝি নিবার। মাত্তর, পরান্যা মা লক্ষী গুর সান বানা শুনি থায়।
দেম কুল পরান্যা বাবে এক রেদোত তা মোক্কো চেইনান চুর গরি বাজারত বান্নে ইধু বন্ধক দিল’। পেল ১৫ আজার তেঙা। সিত্তুন এক্কান ফোন কিনি আনিল। তা মোক্কো পিজোর গরে
: আ ফোনান কেনে কিনিলে?
: ধেঙা বাবত্তুন কয়েক মাজ্যা উদোর লয়োং। পরান্যার মা ফোনান দিঘিনেই মনত কামেরেয়্যা খামাক্কায় তা করম ম চেইনান ............। কিচ্ছুন ন’ কোই জুর গরি রয়ে।
সে ফোনান কিনিনেই আর কাররে সময় ন’ দে। ন’ মিলে কন’ সমাজত। নেই কন দুক কাম। বানা গেইম খেলে খেলে থায়। বেক্কুনে বুঝান, তা পুঅবো বুঝায়, তা মা-বাব বুঝান। কারর কধা ন’ শুনে। রেত দিন বানা সে ফোনানদোই গেইম খেলে খেলে থায়।
ইন্দি ঘরত্তুন কিচ্ছু ন’ পায়। তারা ঘরবোউনে সিরকাবা গচ্ছোন তারে কিচ্ছু ন’ দিবার। আদাম মায়মুরুব্বীউনরে জানেলাক সে কধা। পরে ঘরত যক্যে তেঙা ন’ পায় চুর গরা ধরিল। যাত্তুন জু পায় তাত্তুন চুর ঘরে। ন’ চাই ঘর-বার।
এক দিনে কারবাজ্যা গরুবো চুর গরিনেই ধরা পচ্যে। সিত্তুন সরান পেই বিষ খেনেই মানেই জীংকানি থুম গরিল।

বুধবার, ৬ অক্টোবর, ২০২১

পুরান কধা- সুনানু মুকুন্দ চাঙমা

সুনানু মুকুন্দ চাঙমা। ছবি: ইনজেব চাঙমা

 পুরান’ কধা ইধোত তুল্লে মনান কেঝান গরে,

পরানে কয়দে সেধক্যা গরি থেদুং জনম ভরে। 

চিগন কালর সে সব খেলা, সে সব সঙ্গি ভেই;

জীবন সাগরত ধুবি যিয়ন- ইক্যেনে কিচ্ছু নেই!

বেইল্যা অহ্’লে “গুদু খেলা” আরও কদক কি,

দ্বিবর কাল্যা “নাদেং খেলা” মনত পরে নি?

