রবিবার, ১০ নভেম্বর, ২০১৯

চাঙমা সাহিত্য বাহ্ চাঙমা রিদিসুধোম, সাহিত্য, ভাচ, অঝাপাত থিদ গরানা পোইদ্যানে জে এস এস (এম এন লারমা) পার্টি তপ্পেত্তুন এক লাক তেঙা এজাল

সুনানু সুভাষ চাঙমা চাঙমা সাহিত্য বাহ্ সাবাঙ্গীদাঘীরে আহ্’দে আহ্’দে তেঙাউন তুলি দের।
গেল্লে কেল্যা ভিদি যেল’ ১০ নভেম্বর ২০১৯ খ্রি: জুম্ম জাদর বুক আহ্’ঙানা এক্কো দিন, কালা-দুগ’ দিন। এ দিন্নোরে গোদা বাংলাদেঝর বিশ্ব বিদ্যালয়, উপজেলা, জেলা বিভাক আ যিদু যিদু আদিবাসী আঘন সিধু পালন গচ্ছোন জুম্ম জাদর কালা দুগর দিন ইজেবে। ৩৬ বঝর আগে ১০ নভেম্বর ১৯৮৩ সাল জুম্ম জাদর পাত্থলী, বেক আদিবাসি আ নেয়্যা- নাধা মানুজর মুর খাম, তচ্যা পেরাশানি খেইয়্যা মানুজর নিধুতুক্যা (একমাত্র) সুয়োল (প্রতিবাদ) গরিয়ে বন্দা (ব্যক্তি) মানবেন্দ্র নারায়ন লারমারে দেঝে-বিদেঝে কু পাকত পরি জুম্ম জাদর কুলঙ্কার সে গিরি-প্রকাশ-দেবেন-পলাশ দাঘী গুলি গরি মারে ফেল্লোন। লারমা মরি যানা জুম্ম জাত্তো অল দিক কাভুল, খিহ্’ল চাদিগাঙ অল আন্দার। সিত্তেই এ দিন্নো জাদর দুগ’ দিন ইজেবে পালা অয়।
এ দিনত চাঙমা সাহিত্য বাহ্ চাঙমা রিদিসুধোম, সাহিত্য, ভাচ, অঝাপাত থিদ গরানা পোইদ্যানে জে এস এস (এম এন লারমা) পার্টি তপ্পেত্তুন এক লাক তেঙা এজাল দিলাক। জে এস এস (এম এন লারমা)পার্টি গরা কমিতি এজাল দাঙর কাবিদ্যাঙ সুনানু সুভাষ চাঙমা চাঙমা সাহিত্য বাহ্ সাবাঙ্গীদাঘীরে আহ্’দে আহ্’দে তেঙাউন দিয়্যা। 
সুভাষ চাঙমা কোইয়ে- “১০ নভেম্বর পোইদ্যানে পত্তিক বঝর  জে এস এস (এম এন লারমা)পার্টি তপ্পেত্তুন ইক্কুল, কলেজ’ পুঅ/ঝিউনরে কবিতা, ছবি আঁকানা,  প্রবন্ধ লেঘা জিতবাত দিয়্যা অয়। এ বঝর সিআন  গরা ন অয়। আ চাঙমা সাহিত্য বাহ্ নাঙে অরাজনৈতিক, সাহিত্য সংস্কৃতি জধাবো চাঙমা ভাচ, ওক্কোর পোইদ্যানে তিন পার্বত্য বাদেয়্য যিদু যিদু চাঙমা আঘন সিদু নিআলঝি গরি কাম গরি যায়, বিভিন্ন পত্রিকাত্তুন, নানাঙ জনত্তুন আ ফেসবুগত এ খবরানি পেনেই আমার পার্টির দাঙর কাবিদ্যাঙ পেলে স্যারে এ প্রস্তাবআন আনিনেই বেগর মদন উদি যেল। তারা যেন মুজুর দিনুন আর বেচ নিআলঝি-নিসুলি গরি এ দাঙর কামান গরি পারন। সিত্তেই  জে এস এস (এম এন লারমা) পার্টি তপ্পেত্তুন এক লাক তেঙা এজাল দিয়্যা অল’। 

