বুধবার, ২৯ মার্চ, ২০১৭

তোমাদের জন্য শোক




১৯৮৫ ইং ১৯ শে ডিসেম্বর
যারা রঞ্জনমনি কারবারী পাড়া, এবং
লোগাং, লংগদু, নানিয়েচর তথা
পার্বত্য চট্টগ্রামে গণহত্যায়
আর্মি, বাঙ্গালী কাছে প্রাণ
হারিয়েছেন তাঁদের মর্মামিত্মক
মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

জীবনে তরু হতে ঝড়ে গেলে যারা
অতিদূর আকাশে মিটিমিটি তারা
ভূলিনাই পৃথিবীর কেউ
তোমরা তো আমাদের শানিত - ধারা।
                                  -সাঙু পাঠাগার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কল্পনা চাকমা কেবল অপহৃতই হননি, সেইসঙ্গে অপহৃত হয়েছে পাহাড়ের মানুষগুলোর সবুজ স্বপ্ন, তাঁদের রক্তিম ভবিষ্যৎ: মো. জাবির আহমেদ জুবেল

১৯৯৬ সালের ১২ই জুন অপহৃত হন কল্পনা চাকমা। তিনি কেবল অপহৃতই হননি, সেইসঙ্গে অপহৃত হয়েছে পাহাড়ের মানুষগুলোর সবুজ স্বপ্ন, তাঁদের রক্তিম ভবিষ্যৎ।...