রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০

উল্টাছড়ি হাই ইক্কুলত তিন মাজ্যা চাঙমা লেঘা সার্টিফিকেট কোর্স আরগানি


ভাঝর মাস ২০২০ খ্রি.। বাংলাদেশ সাধীন অনার ৪৮ বঝর ভিদি জেল মাত্তর, দুগর কধা এজ' এ দেঝর চিগোন চিগোন জাদর ভাচ আন্ধারত মিজি আঘে।
এধক্যে চেদনত্তুন চাঙমা সাহিত্য বাহ্ খাগাড়াছড়ি জেলা ধেলা উদ্যোগে গেল্লে ৩০ জানুয়ারি ২০২০ খ্রি. উল্টাছড়ি হাই ইক্কুলত চাঙমা লেঘা শিঘানা আরগানি গরা অইয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কল্পনা চাকমা কেবল অপহৃতই হননি, সেইসঙ্গে অপহৃত হয়েছে পাহাড়ের মানুষগুলোর সবুজ স্বপ্ন, তাঁদের রক্তিম ভবিষ্যৎ: মো. জাবির আহমেদ জুবেল

১৯৯৬ সালের ১২ই জুন অপহৃত হন কল্পনা চাকমা। তিনি কেবল অপহৃতই হননি, সেইসঙ্গে অপহৃত হয়েছে পাহাড়ের মানুষগুলোর সবুজ স্বপ্ন, তাঁদের রক্তিম ভবিষ্যৎ।...