বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯

চাঙমা সাহিত্য বাহ্ র কিঝু কাম

কাচালং স: ডিগ্রি কলেজ
চাঙমা সাহিত্য বাহ্ এক্কো অরাজনৈতিক আর অলাভজনক বাহ্/সংগঠন। ইবে চাঙমা ওক্কোর, ভাচ, সাহিত্য, সংস্কৃতির গবেষণা আর উজন্দি গরিবার এক্কো জধা। ইবে ১৮ বঝর আগে ২০০০ সালর ১ জানুয়ারী ঢাকা ভার্সিটি ক্যাম্পাসত থিদেব্বরী অয়।

৮-আন উদ্দেশ্য লোইনে চাঙমা সাহিত্য বাহ-র থিদেব্বরী অইয়ে।  সিয়ানি অত্তে-
১. চাঙমা পজ্জন, উপন্যাস, বানা, পালা, দাগকধা, ছড়া, একবাচ্যে কধা থুবানা, কাবিদ্যাঙি গরানা, ছাবানা আ সংরক্ষণ গরানা।
২. গবেষণা, সেমিনার, ওয়ার্কশপ, মেলা, পাঠচক্র ফাংশান গরানা।
৩. চাঙমাপিডিয়া রচনা, সম্পাদনা, আর ছাবানা।
৪. ভাচ-সাহিত্যরে বিশ্বত চিনপুচ্চো গরানা আর বিশ্বসাহিত্য বানানা।
৫. দেশীয় আর আন্তর্জাতিক জধালোই সর্ম্পক গরানা।
৬. চাঙমা ভাজত্তুন বিদেশী ভাচ আর বিদেশী ভাজত্তুন চাঙমা ভাজত অনুবা গরানা।
৭. চাঙমা আর্কাইভ সেন্টার বানানা।
লুসি চাঙমা চাঙমা লেঘা সাটিফিকেট গজার

চাঙমা সাহিত্য বাহ্র অর্জন/সাফল্য: সময়: ২০০০-২০১৮
১. ১০০০ চাঙমা লেঘার কীবোর্ড বানানা অইয়ে (শুরু: ২০০৪; শেষ: ২০০৬; সাপোর্ট: উপমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়)।
২. ২৬৪২ জন মানজোরে চাঙমা লেঘা শেঘানা অইয়ে (ঢাকা বিশ^বিদ্যালয়; ঢাকা ট্রাইবেল হোস্টেল; রাঙামাত্যে; খাগাড়াছড়ি; বাঘাইছড়ি)।
৩. চাঙমা সাহিত্য পত্রিকা নাঙে অনিয়মিত সাহিত্য পত্রিকা ১৬ সংখ্যা সং ছাবানা অইয়ে।
৪. ২০০আন চাঙমা লেঘা (অঝাপাত) চার্ট বানা অইয়ে।
৫. পার্টনারশীপ গরা অইয়ে চাঙমা সংস্কৃতিক গোষ্ঠী- দীঘিনালা; সাঙু পাঠাগার-দীঘিনালা সমারে।
৬. দাঘকধা ১৪০০, ছড়া ৭০ বো, বানা ৫০ আন, পালা ২ বে থুবানা অইয়ে।
৭. চাঙমা লেঘার নীতি নির্ধারন গত্তে আর সরকারর নানান কামত (যেমন: ল্যাংগুয়েজ ব্রিজিং) অবদান রাঘানা।
৮. পিএইচডি ক্যান্ডিডেটরে পিএইচডি গবেষণাত (১) এজাল দেনা।
৯. চাঙমা কবিদ্যা জিতবাত (দি পল্লা) ফাংশান গরানা।
১০. ৬ আজার চাঙমা লেঘা বই (ইচকুলত পর্বোয়া পুঅ/ঝিউনরে) তিন পার্বত্য জেলা বাদে কক্সবাজার, চাদিগাঙ, ঢাকা তিবিরে রেজ্য আ অরুনাচলত মাগানা ভাক গরি দিয়্যা।