সে কধানি মনত তুল্লে মস্ত সুখ লাগে,

স্যানি ভাবি ইক্যেনি খেলদুং পরানে মাগে। 

মুরা  উবরে মোন’ - ঘরত বাঝি এক্কোয়া লই,

দগিন’ বয়্যার এজেরস্যা - গায় গায় রয়চ বই। 

ধানুন উন্দি লুঙি এত্তন, তদেগ ধাবা পরে,

সিদ্যায় বিলি ম’ মা-বাপে ফেলি যিয়ন মরে। 

পে’গে এলেস্যা বাদোল মারর, বাঝি বাজর উন্দি,

সময় সময় সিয়েইন্যায় চর পেক খাদন খুন্দি। 

এক ঝলগা স্যা বয়্যার গেল ধানুন লারি ন্যায়

নুয়া গরিন্যায় বাজর বাঁঝি পরান ধরিন্যায়। 

পুনং চানর জুন পহ্’রত সঙ্গী - সমার লই,

ত’ মন’ কধা করস্যা তুই এক্কান জাগাত বই।

সে কধানি ইধোত তুল্লে পরান কানি উদে,

পুরান কালর সুখ দিনত মনান ধাবা ছদে। 

সেক্কে দিনর সে আহ্’জি - গীত, সে সব সঙ্গী ভেই

কুদু গেলাক - ইক্যেনে দ’ মত্তুন কেঅ নেই। 



বিঝু

Krishna M Chakma

“কবাল পরা যিন্দি যায়, মরা শামুক্ক উদি যায়।”
               দিন গঙে যার রেত্ এযে আর পহ্র অহ্য় এদক্যে গরি কুগিল’ মিধে সুরে, ফাগোন আভায় নানাঙ ফুল তুম্বাসে আর লুমি গেল আমা ইদু বিঝু বিঝু। এস্যে ফেসবুক সমুত্তু নানাঙ মিডিয়া বিরিক-বারক (বৈচিত্র) গরি, নানাঙ রঙে নানাঙ ঢঙে ফগদাঙি গত্তে দেঘা যার। ইয়ানি দিঘি বুঝি পারি আমা ঘরপাদাত সুগ বাদে দুগ নেই। গীদে রেঙে দিন রেত  চলের নানাঙ ফাংশান। মনে অয় ইয়ান এক্কান স্বর্গ দেশ। আমা চাঙমাউনে এ কধায়ান আক্কে কন, “পিত্তিমীয়ান এক্কান আলাম।” এক কিত্তেদি রঙতামাশা আ-র এক কিত্তেদি চোগ পানি ধারা ধারা।
                 দিঘীনালা বটতলা বাজারত্তুন জার আলু পাচ কিজি, কলা গাচ দচ বনা, শাক-পাত কুরি বনা আহ্ কলাত্তুর দচ-কুরি বনা বিজি সাজন্যা মাধান ঘরত ফিরি গেল তনক্যা’ মা। এদক্যে গরি জার তোনপাত বিজি বিজি বেন্যা-বেল্যা ইদে পাদা ফেলে পারল্লেয়ু ইদেপাদা সিদে অদে ন’ অদে ঘরত বেক থুম অহ্য়। জুমবলা গিরিত্তি থায় ভিলি কদক বা কি থায়। জুরি পান সান। তনক্যা বাবে জুমপুরাত্তুন ফিরিল। তনক্যা মা নোন্যাশিল জুর পানি কুত্তিবো আহ্ দাবাবু আনি দিল’। কায়-কুয় গরি বজি তনক্যা বাপত্তুন পুজোর লর- জুমান কেঞ্জান পুরি গেল?
তনক্যা’বাপে লারে লারে দাবাতানি কল- “নাত নেই গরি কেঞ্জান পুরি যেদ’। সিত্তুন ইঙিল্যা ঝর দিল’। তেহ্, বিঝু বাজার কি আনিলে?”
তনক্যা’মা ভ’ নিঝেত ইরিদি কল- “তেঙা পিয়োঙ বানা পাচশ কুরি তেঙা। তনক্যারে আহ্ পরানীরে দ্বি’ ধেরেচ কিনি দেদ্যা ৩০০ তেঙা লাক্কে। আহ্ সেমাই এক কিজি, চিদোল বাদে কিজ্জু ন’ আনং।”
তনক্যা বাপে কপালত আহ্’ত দিন্যাই কল- “জার’ লাদাপাদা বিজি কদক দিন তোরেদঙ। পার্বত্য চুক্তি বাস্তবায়ন অদ’ ঘরপাদা জাগানি ফিরি পেদং। তেঙা পয়স্যা কি চিদে গরা পত্ত।”  
তনক্যা মা তারাতাঙুরি কল- “তারাবু ন সান্যে। চুক্তি বাস্তবায়ন। জারবোউনে চেদাক দ এক্খন সরকারে দি পেলুং। চুক্তি বাস্তবায়ন অহ্লে দ’ কাম গরি পেবাক। ইক্যে তারা বোদে বোদে তেঙা তুলি তুলি খেই পাত্তন। আমনে আহ্দে থেঙে কাম গরিনেই খেই ন’ পারির, বিঝু পেলে ন’ পারির তারা চাগোই, যা... . .. . . . . . . .”
-    “আহ্ তনক্যা মা সিক্যে গরি ন’ কোচ না। শুনিলে দঝা পাগে দিবাক্যা। আমি সিয়ানি বর ন’ মাগি . . . . . . . .।”
 লেঘিয়্যা: সুনানু ইনজেব চাঙমা, জধানানু, চাঙমা সাহিত্য বাহ্, গরা কমিতি।

বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

সাধারণ জ্ঞান

 ১.    বাংলা মোগল সুবেদার শায়েস্তা খান কখন পার্বত্য চট্টগ্রাম দখল করে?
উঃ ১৬৬৫ খ্রি. আরাকানীদের পরাজিত করে পার্বত্য চট্টগ্রাম দখল করে।
২.    মোগল ও চাঙমা রাজার সুসম্পর্ক কত সাল পর্যন্ত বজায় ছিল?
উঃ  ১৭১৩খ্রি. থেকে ১৭৫৭ খ্রি. পলাশীর যুদ্ধ পর্যন্ত।
৩.    পার্বত্য চট্টগ্রামে প্রথম “চীফ” কে?
উ: হ্যারি ভেরেলস্ট।
৪.    রাজা শের মুস্ত খা কখন মোগলদের নামেমাত্র কর দিতে রাজি হয়?
উঃ ১৭১৩ খ্রি.
৫.    কখন মোগলদের দ্বারা চাঙমা রাজ্য আক্রান্ত হয়?
উ:১৭২৪ খ্রি.
৬.    কখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংগে বাংলার নবাব সিরাজ উদ্দৌল্লার যুদ্ধ হয়?
উ: ১৭৫৭ খ্রি.।
৭.    চট্টগ্রামে কখন ইংরেজ শাসান প্রতিষ্ঠিত হয়?
উ: ১৭৬০ খ্রি.
৮.    কখন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে চাঙমাদের অসন্তোষ গুরুতর আকার ধারণ করে?
উঃ ১৭৭২ খ্রি.
৯.    পার্বত্য চট্টগ্রামে কখন চাকলাদারী ব্যবস্থা প্রচলন করা হয়?
উ: ১৭৭২ খ্রি.
১০.    কখন চাঙমা ভূখণ্ডকে দ্বি খণ্ডিত করার প্রস্তাব গৃহীত হয়?
উ: ১৮৭৩ খ্রি.।
১১.    কখন ব্রিটিশ সৈন্য রাঙ্গামাটি দখল করে?
উ: ১৭৮৫ খ্রি.।
১২.    কখন কর্নওয়ালিশ কোড অনুসারে সমগ্র চট্টগ্রামে থানা পদ্ধতির প্রচলন করা হয়?
উ: ১৭৯৩ সালে।
১৩.    ব্রিটিশ শাসনে বিরুদ্ধে কে কে লড়ে ছিল?
উ: শের দোলত খান, জান বক্স খান ও তব্বৌক খান।
১৪.    কোন আমলে বিঝু উৎসবে ১ মাস  ছুটি ছিল?
উ: ব্রিটিশ আমলে।  
১৫.    চাঙমা দ্বিতীয় রাজ বাড়ি কোথায় অবস্থিত?
উ: রাঙ্গুনিয়া রাজানগর।
১৬.    কখন সমগ্র চট্টগ্রাম খাস মহল পদ্ধতি প্রচলন করা হয়?
উ: ইঙ্গ-চাঙমা সংঘর্ষকালীন সমগ্র চট্টগ্রাম খাস মহল পদ্ধতি প্রচলন করা হয়।
১৭.    ব্রিটিশ আমলে পার্বত্য চট্টগ্রাম আয়তন কত?
উ: ৫০৯৩ বর্গমাইল।
১৮.    মহামণি মন্দিরটি কখন প্রতিষ্ঠিত হয়?
উ: ১৮৪২ সালে।
১৯.    কখন রাজা সদও দপ্তর রাঙ্গামাটিতে নিয়ে আসেন?
উ: ১৮৭৪ সালে।
২০.    ইংরেজ সরকার কখন পার্বত্য চট্টগ্রামকে ৩টি সার্কেল সৃষ্টি করে?
উ: ১৮৮১ খ্রি.
২১.    কখন পার্বত্য পুলিশ বাহিনী গঠিত হয়?
উ: ১৮৮১ সালে।