যারা ২০১৭ সালত “সাঙু- ২০১৭” নাঙে বইবোত SPONSOR দিলাক:[পত্তিক কপি দাম ১০ তোঙা খরজে]
  কপি           নাঙ আ থিগানা
 ৬৫০   কপি     শ্রীমৎ সুমনা প্রিয় ভিক্ষু, বিএঅনার্স, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়
 ২০০   কপি  রনজিত চাঙমা, পানছড়ি, খাগড়াছড়ি
 ২৫০   কপি  উদয়ন চাঙমা; বৌদ্ধ ছাত্র-ছাত্রী যুব আর্য্য ঐক্য পরিষদ, ধর্মপুর, হাগাড়াছড়ি; ।
১৮৭  কপি  শান্তি মণি চাঙমা, এডিসি, গোপালগঞ্জ  
 ১২৫   কপি এক ভান্তে, দিঘীনালা বন বিহার; ২। কধা ফগদাঙি; ৩। জেকি চাঙমা, সমাজ সেবিকা, বাঘাইছড়ি দুয়োর, দিঘীনালা; উৎপল খীসা, লেখক; ৪। সুভাষবসু চাঙমা; ৫। খেয়ালী চাঙমা, ৯ম শ্রেণী, বাবুছড়া হাই স্কুল।
০৫    ১০০
কপি    ভেন: জে জেটি ভিক্ষু, অধ্যক্ষ, হরিনাথ পাড়া আর্দশ বৌদ্ধ বিহার, খাগড়াছড়ি;
       
০৪    ৬২
কপি    সমাধর চাঙমা, চট্টগ্রাম; ২। রিকেন চাঙমা, জনিয়র গ্রন্থগারিক, পাবলিক লাইব্রেরী,খাগড়াছড়ি; ৩। মিলন চাঙমা, ব্যাংক কোলনি, ইপিজেড চট্টগ্রাম;  ৪। উদয় শংকর চাঙমা(আর্টিস্ট), রাঙামাত্যা; ৫। সুভাষ চাঙমা, সুবিন্ত চাঙমা, সহকারী শিক্ষক, মুলক্ষ্যেছড়া সরকারী প্রাঃ বিদ্যালয়; ৬। রিপন জ্যোতি চাঙমা, মণিগ্রাম, খাগড়াছড়ি; ৭। বুদ্ধশ্রী ভান্তে, মানবিক কল্যাণ সংঘ কর্মী; ৮। প্রভাত চাঙমা, সহকারী শিক্ষক, ভিতর বানছড়া সঃ প্রাঃ বিঃ দিঘীনালা; ৯। নিষ্ঠার শান্তি চাঙমা; ১০। দেব রঞ্জন চাঙমা, কার্ব্বারী, বড়াদম চংড়াছড়ি, মেরুং। ১১। আলোময় চাঙমা, সাহিত্যিক, মহালছড়ি; ১২। শ্রীমৎ তিলোকানন্দ ভিক্ষু, সাদা মনের মানুষ; ১৩। সুনীল কান্তি চাঙমা, রাজদ্বীপ, চক্রপাড়া, রাঙামাত্যা; ১৪। প্রত্যাশা চাঙম, ৯ম শ্রেণী, উদল বাগান হাই স্কুল; ১৫। প্রতিভাস চাঙমা,  মিরপুর- ১০, ঢাকা; ১৬। বিকাশ লারমা, খাড়িকাটা, লংগদু; ১৭। শ্রীমৎ প্রজ্ঞা পাল ভিক্ষু, বন বিহার, রাঙামাত্যা; 
 

  ৫০  কপি   সুমিত্র চাঙমা, সহকারী শিক্ষক, চংড়াছড়ি হাই ইচকুল, মেরুং, দিঘীনালা; ২। শ্রীমৎ অমিয়বর্দ্ধন ভিক্ষু, বানাবান্যছড়া। ৩।রতন বিজয় চাঙমা, প্রতিষ্ঠাত ও পরিচালক, জুম্ম সুরঞ্জলি শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি, ডি.ই.িপি জেড, সাভার- ঢাকা। ৪। নব জীবন চাঙমা, কাঠালতলি, দিঘীনালা সদর; ৫। রিয়া চাঙমা, তারাবনিয়া, কবাখালি, দিঘীনালা; ৬। নয়ন তারা চাঙমা, নন্দ কারব্বারী পাড়া, মটিরাঙ্গা।

    ৪০
কপি    ১। সিমা চাঙমা, পাড়াকর্মী(আইসিডিপি), চরপাড়া, মাটিরাঙ্গা।

   ৩৭  কপি  ১। ভ‚বন জ্যোতি চাঙমা, নারিকেল বাগান, দিঘীনালা; ২। প্রয়সী চাঙমা, মধ্যম বোয়ালখালী, মেরুং, দিঘীনালা; ৩। জয় সিংহ চাঙমা, কালাচান পাড়া, মহালছড়ি; ৪। শ্রীমৎ নব আর্য্য ভিক্ষু, অধ্যক্ষ, বাজেইছড়া, জনবল বৌদ্ধ বিহার, মেরুং; ৫। দিপায়ন চাঙমা, মহালছড়ি; ৬। জেকি চাঙমা, ৯ম শ্রেণী, উদল বাগান হাই স্কুল; ৭। অভিনেষ চাঙমা, শিক্ষক, মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি; সুকান্ত চাঙমা, পানছড়ি।।
 ৩১  কপি  ১। মানিক ধন চাঙমা, মেম্বার, খেদারমার; ২। অমর জীবন চাঙমা, খেদারমার; ৩। ত্রিপণ চাঙমা, নানিয়্যাচর, রাঙামাত্যা; ৪। সুবর্ণা চাঙমা, মাইসছড়ি, খা/ছড়ি ।
 

