রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

হে তরুন!


হে তরুন! তোমরা নিশ্চয় জানো
শোষণ মুক্ত আলোকজ্জ্বল কল্যাণময়
ন্যায় নিষ্ঠা জীবনই জীবন;
তবু কেন খাঁচায় আবদ্ধ পাখির মতো
জীবনকে করেছো তিলে তিলে ক্ষয়।

হে তরুন! তোমরা তো প্রাণ চাঞ্চল্যে ভরপুর
অফুরন্ত প্রাণ শক্তি অধিকারী,
অসত্য অন্যাকে পদদলিত করে
পরাধীনতা শৃঙখল ভেঙ্গে;
সত্য সুন্দর সমাজ গড়বে পৃথিবী।
হে তরুন! নদীর বহমান ধারা মতো
সামনে হেঁটে চলো অবিরাম,
তোমরা তো পৃথিবীর অবিচল শক্তি
দমে যেওনা স্থির হয়ে থেকোনা,
নির্যাতীতা শোষিত জুম্ম জাতিকে
দিতে হবে ত্রাণ।
হে তরুন! হাজার প্রতিকলতাকে দু’পায়ে মারিয়ে
দুঃসাহসিকতা সাথে দুর্জয়কে কর জয়,
বিপদ সংকুল অন্ধকার পেরিয়ে
জ্ঞানে মশাল জ্বালিয়ে
আলোকজ্জ্বল কর চট্টলাকে।
হে তরুন! তোমরা জাতির আশা ভরসা
জুম্ম জাতির শক্তির মূল উৎস
সমৃদ্ধ ভবিষ্যৎ জাতি সন্ধান দিতে
তুমিও একমাত্র হাতিয়ার।
(১৯৯৯খ্রিঃ ছাত্র জীবনে লেখা)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কল্পনা চাকমা কেবল অপহৃতই হননি, সেইসঙ্গে অপহৃত হয়েছে পাহাড়ের মানুষগুলোর সবুজ স্বপ্ন, তাঁদের রক্তিম ভবিষ্যৎ: মো. জাবির আহমেদ জুবেল

১৯৯৬ সালের ১২ই জুন অপহৃত হন কল্পনা চাকমা। তিনি কেবল অপহৃতই হননি, সেইসঙ্গে অপহৃত হয়েছে পাহাড়ের মানুষগুলোর সবুজ স্বপ্ন, তাঁদের রক্তিম ভবিষ্যৎ।...