২২.    ব্রিটিশরা চট্টগ্রামে প্রধান জমিদারদেও কী নির্দেশ দিতেন?
উ: রাঙ্গুনিয়াতে চাঙমা জমি ক্রয় করার।
২৩.    ব্রিটিশদের নির্দেশে প্রথম কত জন প্রধান জমিদার রাঙ্গুনিয়া চাঙমা জমি ক্রয় করেন?
উ: ৪৩ জন জমিদার।
২৪.    কখন মং সার্কেল গঠিত হয়?
উ: ১৮৮৪ খ্রি. চাঙমা রাজ্যের উত্তরাংশকে নিয়ে নতুন মং সার্কেল গঠিত হয়।
২৫.    প্রথম পর্যায়ে চাঙমা ভূখণ্ডে কয়টি থানা প্রতিষ্ঠিত হয়?
উ: পাচটি। দিঘীনালা, লংগদু, চন্দ্র ঘোনা, বরকল, ও রাঙ্গামাটি।
২৬.    চাঙমা কোন দুটি সাম্রজ্যাবাদী শক্তি বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছিল?
উ: মোঘল ও ব্রিটিশ।
২৭.    ব্রিটিশরা পার্বত্য চট্টগ্রামকে শাসন করার জন্য ১৯০০ সালের যে ম্যানুয়েন তৈরি করেছিল এর নাম কি ছিল?
উঃ “চিটাগাং হিল ট্রাক্টস ম্যানুয়েল”
২৮.     দেওয়ান রনু খান কোথায় মৃত্যু বরণ করেন?
উ: দোহাজারী নামক জায়গা।
২৯.    কেন “আমিল” নিযুক্ত করা হয়?
উ: চাকলাদারী ব্যবস্থার বিরুদ্বে সমগ্র চট্টগ্রামের জমিদারদেও তীব্র অসন্তোষ দেখা দিলে সরকার বাধ্য হয়ে চাকলাদারী ব্যবস্থা প্রত্যাহার করে আমিলদারী ব্যবস্থা চালু জারি করে। ব্রিটিশ কালেক্টরের স্থলে “আমিল” নিযুক্ত করা হয়।
৩০.    কখন পার্বত্য চট্টগ্রাম ম্যানুয়েন অনুমোদন হয়?
উ: ১৯০০ খ্রি., ৬ জানুয়ারি।
৩১.    কখন সুপারিন্টেন এর পদবী পরির্বতন করে ডেপুটি কমিশনার করা হয়?
৩২.    ১৯২০ খ্রি.।
৩৩.    কখন পার্বত্য চট্টগ্রাম জেলাটি পাকিস্তান ভাগে পড়েছে বলে ঘোষণা করা হয়?
উ: ১৯৪৭ সালে ১৭ আগষ্ট।
৩৪.    কখন ভারতীয় পতাকা উড়ানো হয়?
উ: ১৫ আগস্ট ১৯৪৭ সালে।
৩৫.    ১৯৪৭ সালের পার্বত্য চট্টগ্রামের লোকসংখ্যা কত?
উ: ২,৭৫০০০ জন (মুসলিম- ১.৫%, বড়ুয়া- ১.০০%)।
৩৬.    পার্বত্য চট্টগ্রামে প্রথম দুটি মহকুমার নাম কি?
উ: রামগড় ও রাঙ্গামাটি।
৩৭.    বন্দরবান মহকুমার কখন গঠিত হয়?
উ: ১৯৫২ সালে।
৩৮.    কার শাসনামলে সমগ্র পার্বত্য জেলাটিতে মৌজায় বিভক্ত করা হয়?
উ: ব্রিটিশ আমলে প্রশাসন এবং রাজস্ব আদায়ের লক্ষ্যে সমগ্র জেলাটিতে ৩৬৯ টি মৌজায় বিভক্ত করা হয়।
৩৯.     কে হেডম্যান নিয়োগ করতেন?
উ: রাজা সুপারিশে ডেপুটি কমিশনার হেডম্যান নিয়োগ করতেন।