মালছড়ি কলেজত মিটিঙর ছবি
যারাত্তুন ধনর/তেঙার এজাল পেইয়েই:
২০১৫ খ্রি.
১. দাঙগু সুসময় চাঙমা (ভাইস চেয়ারম্যান, দিঘীনালা উপজেলা পরিষদ): ১৫০০ তেঙা
২০১৭ খ্রি.
২. শতরুপা চাঙমা (সদস্য, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি): ১০,০০০ তেঙা [
৩. নবকমল চাকমা. চেয়ারম্যান, দিঘীনালা উপজেলা পরিষদ: ৫০০ তেঙা;
৪. “সাঙু- ২০১৭” ফগদাঙিত্যাই স্পনসর দাগনিত ৩৯,০০০ তেঙা;
৫. “সাঙু- ২০১৭” ফগদাঙিত শতরুপা চাঙমা- ৫০০০ তেঙা;
৬. “সাঙু- ২০১৭” ফগদাঙিত আশুতোষ চাঙমা- ৫০০০ তেঙা।
খলারামপাড়া স: প্র: ইক্কুল
২০১৮ খ্রি.
৭. শান্তি ময় চাঙমা (মেম্বার, ভাইবোনছড়া ইউপি)- ৫০০ তেঙা
৮. সুজন চাঙমা (সাবেক মেম্বার, ভাইবোনছড়া ইউপি )- ৫০০ তেঙা
৯. রতœ কুসুম চাঙমা (প্রভাষক, পানছড়ি ডিগ্রি কলেজ)- ৫০০ তেঙা
১০. টাটু মণি চাঙমা(প্রধান শিক্ষক, ভাইবোনছড়া মিলেনিয়াম হাই ইচুকুল)- ৫০০ তেঙা
১১. জুনেল চাঙমা (শিক্ষক, নুনছড়ি প্রাইমারি ইচকুল)- ৫০০ তেঙা
১২. সুপ্রিয় চাঙমা (সাবেক ভাইস চেয়ারম্যান, দিঘীনালা উপজেলা পরিষদ)- ১০০০ তেঙা
১৩. সুব্রত খীসা(সমাচ ভালেদি কাম্মো)- ৫০০ তেঙা
১৪. আড়াঙ(বাঘাইছড়ি, রাঙামাত্যা)- ১০০০ তেঙা
১৫. লালন কান্তি চাঙমা (প্রভাষক, কাচালং ডিগ্রি কলেচ)- ২০০০ তেঙা
১৬. দেবপ্রিয় চাঙমা (চাঙমা সাহিত্য বাহ্ প্রতিষ্ঠাতা)- ৫,০০০ তেঙা।
১৭. বিকেন চেগে- ২৫০০ তেঙা,
১৮. এলিয়েন্স চাঙমা- ৫০০ তেঙা
১৯. শ্রীমৎ প্রিয় জ্যোতি ভিক্ষু, মারিশ্যা, বাঘাইছড়ি- ১০০০ তেঙা
২০. শ্রীমৎ করুনাবংশ ভিক্ষু- ১০০০ তেঙা
২১. বিমল কান্তি চাঙমা, চেয়ারম্যান, মহালছড়ি উপজেলা পরিষদ- ২০,০০০ তেঙা
২২. বিভূতি চাঙমা, রাঙামাত্যা- ১০০০ তেঙা
২৩. কল্যাণ মিত্র চাঙমা, রাঙামাত্যা ১০০০ তেঙা
প্রিয়সী চাঙমা বই মাগানা ভাক গরি দের।
২০১৯ খ্রি.
২৪. নীল রঞ্জন চাঙমা , মালছড়ি-  ১০০০ তেঙা
২৫. বাপ্পী  খীসা, ২নং মুবাছড়ি ইউনিয়ন চেয়াম্যান- ৫০০০ তেঙা-------------৬০০০/-
২৬. শতরূপা চাঙমা, সদস্য, খা/ছড়ি জে/পরিষদ- ৩০০০/-
মোট ধনর/ তেঙার এজাল ২০১৬+২০১৭+২০১৮+২০১৯ = ১৫০০+৫৯০০০+৪৪০০০+৬০০০=১১৯,০০০ তেঙা