  ২৬  কপি  ১। রুপম খীসা, আপার পেরাছড়া, খাগড়াছড়ি

  ২৫ কপি   ১। উদয়ন চাঙমা, ঘাগড়া, রাঙামাত্যা; ২। দিপো চাঙমা, মহালছড়ি, খাগড়াছড়ি; ৩। প্রাণদীপ চাঙমা(৬ষ্ঠ শ্রেণী), লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙামাত্যা; ৪। মিত্র চাঙমা, ব্যাংমারা, মাটিরাঙ্গা; ৫। নভেল চাঙমা, শান্তিপুর, দিঘীনালা; অর্ণব চাঙমা, আর্ট শিল্পি; ৬। শ্রীমৎ মঙ্গলদর্শী ভিক্ষু, টিএনটি সার্বজননী বৌদ্ধ বিহার, মাটিরাঙ্গা; ৭। মুণি চাঙমা,রাঙামাত্যা; ৮। সুমনা চাঙমা শান্তিপুর, দিঘীনালা; ৯। জনাটন চাঙমা, আটারকছড়া, মেরুং, দিঘীনালা ।
  ২২  কপি   ১। এনিকা চাঙমা, আটারকছড়া, মেরুং, দিঘীনালা।

 ২১  কপি  ১। প্রদীপ কুমার সরকার, কুষ্টিয়া; 