৪০.    কখন রাঙ্গুনিয় প্রশাসক রনু খানের সাথে কালেক্টও মি: বেন্টলি চুক্তি সম্পাদন হয়?
উ: ১৯৭২ সালে।
৪১.     কোন রাজা চাঙমা রাজাকে “রাজা” উপাধি দেন?
উ: আরাকানি রাজা।
৪২.     দেওয়ান অর্থ কী:
উ: রাজস্ব কর্মচারী (ফার্সি শব্দ)।
৪৩.    শিকদার অর্থ কি?
উ: নিদিষ্ট ভূখণ্ডের অধিকারী ।
৪৪.    তিনটি সার্কেল কী কী?
উ: চাঙমা, বমাং ও মং সার্কেল।
৪৫.    প্রথম দেওয়ান কে?
উ: কোন্নো খান  
৪৬.     দ্বিতীয় দেওয়ান কে?
উ: রনু খান  
৪৭.    প্রথম বাঙ্গালি হেডম্যান হয়েছিল কোন মৌজায়?
উ: ঘন্দুং মৌজা, নাক্ষ্যাংছড়ি থানা।
৪৮.    পার্বত্য চট্টগ্রামে মোট কয়টি মৌজা?
উ: ৩৬৯ টি।
৪৯.    মহামণি মন্দিরটি কোথায় অবস্থিত?
উ: চট্টগ্রাম জেলা রাঙ্গুনিয়া থানায়।
৫০.     কে মহামণি মন্দিরটি নির্মাণ করেন?
উ: তৎকালীন মং রাজা।
৫১.    পার্বত্য পুলিশ বাহিনীর প্রধান কে?
উ: ডেপুটি কমিশনার।
৫২.    কার নেতৃত্বে ভারতীয় পতাকা উড়ানো হয়?
উ: স্নেহ কুমার চাঙমা নেতৃত্বে।
৫৩.     পাকিস্তান সরকার কখন পার্বত্য পুলিশ বাহিনীকে বিলুপ্ত ঘোষণা করেন?
উ: ১৯৪৮ সালে।
৫৪.    হিল চাদিগাঙ কে কত সালে একটি আলাদা জেলা করা হয়?
উ: ১৮৬০ সালে।
৫৫.    হিলট্রেকস এর প্রথম সদর দপ্তর কোথায় ছিল?
উ: চন্দ্রঘোনায়।
৫৬.    কতসালে হিলট্রেকস এর সদর দপ্তর রাংগামাটিতে করা হয়?
 উ: ১৮৬৯ সালে।
৫৭.     চাদিগাঙ এর তিন সার্কেলকে কতসালে গেজেট এ তোলা হয়?
 উ: ১৮৮১ সালে।
৫৮.     মৌজা সিস্টেম কত সালে চালু হয়?
উ: ১৮৯০ সালে।
৫৯.     হিলট্রেকস এ ফ্রন্টিয়ার পুলিশ রেগুলেশন হয় কবে?
 উ: ১৮৮১ সালে।
৬০.     হিলট্রেকস এ আলাদা শাসন এর কারণ কী?
উ:হিলট্রেকস রেগুলেশন।
৬১.     কখন হিলট্রেকস রেগুলেশন করা হয়?
উ: ১৯০০ সালে।
৬২.     হিলট্রেকস এ শিক্ষার মান রক্ষায় কার অবদান ছিল?
 উ: কৃষ্ণ কিশোর চাঙমা।
৬৩.     কৃষ্ণ কিশোর কোন পেশায় নিয়োজিত ছিলেন?
উ: পুলিশ ইনসপেক্টর।
৬৪.     কর্ণফুলি পেপার মিল কত সালে স্থাপিত হয়?
উ: ১৯৫০ সালে।