কবিতা জিতবাত ২০১৮
১. ১৩ জুলাই পল্যা খেপ
২. ৭ সেপ্টেম্বর দি খেপ
চাঙমা লেঘা সার্টিফিকেট কোর্স

২০০৪ সালত চাঙমা লেঘা সার্টিফিকেট কোর্স
১. ঢাকা ট্রাইবেল হেস্টেল।
২. ঢাকা বিশ^বিদ্যালয়।
২০০৫ সালত চাঙমা লেঘা সার্টিফিকেট কোর্স
১. রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, রাঙামাটি।
২. দীঘিনালা কলেজ।
২০১৫ সালত ছ’মাজ্যা ফ্রি চাঙমা লেঘা সার্টিফিকেট কোর্স
১. উত্তর রেংকার্য্য উচ্চ বিদ্যালয়, মেরুং, দিঘীনালা ।
২. চংড়াছড়ি উচ্চ বিদ্যালয়, মেরুং, দিঘীনালা ।
৩. বাজেই ছড়া স: প্রাথমিক বিদ্যালয়, মেরুং, দিঘীনালা ।
৪. লাম্বাছড়া তেটোগাজ তলে, মেরুং, দিঘীনালা ।
৫. দিঘীনালা হেডম্যান এসোশিয়েশন অফিস।
সুমঙ্গল চাঙমা পানছড়ি কলেজত চাঙমা লেঘা শেঘানা ২৪-০১-১৯ খ্রি.

২০১৬ তিন মাজ্যা চাঙমা লেঘা সার্টিফিকেট কোর্স সাঙু পাঠাগারলোই পার্টনারশীপে:
১. পাবলা খালী কৃপাপুর সঃ প্রাঃ বিদ্যালয়, কবাখালী, দিঘীনালা।
২. চংড়াছড়ি উচ্চ বিদ্যালয়, মেরুং, দিঘীনালা
৩. পাগলা মহাজন পাড়া সঃ প্রাঃ বিদ্যালয়, মেরুং, দিঘীনালা ।
৪. ছামীনিছড়া প্রাইভেট ¯কুল, মেরুং, দিঘীনালা।
৫. করইতলি, শিবঙ্গ পাড়া ও মধ্যছড়া প্রাইভেট স্কুল, মেরুং, দিঘীনালা

