শনিবার, ৮ এপ্রিল, ২০১৭


সাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া

‘‘তথ্যপ্রযুক্তির এ যুগেও জ্ঞান অর্জনে বই পড়তে হবে। জ্ঞানের সমস্ত আহার বরফের মতো জমা রয়েছে পাঠাগারে। জ্ঞান অর্জনের জন্য পাঠাগার বিকল্প নেই। বই পড়া অভ্যাস করতে হবে। পাঠাগারের গুরুত্ব আমি বুঝি। এ পাঠাগার আমাকে সৃষ্টি করেছে।’’
-         বিপ্রদাশ বড়ুয়া
(২৭/০১/২০১৭ ইং সাঙু পাঠাগার উদ্বোধনীয় অনুষ্ঠানে)

শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭

চাঙমা লেঘা শিঘীবার বই (ম’ বই) উদ ল’, পুর্’মারা-মারি গর-

ছবি- নাগর চান(ফসবুক)
দাঙগু ইনজেব চাঙমা চারু কাবিদ্যাঙি “সাঙু পাঠাগার’র পল্লে ফগদাঙি অলদে “ম’বই” নাঙে চাঙমা লেঘা শিঘীবার বই’বু। যারা চাঙমা লেঘা শিঘীবার আওজ আগে তারা পুরমারি পারিবা- দর্ বানা ২০ তেঙা।
 যিধু যিধু পা যার:
#বাঘইছড়ি, রাঙামাত্যা-
বড়াদাম ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহার, বাঘাইছড়ি, রাঙামাত্যা(0155-7170844)।
 #লংগদু
দাঙগু সুমন চাঙমা, (বটতলা দোগান)করোল্যাছড়ি, লংগদু রাঙামাত্যা(01557197173)।
#মেরুং-
দাঙগু রত্নসেন চাঙমা, চৌধুরী পাড়া, মেরং, দিঘীনালা, খাগাড়াছড়ি(01835261738)।

#সাঙু পাঠাগার, চংড়াছড়ি,মেরং, দিঘীনালা, খাগাড়াছড়ি(01554362519)।

#দিঘীনালা-
 পার্বত্য লাইব্রেরী, দিঘীনালা কলেজ গেইট, খাগাড়াছড়ি(01556643670)।
#দাঙগু এলিয়েন্স চাঙম, ঝিমিত কম্পিউটার সেন্টার, কলেজ গেইট দিঘীনালা(01558915098)।

#নারিকুল বাগান-দিঘীনালা-
দাঙগু ভূবন জ্যোতি চাঙমা, (010155-4774866), নারিকুল বাগান, দিঘীনালা।


#খাঘাড়াছড়ি-কলেজ
 দাঙগু নিয়ন চাঙমা, খাগাড়াছড়ি সরকারী কলেজ(01559415529)।

#মাটিরাঙ্গা-
#দাঙগু সোহেল চাঙমা, বরঝালা, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি(01556749880)।

#চাদেগাঙ-
#দাঙগু মিলন চাঙমা, ফ্রি পোর্ট, ইপিজেড, চট্টগ্রাম(01735347693)।

#বাবুছড়া-
#দাঙগু রিকেন চাঙমা আ দাাঙগুবী শ্রেয়সী চাঙমা বাবুছড়া(01820324419, 01559554184)

#ঢাকা-
#দাঙগু লিটন চাঙমা, রুম নং- ১০০৩, জগনাথ হল, ঢাকা (01515254995)।

#রাঙামাত্যা কলেজ আ মালছড়ি-
#দাঙগু রিতায়ন চাঙমা, রাঙামাত্যা কলেজ আ মহালছড়ি কলেজ(01854193110)

#লক্ষীছড়ি-
#দাঙগু প্রদীপ চাঙমা(0178-9105554), শুকনোছড়া, লক্ষীছড়ি; দাঙগু নকুল চাঙমা(0155-7432111), পিএফসি পাবলিক স্কুল, লক্ষীছড়ি সদর।

#বর্মাছড়ি-
 #দাঙগু শান্তি চাঙমা,(0155-3743199) হেড মাষ্টার, নারান্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, বর্মাছড়ি ইউনিয়ন, লক্ষীছড়ি।