৬৫.    প্রথমে কাপ্তায় বাঁধটি কত সালে আরাম্ভ হয়?
উ: ১৯৫২ সালে। শেষ হয় ১৯৫৮ সালে।
৬৬.    দ্বিতীয় বারে কাপ্তায়  বাঁধটি কখন শুরু হয়?
উ: ১৯৬১ সালে, আমেরিকা আর্থিক সহযোগিতায়।
৬৭.    কাপ্তায় বাঁধ নির্মাণে ফলে কতটি মৌজা ডুবে যায়?
উ: ১২৫টি মৌজা।
৬৮.    কত একর ধান্য জমি কাপ্তাই বাঁধ এর পানিতে ডুবে যায়?
উ: প্রায় ৫৪ হাজার একর। ৩৫০ বর্গমাইল এলাকা ডুবে যায়।
৬৯.     রাজা ত্রিদিব রায় কোন নির্বাচনে গখঅ নির্বাচিত হন?
উ: প্রাদেশিক র্নিবাচনে।
৭০.     কত সালে রাজা ত্রিদিব রায় গখঅ নির্বাচিত হন?
উ:১৯৬২ সালে।
৭১.    চাঙমার পত্তম শিক্ষা" বইটির লেখক কে?
 উ: সুনানু নোয়ারাম।
৭২.     চাকমাদের পিনন কাদির ব্যাপক প্রচলন শুরু হয় কার অবদানে?
উ: রাণী আরতীদেবী।
৭৩.    কার প্রচেষ্টায় রাংগামাটির "মোনঘর"স্থাপিত হয়?
উ: জ্ঞানশ্রী থেরোর অবদানে।
৭৪.    চাঙমারা কত সালে ত্রিপুরা রাজ্যে শরনার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল?
উ: ১৯৮৬ সালে।
৭৫.    বাংলাদেশে খসড়া সংবিধান প্রনয়ণের সময় মানবেন্দ্র নারায়ণ র্লামা কোন পরিষদের সদস্য ছিলেন?
 উ: গণপরিষদের।
৭৬.    মানবেন্দ্র নারায়ণ লারমা কোন চারটি বিষয়কে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভূক্ত করার জন্য বঙ্গবন্ধুর কাছে আবেদন করেন?
উঃ ক. আইন পরিষদ সম্বলিত স্বায়ত্ব শাসন প্রদান। খ. ১৯০০ সালের হিলট্রেকস এর বিধি সংরক্ষণ করা। গ. উপজাতীয় রাজাদের জন্য সংবিধানে দপ্তর রাখা। ঘ. হিলট্রেকস এর শাসন প্রান্তিক কোন পরিবর্তন না করা।
সাহিত্য:
৭৭.    পার্বত্য চট্টগ্রামে প্রথম পত্রিকা নম কী?
উ: গৈরিকা
৭৮.    গৈরিকা কখন প্রকাশ হয়?
উ: ১৩৪৩ বঙ্গাব্দ, বৈশাখ মাস (এপ্রিল - মে ১৯৩৬)
৭৯.    প্রথম বছর কত সংখ্যা প্রকাশিত হয়?
উ: দুই সংখ্যা।
৮০.    গৈরিকা নামটি কে দিয়েছেন?
উ: কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুর।
৮১.    গৈরিকা শেষ সংখ্যা কত সালে প্রকাশিত হয়?
উ: ১৩৫৮ বঙ্গাব্দ। ১৪ সংখ্যা। 