২০১৭ সাল চাঙমা লেখা সার্টিফিকেট কোর্স
১. বাবুছড়া ফ্রেন্ড শিপ স্কুল, বাবুছড়া, দিঘীনালা; (দ্বি’ ব্যাচ শেঘা অয়্যা)
২. বাবুছড়া হাই স্কুল, বাবুছড়া, দিঘীনালা;
৩. চংড়াছড়ি উচ্চ বিদ্যালয়, মেরুং, দিঘীনালা; (দ্বি’ ব্যাচ শেঘা অয়্যা) 
৪. সাঙু পাঠাগার, মেরুং, দিঘীনালা;
৫. রেংকার্য্যা উচ্চ বিদ্যালয়, মেরুং, দিঘীনালা; (দ্বি’ ব্যাচ শেঘা অয়্যা)
৬. বাবুছড়া কলেজ, বাবুছড়া, দিঘীনালা; (দ্বি’ ব্যাচ শেঘা অয়্যা)
৭. উদাল বাগান উচ্চ বিদ্যালয়, দিঘীনালা; (দ্বি’ ব্যাচ শেঘা অয়্যা)
৮. বানছড়া উচ্চ বিদ্যালয়, দিঘীনালা;
৯. পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়, কবাখালী, দিঘীনালা; (দ্বি ব্যাচ শেঘা অয়্যা)
১০. তারাবনিয়া জনিয়র হাই স্কুল, কবাখালী, দিঘীনালা;
১১. উত্তর রেংকার্য্যা উচ্চ বিদ্যালয়, মেরুং, দিঘীনালা; (দ্বি’ ব্যাচ শেঘা অয়্যা)
১২. রেংকার্য্যা উচ্চ বিদ্যালয়, মেরুং, দিঘীনালা; (দ্বি’ ব্যাচ শেঘা অয়্যা)
১৩. হাজাছড়া জোড়াব্রীজ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, কবাখালী, দিঘীনালা;
১৪. দিঘীনালা ডিগ্রি কলেজ, শুভ উদ্বোধন- ৪ ব্যাচ শেঘা অয়্যা,আ ফ্রি চাঙমা লেঘা শিঘানা কোর্স তিন দিন;
১৫. বরঝালা সরকারী প্রাথমিক ব্যিালয়, মাটিরাঙ্গা;
১৬. পূর্ব খেদাছড়া আদর্শ বৌদ্ধ বিহার, মাটিরাঙ্গা;
১৭. বড়াদম সরকারি প্রাইমারি ইচকুল, দিঘীনালা;
১৮. পি. এফ. সি. স্কুল, লক্ষীছড়ি;
১৯. বাঘাই হাত উচ্চ বিদ্যালয়, বাঘাইছড়ি, রাঙ্গামাটি;
২০. রেতকাবা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাঘাইছড়ি, রাঙ্গামাটি;
২১. বাঘাই হাত সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাঘাইছড়ি, রাঙ্গামাটি;
২২. বড়াদম উচ্চ বিদ্যালয়, দিঘীনালা; দ্বি’ ব্যাচ শেঘা অয়্যা;
২৩. কামাকুছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বোয়ালখালী, দিঘীনালা;
২৪. মনোরথ তালুকদারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাবুছড়া, দিঘীনালা;

২০১৮ সাল চাঙমা লেখা সার্টিফিকেট কোর্স
১. ভাইবোনছড়া মিলেনিয়াম হাই ইচকুল (২ ফেব্রুয়ারী)
২. মহালছড়ি ডিগ্রি কলেজ (৩ মার্চ)
৩. কাচালং ডিগ্রি কলেচ (১০ আগস্ট, দ্বি’ ব্যাচ শেঘা অয়্যা)
৪. বাবুছড়া মুখ হাই ইচুকুল
৫. উদল বাগাল হাই ইচকুল (৩১ মে)
৬. পাবলাখালী শান্তিপুর হাই ইচকুল (১৮ আগস্ট)
৭. দিঘীনালা মডেল বালিকা হাই ইচকুল (২৭ এপ্রিল)
৮. মাইসছড়ি হাই ইচকুল (৩ আগস্ট)
৯. বোয়ালখালী রাজ বৌদ্ধ বিহার (২৭ এপ্রিল)
১০. বাঘাই হাট হাই ইচকুল
১১. গঙ্গারাম মুখ সরকারি প্রাইমারি ইচকুল, সাজেক, বাঘাই ছড়ি, রাঙামাত্যা।
১২. উলুছড়া সরকারি প্রাইমারি ইচকুল, সাজেক, বাঘাই ছড়ি, রাঙামাত্যা।
১৩. এগোজ্যাছড়ি বে- সরকারি প্রাইমারি ইচকুল, সাজেক, বাঘাই ছড়ি, রাঙামাত্যা।
১৪. ১০নং বে- সরকারি প্রাইমারি ইচকুল, কবাখালী, দিঘীনালা, খাাগাড়াছড়ি।
১৫. দাড়ি পাড়া বে- সরকারি প্রাইমারি ইচকুল, সাজেক, বাঘাই ছড়ি, রাঙামাত্যা।
১৬. ধাব আদাম সরকারি প্রাইমারি ইচকুল, সাজেক, বাঘাই ছড়ি, রাঙামাত্যা।
১৭. ছয়নালছড়া বে- সরকারি প্রাইমারি ইচকুল, সাজেক, বাঘাই ছড়ি, রাঙামাত্যা।
১৮. কমলাক পাড়া সরকারি প্রাইমারি ইচকুল, সাজেক, বাঘাই ছড়ি, রাঙামাত্যা।
১৯. মিড পয়েন্ট বে- সরকারি প্রাইমারি ইচকুল, সাজেক, বাঘাই ছড়ি, রাঙামাত্যা।
২০. নন্দরাম আগামীর পাঠশালা, সাজেক, বাঘাইছড়ি, রাঙামাত্যা।
২১. ভাই বোন ছড়া সরকারি প্রাইমারি ইচকুল, সাজেক, বাঘাইছড়ি, রাঙামাত্যা।
সাঙু বই ফগদাঙি খেনত সম্ভুমিত্র কধা কর- ২৫-০১-১৯খ্রি.
মহালছড়ি উপজেলাত জাবারাং আ সেভ দ্যা চিলড্রেনলই এজালে চাঙমা লেঘা শেঘা অয়ে যে প্রাইমারি ইচকুলত-
২২. মহালছড়ি সঃ প্রাইমারি ইচকুল
২৩. পাহাড়তলি সঃ প্রাইমারি ইচকুল
২৪. কেরেঙ্গা নালা সঃ প্রাইমারি ইচকুল
২৫. সিঙ্গিনালা সঃ প্রাইমারি ইচকুল
২৬. খ্যাংসা পাড়া সঃ প্রাইমারি ইচকুল
২৭. চংড়াছড়ি মুখ সঃ প্রাইমারি ইচকুল
২৮. যন্ত্রনাথ পাড়া সঃ প্রাইমারি ইচকুল
২৯. মানিকছড়ি জয়সেন পাড়া সঃ প্রাইমারি ইচকুল
৩০. যাদুগনালা সঃ প্রাইমারি ইচকুল
৩১. পূর্ব দাতকুপ্যা সঃ প্রাইমারি ইচকুল
৩২. উল্টাছড়ি মুখ সঃ প্রাইমারি ইচকুল
৩৩. উল্টাছড়ি মুখ সঃ প্রাইমারি ইচকুল

