মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

নাইক্ষ্যংছড়িতে ভোট কেন্দ্রে বিজিবি’র গুলি, নিহত

নাইক্ষ্যংছড়িতে ভোট কেন্দ্রে বিজিবি’র গুলি, নিহত ১
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়া কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির গুলিতে একজন নিহত হয়েছেন। এঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঘুমধুম ইউনিয়নের ফাতরার ঝিরির একটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মং‌কিসা চাকমা। আহত হয়েছেন অংচাই মং মারমা।
দায়িত্বরত প্রিজাই‌ডিং অ‌ফিসার এমদাদ উল্লাহ মো. উসমান সাংবাদিকদের বলেন, কিছু লোক কেন্দ্রে জাল ভোট দিতে আসে। এসময় স্থানীয় লোকজন তাদের বাধা দেন। এ নিয়ে অনেক লোকজন সমবেত হন সেখানে। কেন্দ্রের বাইরে অনেক মানুষের হইচই দেখে দায়িত্বরত বিজিবি সদস্যরা গুলি চালান। এসময় গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন আঞ্চলিক স্বায়ত্ব শাসন?

বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির নিকট পার্বত্য চট্টগ্রামের জনগণের শাসনতান্ত্রিক অধিকার দাবীর- আবেদন পত্র গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের ভাবী ...