#পানছড়িত
#দাঙগু সুমঙ্গল চাঙমা(01536002778) ও মুক্তা লাইব্রেরী, পানছড়ি বাজার।


#বান্দরবান-
ভজমান বি.জ্যোতি ভান্তে ইদু (ফেসবুক-B Jyoti Bhante) উদ বা পুরমারামারি গরিপারিবা(যোগাযোগ)।

লক্ষীছড়িত চাঙমা লেঘা কোর্স ফাঙগরা অয়ে

ফাংফগদাঙি ছুবি
এস্যে ৭এপ্রিল ২০১৭খ্রিঃ বেন্যা ১১টায় “এজ  নিজ’ ভাচ্, নিজ’ লেঘা শিঘি - জাত্তুরে তজিমপুর গরি” এই মুলুক কধায়ান মুজুঙে রাঘেই লক্ষীছড়ি পিএসি পাবলিক ইশকুলত তিন মাজ্যা চাঙমা লেঘা আঃ ভাচ্ শিক্খে কোর্স সিঝি ফাংফগদাঙ গরা অয়্যা।
ইয়োত মু’দেঘিয়ে গর্বাউনে কোইয়োন, গদেল গদেল মা’ বুগ সারাল্যা, চোগ পানি বেই যানার পর ২০১৭খ্রিঃ বাংলা সরকায্যা হিলত তিনান(চাঙমা, মারমা আ তিবিরে) ভাচ্চোই কুজি চিজিদাগীর বই ইশকুলত পিয়েই। মাত্তর, লাজেবার কধা অলেয়্যু আমি আমা লেঘানি ন জানি সিত্তেই শেঘেই ন পারির। তেহ্, বেক্কুনরে নিজর গরজে অামনর লেঘা, আমনর ভাচ শিঘিবাত্যা কুজোলী গজ্জোন।
দাঙগু ইনজেব চাঙমা কোইয়ে, “এযেত্তে সরকারর ছুটি দিনত সাঙু পাঠাগার আ চাঙমা সাহিত্য বা’ আউজো লুয়ে- লক্ষীছড়ি উপজেলাত পত্তিক হাই ইশকুলত ফ্রি চাঙমা লেঘা শেঘেবার, যুনি লক্ষীছড়ি উপজেলা এওজি’উনে এজাল দ্যুন।তেহ্ বেগর এজাল তবনা গরে। কিত্যাই, এ বজর চিজিদাগীরে আমনর লেঘা শেঘে ন পারল্লে এযেত্তে বজর দাঙর বেজালত পরিবাক ক্লাশ ওয়ান বই পেলে। সিত্যাই, এ বজর তারারে অঝাপাত্তু শেঘে পারল্লে আমাত্যাই দাঙর মঙ্গল অব ভিলি মনে গরে।কোর্সু জুগলিয়্যা, সাঙ পাঠাগর আঃ চাঙমা সাহিত্য বা ।

বুধবার, ৫ এপ্রিল, ২০১৭

জাগি উদ ভেই-বোন লক!!!


10926407_767852509976208_751273733972867801_nঅারাকান, অক্সাদেচ্, খেয়াংদেচ সমুত্তু নানাঙ দেচ চাঙমাউনে জয় গোচ্ছোন। সাধীন দেজর সাধীন মানুচ আ শাসক জাত এলাক। যদ্ধ গরি গরি উযেয় যিয়োন দেজে-বিদেজে। সুগ বাদে দুহ কারে কয় খবর ন পেদাক। ১৭৭৬ সালত ভাদ রাদ অলে গোটা বাংলাত এক তৃতীয়াংশ মানুচ যক্যে মানুচ অনাভাদে মরি যিয়োন সক্যে হিলর মানেইউনে ন খেই থেই ন পান। তা পরা ১৯৪৩ সালত ভাদ রাদত্তুয়্যু বগল সেরে দি পাদেদ্যুন। এই তথ্য মর নয়, ইয়ানি লিগি যিয়োন ব্রিটিশ আমলর জেলার শাসন কর্তা সুপারিনটেন্ডন্ট আ ডেপুটি কমিশনারউনে।



