মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

চাঙমা সাহিত্য বাহ্ বান্দরবান জেলা কমিতি আরা অইয়ে


মুরো-মুরি পারিনেই ছড়া-গাঙ ছিরিনেই ধুয়ো ভূইয়োত পরিম্মোই , এ জীংকানি আহ্রিয়ে দিনুন ফাগোনমাচ্জুন তোগেম্মোইএ আঝা বুগত বানি গেল্লে ১০ অক্টোবর ২০১৯ খ্রি: বিসুপবার বান্দরবান বৌদ্ধ অনাথালয় স: প্রাইমারি ইক্কুলত চাঙমা সাহিত্য বাহ্ উদ্দোগে এক্কো তেম্মাঙ সভা জুগল গরা অইয়ে।


এ সভাবোত বেগর ধারাজে সভানানু ইজেবে নকবাচ গরা অইয়ে বালাঘাটা সরকারি প্রাইমারি ইক্কুলর প্রধান শিক্ষক সুনানু বসন্ত কুমার চাঙমা। চাঙমা সাহিত্য বাহ্ গরা কমিতি জধানানু ইনজেব চাঙমা, পানছড়ি ধেলা জধানানু বিভাস চাঙমাদাগি আহ্জিল এলাক।

বেগর অতালিয়ে ধারাজে বান্দরবান জেলা ধেলা বানা অইয়ে।
জধানানু- সুনানু শ্যামল চাঙমা
এজাল জধানানু-সুনানু আনন্দ সেন চাঙমা
দাঙর কাবিদ্যাঙ- সুনানু মানসী চাঙমা
এজাল দাঙর কাবিদ্যাঙ- সুনানু দীপা চাঙমা
সাবাঙ্গী- সুনানু জ্ঞান সুন্দর চাঙমা
সাবাঙ্গী- সুনানু সুকিরণ চাঙমা
সাবাঙ্গী- সুনানু নীশিতা চাঙমা
সাতজন সাবাঙ্গী নিনেই এক্কো অতজিমপুর কমিতি বানা অইয়ে। কোই কোইয়ে যদক্কন তুজিমপুর কমিতি বানা ন অয় এ কমিতিবো কাম গরি যেব।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কল্পনা চাকমা কেবল অপহৃতই হননি, সেইসঙ্গে অপহৃত হয়েছে পাহাড়ের মানুষগুলোর সবুজ স্বপ্ন, তাঁদের রক্তিম ভবিষ্যৎ: মো. জাবির আহমেদ জুবেল

১৯৯৬ সালের ১২ই জুন অপহৃত হন কল্পনা চাকমা। তিনি কেবল অপহৃতই হননি, সেইসঙ্গে অপহৃত হয়েছে পাহাড়ের মানুষগুলোর সবুজ স্বপ্ন, তাঁদের রক্তিম ভবিষ্যৎ।...