সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

“ঘিলে ফুল” ছড়া বইটি কেন পড়ব? - ইনজেব চাঙমা


“ঘিলে ফুল” সুনানু রনজিত চাঙমা (ব্যাংকার), চাঙমা সাহিত্য বাহ্ পাবলিশার্স হতে প্রথম প্রকাশিত বই (২১ ফেব্রুয়ারি ২০২০ইং)

Reading is to the mind what exercise is to the body ”

– Joseph Addison

এই কথাটি বলে গিয়েছেন ৩০০ বছর পূর্বে । আর বর্তমান মডার্ন সায়েন্স গবেষণার দ্বারা এই কথাটির সত্যতা প্রমাণ করেছে । ব্যায়াম যেমন আমাদের শরীরকে সুস্থ রাখে তেমনি বই পড়ার মধ্য দিয়ে আমরা আমাদের মনকে সুস্থ ও আনন্দিত রাখতে পারি । একটি ভালো বই মানুষের মনশ্চক্ষু যেমন খুলে দেয় তেমনি জ্ঞান ও বুদ্ধিকে প্রসারিত ও বিকশিত করে মনের ভিতরে আলো জ্বালাতে সাহায্য করে ।

বই-ই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ । যার সাথে পার্থিব কোনো সম্পদের তুলনা হতে পারে না । একদিন হয়তো পার্থিব সব সম্পদ বিনষ্ট হয়ে যাবে , কিন্তু একটি ভালো বই থেকে প্রাপ্ত জ্ঞান কখনও নিঃশেষ হবে না , তা চিরকাল হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে রাখবে । 

যাক, এখন আছি ঘিলেফুল ছড়া বইটি কেন পড়ব। আপনারা শুনে থাকবেন “ঘিলেফুল” দেবংশী মানে সাধারণ চোখে দেখা যায় না। জনশ্রুতি আছে ঘিলেফুল দেখলে নাকি সেই ব্যক্তি অবশ্যই সুনাম অর্জিত হয়। 

এমনই চিন্তা চেতনা নিয়ে লেখক ঘিলেফুল নামক ছড়া বইটি লিখেছেন। বইটিতে চাঙমা জাতির সাহিত্য সংস্কৃতি, ভাষা এবং একটি শিশু মেধা বিকাশের বড়ই ভূমিকা রাখবে বলে বিশ্বাস রাখি। 

   
ঘিলে ফুল ঘিলে ফুল



         মরে দেনা তুই দেঘা,
কিত্তে তুই লুগি থাচ?
         মনর ভুলান ভাঙি দেনা।

তরে দেলে রাজা অহ্ন
         নয় দ’ ভিলে যান মরি,
সেনত্তেই তুই লুগি থাচ
          অইনে ভিলে দেবংশি ?

তুই কি নয় ফুল সালে?
         সেনত্তেই তুই থাচ লুগি?
কধক দিন আর বেলাপ দিবে
         দেনা মরে ভুল ভাঙি।

বই পড়া থেকে আনন্দ, বুদ্ধি ও সক্ষমতা অর্জিত হয়। বই পড়তে হয় একাকী এবং তাতে অবসর ভরে ওঠে নির্মল আনন্দে, বুদ্ধি আসে বইয়ের কথামালা থেকে, আর সক্ষমতা আসে গ্রন্থগত বিদ্যার সঙ্গে বিষয়বুদ্ধির সংশ্লেষে।

১) জ্ঞান বৃদ্ধি করে

২) মানসিক উদ্দীপনা তৈরি করে

৩) মানসিক চাপ কমাতে সাহায্য করে

৪) অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ

৫) কল্পনা শক্তি বৃদ্ধি করে  

৬) স্মরণ শক্তির বৃদ্ধি ঘটে

৭) শব্দভাণ্ডার বৃদ্ধি

৮) লেখনী শক্তি বৃদ্ধি

৯) Critical thinking বৃদ্ধি করে

১০) একাগ্রতা বৃদ্ধি করে ও মানসিক প্রশান্তি দান করে

১১) সহানুভূতি বোধ

১২) আত্মসম্মান বোধ তৈরি করে

১৩) সংলাপ দক্ষতা
১৪) ভালো ঘুমাতে সাহায্য করে

তাহলে এসো বন্ধুরা , আমরা এবার কিছু বই সংগ্রহ করে জীবনের সঙ্গে জুড়ে নিয়ে একটা বড়সড় বদল আনি ।

* পানছড়িত পা যার
উদ’ ল’- 01537430172- সুনানু পিংকি চাঙমা, 01517113664- বিভাস চাঙমা আ চাঙমা সাহিত্য বাহ্ সাবাঙ্গীউনত্তুন।
* বাঘাইছড়িত পেব: সুনানু স্বর্ণ চাঙমাদাঘিদু/ চাঙমা সাহিত্য বাহ্ সাবাঙ্গিউনর আহ্’দত। 01554792700
* মহালছড়িত পেব: সুনানু টুটুল চাঙমাদাঘিদু/চাঙমা সাহিত্য বাহ্ সাবাঙ্গীউনর আহ্’দত। - 01517185352
* সাজেক: সুনানু প্রকৃতি চাঙমা আ চাঙমা সাহিত্য বাহ্ সাজেক ইউপি ধেলা সাবাঙ্গীদাঘিদু।- 01869963852
লংগদু: শ্লোক চাঙমা আ চাঙমা সাহিত্য বাহ্ সাবাঙ্গীদাঘিদু।- 01551987188
এজাল দর/দাম: বানা ১০০ তেঙা।
ঘিলেফুল চেবার অলে যাদি যাদি লবার কুজোলী থেল।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন আঞ্চলিক স্বায়ত্ব শাসন?

বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির নিকট পার্বত্য চট্টগ্রামের জনগণের শাসনতান্ত্রিক অধিকার দাবীর- আবেদন পত্র গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের ভাবী ...