মাত্তর, এচ্যা! আমা জনম ভূমি কালা মেঘে ঢাকি যিয়ে। হিলর মানেউন কাটাশিঙোলর ঘিচ্ছে। আমি অধিকার৮ঈন জাত। আমা বোনর লো’য়ে রাঙা অইয়ে মা’মেদেনি। ভেইয়োর লোয়ে মোন – মুড় ভিজি যিয়ে। আমা বাপ-ভেইয়োর, মা-বনোর মরা কিজেক গোদা পিত্তিমীয়ান গুজুরি উদের। চোগর মুজুঙে আমা বোনুনরে ঝাপাদন, আমা ভেইউনরে বে’নেত্তোই বেন্নাদন। ভাঙা পয়জেউনে কারি নেযাদন আমা পূর্বপুরুজর ভূই জমি। ইক্যে গরি আমা জাদর মানেউনে ণেইয়্যা, নাধা উয়োন। খেই ন পেণ্যাই মরি যাদন। এচ্যে আমা জাত ভেইউন পিত্তিমী বুগত বাজি থেই পারাবাক না’পারিবাক সিয়ান অনিশ্চিত। হিল চাদেগাং বাদে পিত্তিমীত কন কিত্যাি জাগা নেই। অরাজনৈতিক অধিকার বাদে কন জাত পিত্তিমীত থিগি ন’পারে। হিলর মানেইউনর রাজনৈতিক পত্তম সনদ পা:চুক্তি এচ্যে পদদলিত।
তেহ্, জাগি উদ ভেই-বোন লক! পেরাশানি – তচ্যা খেইয়্যা মানেউনর দুক্কানি মিরতপুরি ভাবিচ। তোমা জাদর মানেউন এয জার আলু খেয় খেয় কনবাবত্যাই জীংকানি তোড়াদন। তুমি দেগর আদাম নেয়্যা মানেউন কিংরি দিন-কাল গঙে দেদন। সাজন্যা লামি এলে কেরোসিনর চেরাক্কুন মরা মরা গুরি জলদে দেঘা যায়। কিয়ে কিয়ে বেল পহরত ভাত খান। চাঙমাউনর চোগপানি, বুগর লো কাপ্তে গোদা বিদ্যুৎ তারার কপালত নেই। ঘর নেই, বাড়ি নেই, দেচ-জাগা নেই মানেইউনর সংখ্যা দিন দিন বাড়দন। এচ্যে, তারা আদাম ছারা যাদন নাড়েছড়ি, শুকনাছরি গঙ্গারাম, নন্দরাম থুম। সে জাগায়ানি কারি লদন, বিডিআর – আর্মি ক্যাম্প, সাজেক ভ্যালি, নীলগিরি, পর্যটন আ নানাঙ ইস্যু দেঘেই দেঘে। তোমা পূর্বপুরুষউনে কদক সুগে জীংকানি তোড়েযিয়োন। এচ্যে সিয়ানি দ্বি’ চোগত ভাজে। নেই কন অভাব-অনটন, ভেইয়ে – ভেইয়ে রুগরুগ্যা, মারা-মারি, ধুরি নেযা-নেযি নেই। নেই কিংসে-কিংসি, কদক আলুল্লো-দুলুল্লো মন।
বাপ-ভেইলক! তে তুমি এম এন লারমা নিদীসুদম্মোইজাগি উদ। তোমা দরেবার কিচ্চি নেই, তমা লগে হিলর মানেউন আঘন। তুমি বোম্বা আহ্দত লোই মুজুঙে আক্কো য। তোমারে কন জনে দোঙে ন পারিবাক। জয় তোমার কামাক্কাই এব।
এক জন মানুচরে বন্দীগরি পারে, তচ্যা-পেরাসানি আ ফারক গরি পারে মাত্তর, তার যে নীদিসুদোম আ তে যে সংগ্রমর নিঝেনী সিয়ানি বজ্ গোরি ন পারে। ব্রিটিশ ভারদ সংগ্রামীউনরে ইংরেজী শাসক্কুনেকধটক সন্ত্রাসী। স্বশস্ত্র লাড়েই চলাকালিন অক্তত তোমা জাদর অধিকারকামিউনরে শাসক গোষ্ঠীউনে সন্ত্রাসী কোই বদনাম গত্তাক, মিডিয়াত ফগদাং গত্তাক। মাত্তর জাদর অধিকার কামিউনে জাদর এরানত্তে, জাদর মুক্তিত্তেই শাসকগোষ্টিউনর বিরুদ্ধে লাড়েই গচ্চোন-গত্তন। তোমা জাদর মানেউনর জীবনর দুগ, পেরাশানি,তচ্যা, আজা স্ববন জীবনর সংগ্রাম, জয় পরাজয় বেক আমল গরিবার, ভাবিবার অক্ত ইচ্চে। তেহ্, জাগি উদ- আর নয় ভেইয়ে ভেইয়ে রুগ’রুগ্যা।

মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭

সমাজর মানেইউনর ইদু তুদি গরির, তুমি আমারে এজাল দিলে আমি হামাক্কাই এই কামান উবে পারিবং।





পরাকপাল্যা চাঙমাজাত্তু শত্ শত্ বজর ধুরি তচ্যা পেরাশানি খাদে খাদে জীংকানি তোরেবাত্যা নানাঙ জাগাত্ ফুত্তোপারা অই ছিদি পুরি আঘন।  কন দেজত্ জাদর পাজানি আরে ফেল্লোন-আরে ফেল্লোন ওক্কোর-ভাচ। কিত্যাই, অন্য জাদত্তুন চুসোন খাদে খাদে আজু-বেবেদাগী পজ্জন শোনেবার কুরি ফেল্লোন দনিয়ে চিদে গত্তে গত্তে। সিক্যে গুরি বার্মাত আঘন্যা চাঙমাউনে মা’ ভাচ, চাঙমা ভাচ আজে ফেল্লোন। মিজি গেলাক বার্মা সসাগর ফিত্তিত্। আজার দুগর ভিদিরে ভালেদি অলদে  তারার ইক্কে চেদন এ’যিয়ে। আমা হিলত্তুন পিনোন্-খাদি, বই বিজগ থোবে নেযাদন। আ সিধু চাঙমা মিলে হিলত বুনকাদা শিঘিবাত্যা পাদেবার এক্কান পুদুপাদা চলের বিলি খবর পা যার।
ও জাদর বাপ-ভেই, মা’ বোনুন! আমিয়্যু তারার দঝাত পরদে বেচ সময় ন’ লাগিব। যুনি আমা চোক্খু লাম্বা ন গরি। যুনি আমি জধা অই জাদ কাম গরি ন’ পারি। যুনি আমি আমা ওক্কোর-ভাচ, সাহিত্য-সংস্কৃতি, মা’বোন আ ভূমি রক্ষে গরি ন পারি। সিত্যাই মুই কোম , ‘‘গাজত ফুল ন ফুদিলে মুধু পেবং কুধু, জাত ন’ বাজিলে ধর্ম থেব কুধু?’’ ইয়ান ম কধা নয়, আমা কবি শিবচরণ কধা। আমাত্তুন কিয়োঙত, ইশকুলত, দোকানত আ পদমুঅত অঝাপত ওক্কোরলোই সাইন বোর্ড টাঙে দি’ পরিব। সাহিত্য সংস্কৃতি কাম্মোউনরে এজাল দি পরিব। সক্যে থিগি থেব ভাচ, ভাচ থিগি থেলে বাজিবু জাত-জাদর নাঙ, মাজার - নিঝেনী আ থিদববরী অব সাহিত্য সংস্কৃতি। এই পোইদ্যানে ‘‘সাঙু পাঠাগার’’ আ ‘‘চাঙমা সাহিত্য বা’’ নিআলঝি গরি কাম গরি যার। এই কামানত আমি তমা এজাল পেবার চেই।
এযেত্তে এপ্রিল মাজর ৭ তারিখ, ২০১৭ খ্রিঃ লক্ষীছড়ি উপজেলাত চাঙমা লেঘা কোর্স “সিঝি ফাংফগদাঙ” অদ যার। ইয়োত চাঙমা লেঘা শিঘিয়ে এন্ট্রি গরা আগে বানা ৫জন। হয়দ, ভাবদে লাজ গরে পারা। আজলে লাজেবার কিচ্ছু নেই। আমি বেগে খবর পেই খাগারাছরি জেলা সেরে লক্ষীছড়ি উপজেলাবু  রুকখা্ঙ্যা এক্কান জাগা। সিত্যাই মনর আওজ থানার পরও শিঘি ন পাত্তন। তেহ, আমি চিন্তে গরির লক্ষীছড়ি  উপজেলাত যেদক্কানি হাই ইশকুল আগে পত্তিক ইশকুলত ৭দিন গরি ফ্রি চাঙমা লেঘা শেঘানা সাতকাম। মাত্তর! আমার মন বল আগে - ধনর বল নেই। এই পোইদ্যানে সমাজর মানেইউনর ইদু তুদি গরির, তুমি আমারে এজাল দিলে আমি হামাক্কাই এই কামান উবে পারিবং।