২০১৯ সাল-চাঙমা লেখা সার্টিফিকেট কোর্স
১. খুলারাম পাড়া হাই ইচকুল (৪ জানুয়ারী)
২. পানছড়ি ডিগ্রি কলেজ (৫ জানুয়ারী)
৩. দিঘীনালা উপজেলা প্রাইমারি ইচুলত যারা চাঙমা লেঘা শেঘেবাক তারা ৬ দিন ট্রেনিং।
৪. মহালছড়ি উপজেলা প্রাইমারি ইচুলত যারা চাঙমা লেঘা শেঘেবাক তারা ৩ দিন ট্রেনিং(২০, ২১, ২২ জানুয়ারী )।
৫. মধ্য আদাম কুঠির পাড়া স: প্রা: ইক্কুল, মালছড়ি ((২২-০১-২০১৯খ্রি.))
৬. ঘিলাছড়ি হাই ইক্কুল, নান্যাচর, রামাত্যা (০১-০২-২০১৯খ্রি.)
৭. জগনাতুলি হাই ইক্কুল, নান্যাচর, রাঙামাত্যা (০১-০২-২০১৯খ্রি.)
৮. কাচালং গার্লস হাই ইক্কুল, বাঘাইছড়ি, রাঙামাত্যা (০১-০২-২০১৯খ্রি.)
৯. বাঘাইছড়ি হাই ইক্কুল, রাঙামাত্যা (০১-০২-২০১৯খ্রি.)
১০. গাইন্দ্যাছড়ি হাই ইক্কুল, নান্যাচর, রাঙামাত্যা (০৫-০২-২০১৯খ্রি.)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন আঞ্চলিক স্বায়ত্ব শাসন?

বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির নিকট পার্বত্য চট্টগ্রামের জনগণের শাসনতান্ত্রিক অধিকার দাবীর- আবেদন পত্র গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের ভাবী ...