বুধবার, ১ আগস্ট, ২০১৮

সে দিন

১নং মেরুং ইউনিয়ন(দিঘীনালা খাগড়াছড়ি) সেটেলার বাঙ্গালী দ্বারা ধর্ষণে মৃত্যু তিন জন (আমার জানার মতে) ১। রুনা চাঙমা (৮ম শ্রেণি) ২। চম্পা চাঙমা (৫ম শ্রেণি) ৩। পুনাতি ত্রিপুরা(৫ম শ্রেণি)।


সবুজ শ্যামল পাহাড় আজ মরুভূমি
ছড়া ছড়ি পানি বিহীন
পাবর্ত্য চট্টগ্রাম আজ বিচারহীন সংস্কৃতি।
তবুও বিশ্বাস করি, বুকে স্বপ্নগুলো এখনো
২৮জুলািই ২০১৮ পূণাতি ত্রিপুরা ৫ম শ্রেণি

চিৎকার করে বলে-
সামনে আসছে সুদিন।
রুনা, চম্পা, পুনাতি জন্ম নেবে
সে ধনপুদি- দূর্গা মা হয়ে।
সে দিন,
কেটে যাবে আধার
শশ্মানে ফুটবে ফুল
ভ্রমরা গুণজনে, মা- বোনে প্রাণের উজার হাঁসি
ছেয়ে যাবে আমার প্রাণ প্রিয় জন্মভূমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কল্পনা চাকমা কেবল অপহৃতই হননি, সেইসঙ্গে অপহৃত হয়েছে পাহাড়ের মানুষগুলোর সবুজ স্বপ্ন, তাঁদের রক্তিম ভবিষ্যৎ: মো. জাবির আহমেদ জুবেল

১৯৯৬ সালের ১২ই জুন অপহৃত হন কল্পনা চাকমা। তিনি কেবল অপহৃতই হননি, সেইসঙ্গে অপহৃত হয়েছে পাহাড়ের মানুষগুলোর সবুজ স্বপ্ন, তাঁদের রক্তিম ভবিষ্যৎ।...