যারা “সাঙু পাঠাগার” ও চাঙমা সাহিত্য বা’র তত্ত্বাবধানে চাঙমা লেখা ও ভাষার নিরব সংগ্রামে চালিয়ে যাচ্ছেন। তাঁরা হলেন-

দাঙগু বিকেন চেগে, প্রশিক্ষক, বরঝালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা, খা/ছড়ি।
দাঙগু এলিয়েন্স চাঙমা, প্রশিক্ষক বাবুছড়া ফ্রেন্ডশিপ স্কুল, দিঘীনালা, খা/ছড়ি।
দাঙগু ইনজেব চাঙমা, সেন্টার পরিচালক ও প্রশিক্ষক।
দাঙগু রিপন চাঙমা, প্রশিক্ষক, উত্তর রেংকার্য্যা উচ্চ বিদ্যালরয়। মেরুং দিঘীনালা, খা/ছড়ি।

দাঙগু সৌখিন চাঙমা, প্রশিক্ষক, চংড়াছড়ি উচ্চ বিদ্যালয়, মেরুং, দিঘীনালা, খা/ছড়ি।
দাঙগু সুমিত্র চাঙমা, প্রশিক্ষক, সাাঙু পাঠাগার, মেরং, দিঘীনালা, খা/ছড়ি।


আর দাঙগু সুমন চাঙমা, প্রশিক্ষক, রেংকার্য্যা উচ্চ বিদ্যালয়, মেরং, দিঘীনালা., খা/ছড়ি। দাঙগু রত্মসেন চাঙমা, প্রশিক্ষক, কিনেরাম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মেরুং, দিঘীনালা, খা/ছড়ি।

রবিবার, ২ এপ্রিল, ২০১৭

“এ্যা ভাজর লাড়েই বানা শহরত নয়, মোন-মড়ো, কোনা-কুনি সেরে ছিদিদ্যি পরিবু” - দাঙগু ইনজেব চাঙমা