 ২০  কপি  ১। পরেশ চাঙমা, বিজয় নগর, রাঙামাত্যা; ১। বৈশাখী চাঙমা(৯ম শ্রেণী) বাবুছড়া উচ্চ বিদ্যালয়; ৩। কালজয়ী চাঙমা(৭ম শ্রেণী), দিঘীনাালা মডেল বালিকা উচ্চ বিঃ; ৪। অরুন জয় চাঙমা, পাহাড়তলী, চট্টগ্রাম; ৫। কাকলি চাঙমা, এইচ.এস.সি পরীক্ষার্থী, মাটিরাঙ্গা কলেজ;  ৬। হাসি চাঙমা, এইচ.এস.সি পরীক্ষার্থী, মাটিরাঙ্গা কলেজ; ৭। সুবল চাঙমা, এইচ.এস.সি(১ম বর্ষ), খা/ছড়ি স: কলেজ(বরঝালা, মাটিরাঙ্গা); ৮। শ্রীমৎ প্রজ্ঞাতিষ্য শ্রমণ এইচ.এস.সি পরীক্ষার্থী, খা/ছড়ি স: কলেজ খেদাছড়া, মাটিরাঙ্গা); ৯। সূচনা চাঙমা, মোনতলা, শুকনছড়ি, লক্ষীছড়ি; ১০। প্রিয়দর্শী চাঙমা, পুলিশ, চট্টগ্রাম ।
[এ তেঙাউন সাঙু- ২০১৭” বইবো 6000 ছাবে তিন পার্বত্য জেলা বাদেয়্য কক্সবাজার, ভারদত ভাক গরি দিয়্যা অইয়]
এ বাদেয়্য যারাত্তুন ধন এজাল পেলং-
২০১৫ খ্রি.১.    দাঙগু সুসময় চাঙমা (ভাইস চেয়ারম্যান, দিঘীনালা উপজেলা পরিষদ): ১৫০০ তেঙা
২০১৭ খ্রি.
২.    শতরুপা চাঙমা (সদস্য, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি): ১০,০০০ তেঙা [
৩.    নবকমল চাকমা. চেয়ারম্যান, দিঘীনালা উপজেলা পরিষদ: ৫০০ তেঙা;
৪.    “সাঙু- ২০১৭” ফগদাঙিত্যাই স্পনসর দাগনিত ৩৯,০০০ তেঙা;
৫.    “সাঙু- ২০১৭” ফগদাঙিত শতরুপা চাঙমা- ৫০০০ তেঙা;
৬.    “সাঙু- ২০১৭” ফগদাঙিত আশুতোষ চাঙমা- ৫০০০ তেঙা।
২০১৮ খ্রি.
৭.    শান্তি ময় চাঙমা (মেম্বার, ভাইবোনছড়া ইউপি)- ৫০০ তেঙা
৮.    সুজন চাঙমা (সাবেক মেম্বার, ভাইবোনছড়া ইউপি )- ৫০০ তেঙা
৯.    রতœ কুসুম চাঙমা (প্রভাষক, পানছড়ি ডিগ্রি কলেজ)- ৫০০ তেঙা
১০.    টাটু মণি চাঙমা(প্রধান শিক্ষক, ভাইবোনছড়া মিলেনিয়াম হাই ইচুকুল)- ৫০০ তেঙা
১১.    জুনেল চাঙমা (শিক্ষক, নুনছড়ি প্রাইমারি ইচকুল)- ৫০০ তেঙা
১২.    সুপ্রিয় চাঙমা (সাবেক ভাইস চেয়ারম্যান, দিঘীনালা উপজেলা পরিষদ)- ১০০০ তেঙা
১৩.    সুব্রত খীসা(সমাচ ভালেদি কাম্মো)- ৫০০ তেঙা
১৪.    আড়াঙ(বাঘাইছড়ি, রাঙামাত্যা)- ১০০০ তেঙা
১৫.    লালন কান্তি চাঙমা (প্রভাষক, কাচালং ডিগ্রি কলেচ)- ২০০০ তেঙা
১৬.    দেবপ্রিয় চাঙমা (চাঙমা সাহিত্য বাহ্ প্রতিষ্ঠাতা)- ১০,০০০ তেঙা।
১৭.    বিকেন চেগে- ২৫০০ তেঙা,
১৮.    এলিয়েন্স চাঙমা- ৫০০ তেঙা
১৯.    শ্রীমৎ প্রিয় জ্যোতি ভিক্ষু, মারিশ্যা, বাঘাইছড়ি- ১০০০ তেঙা
২০.    শ্রীমৎ করুনাবংশ ভিক্ষু- ১০০০ তেঙা
২১.    বিমল কান্তি চাঙমা, চেয়ারম্যান, মহালছড়ি উপজেলা পরিষদ- ২০,০০০ তেঙা
২২.    বিভূতি চাঙমা, রাঙামাত্যা- ১০০০ তেঙা
২৩.    কল্যাণ মিত্র চাঙমা, রাঙামাত্যা ১০০০ তেঙা
২৪.    বিজ্ঞাপন (৫নং বাবুছড়া চেয়ারম্যান) ৫০০০/-
২৫.    বিজ্ঞাপন (কালচার/সুসময়)- ১৭০০০/-
২০১৯ খ্রি.
২৬.    নীল রঞ্জন চাঙমা , মালছড়ি-  ১০০০ তেঙা
২৭.    বাপ্পী  খীসা, ২নং মুবাছড়ি ইউনিয়ন চেয়াম্যান- ৫০০০ তেঙা

২৮.     মোয়াজ্জেম হোসেন আলমগীর- ১০,০০০/-
২৯.    শতরূপা চাঙমা, সদস্য, খা/ছড়ি জে/পরিষদ- ৩০০০/-
৩০.    বিকেন চেগে- ৫০০/-
৩১.    বিজ্ঞাপন  (জেলা পরিষদ/খা/ছড়ি)- ৯৫০০/-
৩২.    বিজ্ঞাপন (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট খাগড়াছড়ি) ৮৫০০/-
৩৩.    বৌদ্ধ যুব ঐক্য পরিষদ- ২০,০০০/-
৩৪.    দেবপ্রিয় চাঙমা - ১০০০/-

৩৫.  প্রজ্ঞা তাপস চাঙমা- ৬১০০০/- (চাঙমা সাহিত্য পত্রিকা পোইদ্যানে)
৩৬. বাসন্তি চাঙমা (এমপি)- ৫০০০/-
৩৭. বিজ্ঞাপন (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট খাগড়াছড়ি) ৬১০০/-
৩৮. সুগত লঙ্কার ভান্তে- ১০০০/-
৩৯. সুজন চাঙমা- ২০০০/-
৪০. দেব প্রিয় চাঙমা- ১০০০/-
৪১. মোয়াজ্জেম হোসেন আলমগীর- ৫০০০/-
৪২. জে এস এস (এমএন লারমা)- ১০০০০০/-
 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন আঞ্চলিক স্বায়ত্ব শাসন?

বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির নিকট পার্বত্য চট্টগ্রামের জনগণের শাসনতান্ত্রিক অধিকার দাবীর- আবেদন পত্র গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের ভাবী ...