বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮

সন্তু লারমা- Golam Mortoza


             
                                                                       সন্তু লারমা
এখন পাহাড়িদের নিজেদের ভেতরের বিভেদ দূর করা দরকার। পাহাড়িদের অনুধাবন করা দরকার কারা উপদল গঠন করে অস্ত্র -অর্থ দিয়ে বিভেদ তৈরি করে রাখছে। পাহাড়িদের একটি অংশ জীবীত সন্তু লারমার গুরুত্ব উপলব্ধি করতে পারছেন না। যেভাবে উপলব্ধি করতে পারেননি জীবীত এম এন লারমার গুরুত্ব। এমএন লারমাকে হারিয়ে, কি হারিয়েছে সেটা তারা এখন উপলব্ধি করতে পারে। সন্তু লারমা যেদিন থাকবেন না, সেদিন তারা বুঝবেন কি হারালেন!
সন্তু লারমার অনেক দোষ -ত্রুটি নিয়ে আলোচনা করা যাবে। কিন্তু একথা ভুলে গেলে ভুল হবে যে, সন্তু লারমার চেয়ে বেশি পাহাড়িদের স্বার্থ আর কেউ দেখে না। তিনি পাহাড়িদের পণ্য বানিয়ে কখনো আপোষ করেন নি। দীপঙ্কর তালুকদাররা যা প্রতিনিয়ত করেছে।
প্রত্যাশা করি, মনেপ্রানে চাই উপদলকে প্রত্যাখান করে,সন্তু লারমার জীবীত অবস্থাতেই পাহাড়িরা তার গুরুত্ব উপলব্ধি করে একত্রিত হোক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কল্পনা চাকমা কেবল অপহৃতই হননি, সেইসঙ্গে অপহৃত হয়েছে পাহাড়ের মানুষগুলোর সবুজ স্বপ্ন, তাঁদের রক্তিম ভবিষ্যৎ: মো. জাবির আহমেদ জুবেল

১৯৯৬ সালের ১২ই জুন অপহৃত হন কল্পনা চাকমা। তিনি কেবল অপহৃতই হননি, সেইসঙ্গে অপহৃত হয়েছে পাহাড়ের মানুষগুলোর সবুজ স্বপ্ন, তাঁদের রক্তিম ভবিষ্যৎ।...