“এ্যা ভাজর লাড়েই বানা শহরত নয়, মোন-মড়ো, কোনা-কুনি সেরে ছিদিদ্যি পরিবু। আমি বানা যিয়েত গাড়ি যেই পারে সিয়োত অঝাপাত আ ভাজর কোর্স  চালু গরির। আমাত্তুন এদক্যে মন জুগোল গরি থোইপরিব আদামে আদামে এই কোর্সু ছিদি দি পরি, সাঙু পাঠাগার আ চাঙমা সাহিত্য বা’ ইক্যে লক্ষিছড়িত সংএই পোইদ্যানে কাম গরের।”
গেলদে ১ এপ্রিল ২০১৭ খ্রি: রাঙামাত্যা জেলা লংগুদুু উপজেলাত ১নং আটারকছড়া ইউনিয়নত বটতলাইয়ত “পহর ছিদো ‘র সংস্থা ওফিস আ  চাঙমা লেঘা শিঘিয়ে পর্বোয়ালগরে সার্টিফিকেট ভাকগরি দেনা জুগলিয়ে খলাবুত  মুলুক গর্বা কধগীত দাঙগু ইনজেব চাঙমা চারু এই কধানি কোইয়ে।
দাঙগু ইজেব চাঙমা চারু কধা কর।       ছুবি: জ্ঞানময় চাঙমা
তেহ্ আ-র কোইয়ে, “সার্টিফিকেট পানা ডাঙর কধা নয়, চযযা গরানা অলদে আজল কধা।নিজ আওজে, নিজর ধারাজে অঝাপাত্তোই লিকখে বই থোবে থোবেই আমাত্তুন চযযা গরাপরিব। এস্যে চাঙমা ওক্কোরলোই “কোরইদি, ফদন্দি ফুল তুম্বাস” নাঙে তিন মাজ্যে সাহিত্য পত্রিকা ফগদাঙ অয় সিয়ানি আ বইয়ুন উদ লবাত্যা  আ জন এওজিউনরে টেঙাবল-মনরবল দিবাত্যা কুজোলী গজ্জে সাঙু পাঠাগারর জধানানু দাঙগু ইনজেব চাঙমা।
বটতলাত ভাঙাসাঙা চিগোন ইক্কোগুদি “পহর ছিদোক ওফিস’ত এ খলাবু জুগোল গরা অয়্যা। এই খলাবুত খলানানু এল পহর ছিদোকর জধানানু দাঙগু জ্ঞানময় চাঙমা, নকবাচ্যা গরবা ১নং আটারক ছড়া ইউনিয়ন চেয়াম্যানর এওজি ইজেবে  দাঙগু যতিন বিকাশ চাকমা,৩নং ওয়ার্ড সাবাঙ্গী, মুলুক গর্বা এল দাঙগু শান্তি চাকমা,“চাকমা ভাষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র”,কল্যাণপুর,রাঙ্গামাটি সমুত্তু চাগালা মুলুক মুলুক মানেউন।




বুধবার, ২৯ মার্চ, ২০১৭



Rinky Chakma
BIO

State Representing: Tripura
 
School: Eklavya Model Residential School

College: IGNOU

Profession: Student

Interests: Singing and Dancing
http://beautypageants.indiatimes.com/photo/23655827.cms
Favourite quote:
Our prime purpose in this life is to help others, if you cant help them, atleast dont hurt them - Dalai Lamahttp://beautypageants.indiatimes.com/photo/23655833.cms