৯২.    চাঙমা ইতিহাস গ্রন্থ কী কী?
উ: ঐরংঃড়ৎু ড়ভ ঈযধশসধ জধল ঋধসরষু-  লেখক: রাজা ভ’বন মোহন রায়, “পার্বত্য চট্টগ্রাম রাজ লহরী” লেখক: নোয়ারাম চাঙমা, “চাকমা জাতি ইতিবৃত্ত” লেখক বিরাজ মোহন দেওয়ান, “শ্রী শ্রী রাজানামা” লেখক: অশোক কুমার দেওয়ান, “চাকমা জাতি” লেখক: সতীশ চন্দ্র ঘোষ।
৯৩.    বুদ্ধ রঞ্জিকা কী?
উ: রঞ্জিকা বাঙালি বৌদ্ধদেও একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থ।
৯৪.    রঞ্জিকা কখন প্রকাশ হয়?
উ: ২৫ চৈত্র ১২৯৬ বাংলা (১৮৯০খ্রি.)।
৯৫.     রঞ্জিকা রচনা কে?
উ: শ্রী নীল কমল দাস চাঙমা রাণী কালিন্দিও আদেশে গ্রন্থটি রচনা করেন।
আদিবাসী:
৯৬.    আন্তর্জাতিক আদিবাসী দিবস কবে?
উ: ৯ আগষ্ট।
৯৭.    বিশে^র কয়টি দেশে আদিবাসী আছে?
উ: ৭০ টি।
৯৮.    বিশে^র কত কোটি আদিবাসী আছে?
উ: ৭০ কোটি।
৯৯.    আন্তর্জাতিক আদিবাসী দশক কখন?
উ: ১৯৯৫- ২০০৪ সাল।
১০০.    আন্তর্জাতিক আদিবাসী দশকের মূলসুর কী?
উ: আদিবাসী জনগণ: কর্মে অংশীদারিত্ব”। (ইনডিজিনাস পিপল: পার্টনারশীপ ইন এক্সশন)
১০১.    আন্তর্জাতিক আদিবাসী দিবস দশক কবে?
উ: ২০১৪ সাল।
১০২.    জাতি সংঘ কর্তৃক কখন ইন্টারন্যাশনাল ইয়ার অব দি ওয়ার্ল্ডস ইনডিজিনাস পিপলস ঘোষণা করা হয়?
উ: ১৯৯৩ সালে।
১০৩.    জাতি সংঘ ওয়ার্কিং গ্রুপ অন ইনডিজিনাস পিপলস কবে গঠিত হয়?
উ: ১৯৮২ সালে।
১০৪.    জাতি সংঘ ওয়ার্কিং গ্রুপ অন ইনডিজিনাস পিপলস এর কাজ কী?
উ: আদিবাসীদের মানবাধিকার ও মৌলিক স্বাধিনতা রক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে জাতীয় নীতি পর্যালোচনা করা অন্যটি হলো আদিবাসীদের অধিকার সম্পকিত বিষয়ে আন্তর্জাতিক মাপকাঠি নির্ণয় করা।
১০৫.    আদিবাসীদের জন্য জাতি সংঘে স্থায়ী ফোরাম কখন গঠিত হয়?
উ: ২০০০ সালে।
১০৬.    আদিবাসী জাতি সংঘে স্থায়ী ফোরাম কমিটি সংখ্যা কত?
উ: ১৬ জন। তম্মধ্যে আদিবাসী ৮ জন।
১০৭.    আদিবাসীদের জাতি সংঘে স্থায়ী ফোরাম প্রথম সভা কখন ও কোথায় অনুষ্ঠিত হয়?
উ: ১৩ মে ২০০২, নিউ ইর্য়ক।
১০৮.    জে এস এস কবে প্রতিষ্ঠিত হয়?
উ: ১৫ ফেব্রুয়ারী ১৯৭২ সালে
১০৯.    শান্তি বাহিনী আত্নপ্রকাশ কবে?
১১০.    ১৯৭৩ সালের ৭ই জানুয়ারী পার্টির স্বশস্ত্র সংগঠনের শান্তিবাহিনী আত্মপ্রকাশ।
১১১.    গৃহ যুদ্ধ কবে শুরু হয়?
উ: ১৪ই জুন ১৯৮৩ থেকে শুরু হয়।
১১২.     গৃহ যুদ্ধ কবে শেষ হয়?
উ: গৃহযুদ্ধ ৩০ এপ্রিল ১৯৮৫ তে শেষ হয়।
১১৩.    পার্বত্য চুক্তি কখন হয়?
উ: ১৯৯৭ সালে ২ রা ডিসেম্বর  
১১৪.    আমরা পার্বত্য জমি চাই, মানুষ চাই উক্তিটি কার?
