শনিবার, ৯ মে, ২০২০

গঙে দিবং জিংকানি- চিত্তিবো চাঙমা



দা...রে,
তুই কচ মুই তর পরান,
কঙ সালেন তরে শুন সে কধা আন।
সত্তি জনি কং সালেন
তুই অলে সে আওজোর পরানর ঘরপাদা।
বুঝি চা মুরোত পুরি ঘরপাদা ছারা
তর পরানানর লাঘে ভারি ছারা ছারা।
কেনে কোম তরে, কি কোইনেই বোঝেম
গায় গায় গরি আর গম লাগের
জাদি আয় গজি লগি তর ভারি আওজর পরানিরে।
তুই মুই কায়-কুয় গঙে দিবং জিংকানি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কল্পনা চাকমা কেবল অপহৃতই হননি, সেইসঙ্গে অপহৃত হয়েছে পাহাড়ের মানুষগুলোর সবুজ স্বপ্ন, তাঁদের রক্তিম ভবিষ্যৎ: মো. জাবির আহমেদ জুবেল

১৯৯৬ সালের ১২ই জুন অপহৃত হন কল্পনা চাকমা। তিনি কেবল অপহৃতই হননি, সেইসঙ্গে অপহৃত হয়েছে পাহাড়ের মানুষগুলোর সবুজ স্বপ্ন, তাঁদের রক্তিম ভবিষ্যৎ।...