যে কথাটি বলতে চাই


দিন চলে যায় রাত আছে। আবার ভোর হয়। এভাবে হু হু কৌকিলের সুরে বসন্ত চলছে বিঝু’র আগমনী বার্তা নিয়ে। ক’দিন পর বিঝু পরেই নূতনের আবাহন। জীর্ণ - দিনের বেদনার অতীত শেষে নূতন অহনার স্নিগ্ধ উল্লাস আজ দুয়ারে দাঁড়িয়ে। এমনই আবহে আমরা দিন বদলের স্বপ্ন দেখি, দেখি কুস্কংকার মুক্ত আদর্শ সমাজ গড়তে। দুঃখ - দীর্ণ বিগত দিনের স্মৃতিতে দাঁড়িয়ে আমরা দেখি সমৃদ্ধি পৃথিবী। যেখানে ভাইয়ে-ভাইয়ে ভালোবাসা রামায়নের রাম-লক্ষণকে হার মানাবে। এমনই স্বপ্নময় সৌনালী দিনের মায়াবী বিভায় আমরা চলেছি নূতন পথ। সাঙু পাঠার স্বপ্ন দেখে মননশীলতার দৈনতা থেকে বেরিয়ে এসে ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমাজ ও আদর্শ জাতি। তথা আত্মনির্ভরশীল সমাজ। স্বপ্ন দেখে জাতির অঝাপাত, ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধি পথে এগিয়ে নিতে। এ স্বপ্নকে স্বর্গ হতে মাটিতে এনে বাস্তবরূপ দিতে দৃঢ় প্রত্যয়ে আজ সাঙু পাঠাগার রেংকার্য্যা উচ্চ বিদ্যালয় হতে লক্ষীছড়ি উপজেলা পর্যন্ত চাঙমা লেখা(অঝাপাত), ভাষা কোর্স পরিচালনা করে যাচ্ছে।
আমরা সবসময় আশা নিয়ে থাকি, আশা নিয়ে বাঁচি। আজ পার্বত্য চট্টগ্রামে দুঃসময়। যদিও বিভিন্ন রঙ্গতামাশা করে সে দুঃসময়কে সুসময় করার ব্যর্থ প্রয়াস একটি মহল চালায়। এ দুঃসময় একদিন কেটে যাবেই, অন্ধকার রাতের পর সৌনালী রোদ্রু ঝলমল করে তোলে গোটা পৃথিবীকে। কেননা, সামনে আসছে আপসহীন, রুখে দাঁড়ানো প্রজন্ম, তা যত ক্ষুদ্র আকারেই হোক না কেন।
ইতিহাসের ধারা চির বহমান। কাল অতিক্রম করে হয় অতীত। আজ যা কিছু অনাগত ভবিষ্যৎ কাল তাই বর্তমান। সুতরাং, ইতিহাস হলো মানুষ ও প্রকৃতি মহাকালের স্রোতধারা। সেই স্রোতধারায় তথ্যপ্রযুক্তি যুগে আমাদেও সমাজ অত্যধিক ক্ষুদ্র ও শুন্য। তাই আমরা ছোট্ট অবোধ শিশুর মতো নিশ্চুপ থাকতে পারিনা। অজানাকে জানার, অচেনাকে চেনা তথা আকাশ - পাতাল সব অংশকে জানার আমাদের এ্ই ক্ষুদ্র প্রয়াস হলো সাঙু নামক পাঠাগার প্রতিষ্ঠা করা।
দায়িত্ব মাত্রেই কঠিন। মানুষতো! তার পরও সাঙু পাঠাগার প্রতিষ্ঠাতা কঠিন দায়িত্ব পদে কারণে আহুত আপদ যেনো। এই আগুন মুখো কর্মে যাঁরা কায়িক, মানসিক ও আর্থিক সহযোগীতায় দিয়েছিলেন তাঁহাদেরকে জানাই আমায় নির্মল ভালোবাসা, বিঝুর শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা জানাই তাঁহাদেরকে যাঁরা বই সহযোগীতা দিয়েছেন(#দাঙগু, সুকৃতি চাঙমা, #দাঙগু রিকেন চাঙমা, #কেভি দেবাশীষ চাঙমা #দাঙগু সুসময়চাঙমা, ও #বিপ্রদাশ বড়ুয়া)। আরো কৃতজ্ঞতা সাথে স্মরণকরছি দাঙগুবী শতরূপা চাঙমাকে। তিনি পাঠাগারে বুক সেল্প দিয়েছেন আর একটি ল্যাপটপ দেওয়ার জন্য বলেছেন। সর্বশেষ সবাইকে আগাম বিঝুর শুভেচ্ছা জানিয়ে আমাদের ভাষার সংগ্রামে অংশীদারী হবেন এমন প্রত্যয়। ধন্যবাদ।
নিবেদক
দাঙগু ইনজেব চাঙমা চারু
সভাপতি
সাঙু পাঠাগার

তোমাদের জন্য শোক




১৯৮৫ ইং ১৯ শে ডিসেম্বর
যারা রঞ্জনমনি কারবারী পাড়া, এবং
লোগাং, লংগদু, নানিয়েচর তথা
পার্বত্য চট্টগ্রামে গণহত্যায়
আর্মি, বাঙ্গালী কাছে প্রাণ
হারিয়েছেন তাঁদের মর্মামিত্মক
মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

জীবনে তরু হতে ঝড়ে গেলে যারা
অতিদূর আকাশে মিটিমিটি তারা
ভূলিনাই পৃথিবীর কেউ
তোমরা তো আমাদের শানিত - ধারা।
                                  -সাঙু পাঠাগার।

কেন আঞ্চলিক স্বায়ত্ব শাসন?

বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির নিকট পার্বত্য চট্টগ্রামের জনগণের শাসনতান্ত্রিক অধিকার দাবীর- আবেদন পত্র গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের ভাবী ...