শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

চাঙমা বর্ণমালা প্রবর্তক নোয়ারাম চাঙমা শতবর্ষ জন্মদিন পালন


“এয নুয়োপিড়ি, নুয়োরাম চাঙমা শদ’ বঝর জনমদিনত সমক খেই,
নিজ সাহিত্য-সংস্কৃতি কোচপানা বাদে অন্য কিঝু ন’চেই”


এই শ্লো-গান মুখরিত করে আজ ২২ জানুয়ারি ২০২২ ইং, ৮ মাঘ ১৪২৮ বাংলা, ২৫৬৫ বুদ্ধাব্দ, শনিবার সন্ধ্যা ৬ টায় চাঙমা সাহিত্য বাহ্ উদ্যোগে প্রথম বারের মতো অনলাইনে নোয়ারাম চাকমার জন্ম শতবষর্ উৎযাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে উপস্থিত ছিলেন আনন্দ মোহন চাকমা, চাকমা লেখক সদস্য, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড- বাংলাদেশ; উপদেষ্টা, চাঙমা সাহিত্য বাহ্; প্রতিষ্ঠাতা, চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠী; কণ্ঠ শিল্পী স্নেহ রঞ্জন চাঙমা, কবি ও সংগীত বিশারদ, আগরতলা; শ্লোক চাঙমা, সহ সভাপতি, চাঙমা সাহিত্য বাহ্ কেন্দ্রীয় কমিটি; প্রজ্ঞা আলো তালুকদার, সাধারণ সম্পাদক, চাঙমা সাহিত্য বাহ্ 
কেন্দ্রীয় কমিটি প্রমুখ।

অনুষ্ঠানে প্রজ্ঞা আলো তালুকদার চাঙম াবর্ণমালা প্রবর্তক নোয়ারাম চাকমার জীবনী পাঠ করেন।
কবিতা আবৃতি ও আলোচনা মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন আঞ্চলিক স্বায়ত্ব শাসন?

বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির নিকট পার্বত্য চট্টগ্রামের জনগণের শাসনতান্ত্রিক অধিকার দাবীর- আবেদন পত্র গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের ভাবী ...