উ: ব্রিগেডিয়ার হান্নান শাহ।
১১৫.    “পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা ইচ্ছা করলে পৃথিবীর যে কোনও স্থানে যেতে পারে, এতে সরকার খুশি” ভাষণটি কার?
উ: আব্দুল আউয়াল, তৎকালীন চট্টগ্রাম বিভাগের কমিশনার।
১১৬.    আমি অসহায়, পাহাড়ীরা নিরুপায় উক্তিটি কার?
উ: মোঃ হুমায়ুন কবির (জেলা প্রশাসক, খাগড়াছড়ি)।  
১১৭.    শান্তিবাহিনী কখন গঠিত হয়?
উ: ১৯৭৩ সালে ৭ জানুয়ারি।
১১৮.     এরশাদ শাসনামলে জনসংহতি সমিটি সাথে কয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়?
উ:  ৬ দফা।
১১৯.    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) এর সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিটি মোট কয় দফা বৈঠক হয়?
উ: ১৩ দফা।
১২০.    কাংলাদেশ আওয়ামী লীগ (গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) ও জনসংহতি সমিটির মোট কয় দফা বৈঠক হয়?
উ: ৭ দফা।
১২১.    বাংলাদেশ সরকারের সাথে জনসংহতি সমিটি প্রথম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
উ: ২১ অক্টোবর ১৯৮৫ সালে, পানছড়ি পুজগাং।
১২২.    বাংলাদেশ সংসদে কখন স্থানীয় সরকার এর বিল পাশ হয়?
উ: ১৯৮৯ সালে ১৫ ফেব্রুয়ারি।
১২৩.    স্থানী সরাকার বিল কে উত্থাপন করেন?
উ: তৎকালীন পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী নাজিউর রহমান।
১২৪.    সুনানু উপেন্দ্রলাল চাঙমা কখন ভারতে শরনার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করেন?
উ: ১৯৮৯ সালে ৩১ মে।
১২৫.    কখন স্থানীয় সরকার পরিষদ নির্বাচন হয়?
উ: ১৯৮৯ সসালে ২৫ জুন।
১২৬.    কখন শান্তিবাহিনীরা রাঙ্গামাটি রেডি স্টেশন দখন করেন?
উ: ১৯৯০ সালে ২৫ জুলাই।
১২৭.    কে কাপ্তায় বাঁধ বিরুদ্ধে প্রথম প্রচার করেন?
উ: মানবেন্দ্র নারায়ণ লারমা।
১২৮.    কাপ্তায় বাঁধ নিমার্ণ বিরুদ্ধে প্রতিবাদ করতে কে গ্রেফতার হন?
উ: মানবেন্দ্র নারায়ণ লারমা।
১২৯.    মানবেন্দ্র নারায়ণ লারমা কখন গ্রেফতার হন?
উ: ১৩ ফেব্রুয়ারি ১৯৬৩ সালে।
১৩০.    মানবেন্দ্র নারায়ণ লারমাকে কোন মামলা অভিযুক্ত করা হয়?
উ: রাষ্ট্রদ্রোহি।
১৩১.    কখন বাঙালিদেও পার্বত্য চট্টগ্রামে পূর্ণবাসনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়?
উ: ১৯৭৯ সালের মাঝামাঝি সময়ে।

কেন আঞ্চলিক স্বায়ত্ব শাসন?

বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির নিকট পার্বত্য চট্টগ্রামের জনগণের শাসনতান্ত্রিক অধিকার দাবীর- আবেদন পত্র গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের ভাবী ...