মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮

‘‘জাদর ভাচ, জাদর লেঘা শিঘানা সাত কাম’’- দাঙগু সুগত প্রিয় চাঙমা।


বাবুছড়া ফ্রেন্ডশিপ ইক্কুলত “সাঙু- ২০১৭” চাঙমা লেঘা বই ভাক গরি দেনা ছবি।
রামনিধি গুপ্ত কোইয়ে,
‘‘নানান দেশের নানান ভাষা।
বিনে স্বদেশী ভাষা,
পুরে কি আশা?
না, আশা পুরে না।’’
এচ্যে ফাওন আ ভাঝর মাচ। নানাঙ ফুল রঙে মিজি আঘে মা মেদেনি। সিক্যে গরি চাঙমা ভাচ্ছানরে ছিদি দিবাত্তে এগামনে এগাচিত্তে নিআলজি গরি নিগুচ নিগুচ কাম কাম গরি যাদন চাঙমা সাহিত্য বা আ সাঙু পাঠাগার কাম্মোউন।
এচ্যে বাবুছড়া ফ্রেন্ডশিপ ইক্কুলত জাদর নুয়ো পিড়িউনরে মাগানা ‘‘সাঙু- ২০১৭’’ বইবো ভাক গরি দেনা ফাংশানত মু দেঘেয়্যন ৫নং বাবুছড়া ইউপি চেয়ারম্যান দাঙগু সুগত প্রিয় চাঙমা কোইয়ে, ‘‘জাদর ভাচ, জাদর লেঘা শিঘিানা সাত কাম’’ । ইয়োত আর মু দেঘেয়্যন ফদাঙতাঙ ক্লাবর জধানানু দাঙগু নিউটন চাঙমা, ভজমান মুরম্নববী দাঙগু অরুন বিকাশ চাঙমা, বাবুছড়া ফ্রেন্ডশিপ হেডমাস্টর দাঙগু তিমির বরণ চাঙমা আ চাঙমা সাহিত্য বার দাঙর কাবিদ্যাঙ ইনজেব চাঙমা, এজাল দাঙর কাবিদ্যাঙ দাঙগু সম্ভু মিত্র চাঙমা, বা কাবিদ্যাঙ দাঙগু এলিয়েন্স চাঙমা, ফগদাঙ আ ছিদানা কাবিদ্যাঙ দাঙগুবী শ্রেয়সী চাঙমা, ভান্ডালি কাবিদ্যাঙ দাঙগু পরেশ চাঙমা, দপ্তর তথ্য আ গবেষণা কাবিদ্যাঙ দাঙগু নভেল চাঙমা, সাবাঙ্গী প্রিয়সী চাঙমা আ বাবুছড়া কলেচ ধেলা জধানানু দাঙগু সোনামনি চাঙমাসমুত্তু বাবুছড়া ইউপি ধেলা জধানানু দাঙগু রিকন চাঙমা।

              এক্ রাজা তিনান্ পুজোর্ (প্রশ্ন) জোপ্ (উত্তর) চায়। বেগত্থুন দাঙর সাতকামর(গুরম্নত্বপূর্ণ) অক্ত কি? বেগত্থুন্ দাঙর্ সাত্কামর্(গুরম্নত্বপূর্ণ) মানুচ্ কন্না? আ বেগত্থুন্ দাঙর্ সাত্কামর্(গুরম্নত্বপূর্ণ) কাম্ কি?
       রাজা গোদা রেয্যত্  ঢুল্ দিল, যে তারে এই তিনান্ পুজোর্ মেহ্ত ভাঙি দি পারিব তে তারে গধেল্ গধেল্ বুকশিচ্ দিব। রেয্যত্ কেইবান্যে কেইবান্যে কধগী, পুন্ডিক্খুন্ এলাক্ মাত্তর্ রাজারে এই কধানির্ মেহ্ত্ ভাঙি দি ন পারন্। এক্ জনর্ কধালোই আর একজনর্ কধা কন মিল্ নেই। শেজে রাজা খবর্ পেলদে এক্কো সাধুর কধা। তে থেদ ঝারত্।  তেহ্ খামাক্কাই গিয়েনী। এক দিনে রাজা অন্য ভেদ্ ধরি সাধুবু ইধু যিয়ে। সাধুবু সক্যে এক্কান ফাগারালোই গাত্ কুরের। রাজা তাত্থুন পুজোর গরে বেগত্থুন দাঙর সাতকাম্যা (গুরম্নত্বপূর্ণ) অক্ত কি,  বেগত্থুন দাঙর সাতকাম্যা(গুরম্নত্বপূর্ণ) মানুচ্ কন্না আ বেগত্থুন দাঙর সাতকাম্যা(গুরম্নত্বপূর্ণ) কাম কি? সাধুবু কন কধা ন কয়। তা মনে তে গাত্ কুরের। রাজা কল, মরে ত’ ফাগারান দে, মুই তরে বল্ দুঙ। সাধুবু জেরার্ আ রাজা কাম গরের। এ অক্তত ইক্কু মানুচ ফোবে ফোবে তারা কায় এল। বুগত্ ঘোবা। রাঙা লো থেপ্ থেপ ঝুরি পরের। রাজা আ সাধুবু দ্বি’জনে তারে চিকিৎস্যে গরলস্নাক। তে কল, রাজার পুরণ শুত্রম্ন তেহ। রাজারে মারিবাত্যাই যেনেই রাজা সৈন্যউনে খবর পেনেই তারে মাজ্জোন্। রাজালোই তেহ্ হাদ মেলেল। সাধুবো কল, রাজা, ত’ তিনান্ পজোরর উত্তর দ্যি অয়্যা।
       বেগত্থুন দাঙর সাতকামর (গুরম্নত্বপূর্ণ) অক্ত(সময়) অলদে: ইক্যে (এখন),  রেগত্থুন দাঙর সাতকামর্ (গুরম্নত্বপূর্ণ) মানুচেছা অলদে: এ অক্তত ত’ কায় যে আগে আ বেগত্থুন দাঙর সাতকামর (গুরম্নত্বপূর্ণ) কাম হ্লদে: মুজুঙত যে আগে-তারে উপকার গরানা। থিক সেধক্যে্ইক্যে আমার, বেগর সাত কাম অহলদে জাদর লেঘা চাঙমা লেঘা শিঘানা গরচ অই পচ্যে কধা আন কধগীউনে কলাক।



শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮

জাগি উত্তোন মোন মুড়

মিলেনিয়াম ভেই বোনছড়া হাই ইক্কুল।ছবি: জুনু চাঙমা
দিন বিদি গেলে রেত অয় আর’ পহর অয় এধক্যে গরি সাপ্তা, মাচ, বজর বিদি যেই ফিরি এযে ফ্রেব্রুয়ারী। ভাঝর মাস। এই ভাঝর সাজত ২তারিখত চাঙমা সাহিত্য বা আ সাঙু পাঠাগার অতালিয়ে আওজে মিলেনিয়াম ভাইবোনছড়া হাই ইক্কুলত “চাঙমা লেঘা সার্টিফিকেট কোর্স’ ফাঙফগদাঙ গরানা পর ১৬ ফেব্রুয়ারী ২০১৮ ক্লাশ আরকানি গরা অয়্যা।
ক্লাসত দেঘা যিয়ে বেচভাক মিলে শিঘিয়ে। ইয়ান খামাক্কাই জাদর ভালেদি কোই যায়। সমাজত মিলেউনরে নানাঙ কামত সরিত বা কাবিল ন’ অহলে জাত মুজুঙে আক্কোই যানা দুর’ কধা, ভচ যেদ’ কয়। সিত্তেই, আমি যক্যে শ্রেয়সী চাঙমা লোই সেন্টারত লুমিলং চাঙমা লেঘা শিঘিয়ে পুঅ/ঝিউনরে দিঘিনেই আজার দুগত বুক ভরি যেয়ে। এই সেন্টারত ৪৩ জন শিঘিয়ে আ দাঙগু সমঙ্গল চাঙমারে চাঙমা লেঘা মাস্টার ইজেবে কাম দিয়্যা অয়্যা।  

বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮

“চাঙমা সাহিত্য বা’ সাহিত্যর কাম্মোউন ইক্যে মাদত

ছবি: গঙ্গারাম মুখ স: প্রা: ইক্কুল, ধর্মবিকাশ চাঙমা।
নানাঙ অটনর ভিদিরে আমি আমা মা ভাচ্ছান থিদ’, আগাজর সুক তারা সান ধকধক্যে গরি পিত্থিমি বুগত ফুদে তুলিবাত্তে লেঙে লেঙে, ফোপে ফোপে, আধালং-পাধালঙ গরি হনসুকসুক্যা দিনমাধানত নিআলঝি গরি কাম গরি যাদন “চাঙমা সাহিত্য বা’ সাহিত্যর কাম্মোউন।

গেলদে ২ ফেব্রুয়ারি ২০১৮ খাগাড়াছড়ি সদর উপজেলা ভেইবোন ছড়া মিলেনিয়ান ইক্কুলত চাঙমা লেঘা সার্টিফিকেট ফগদাঙ গরানা পর এচ্যে ৮ ফেব্রুয়ারি ২০১৮ইং সাজেক ইউনিয়নত গঙ্গরাম মুখ সরকারি প্রাইমারি ইক্কুলত চাঙমা লেখা সার্টিফিকেট কোর্স ফগদাঙ গরা অয়্যা।

রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮

“দাঙগু কৃষ্ণ কিশোর চাঙমার হিজু কধা”

যে মানুচ ও হিল ট্রাক্স’ওত বুগ’ত লেগাপড়া শিঘানার বোম্বাবো বেগ পল্লেদি জ্বালেয়্যা,অজ্ঞান আন্ধার ধুর গরিবাত্তে শিকখের পহর চের কিত্তেনদি সিদি দিবাত্তে কম গচ্ছে তে অলদে কৃষ্ণ কিশোর চাঙমা | বারি দুগোর কধা অলদে আমা নুও যুগর মানুচউনে বেচ ভাগ তারে এজ ন’ চিনোন | তারে বেক্কুনে চিনেবার ধারাজে মুই কিজু লেঘিবার চেচ্টা গরিলুং | কৃষ্ণ কিশোর চাঙমা তে জনম লোয়ে ১৮৯৫ সালত ১৪ই জুলাই রাঙামাত্যা জেলার নানিয়ারচর উপজেলাত হেরেতকাবা মোনতলা আদামত | তা মা নাঙান অলদে সুন্দরবি চাঙমা তা বাবো নাঙান অলদে চান্যমুনি চাঙমা | তে এলদে বেগ দাঙর পোঅ, চিত্ত কিশোর চাঙমা ও হরকিশোর চাঙমা নাঙে তা তলেদি আর দি ভেই এলাক | তারা মা বাপউনে খুউব শিক্ষে গমপেয়ে মানুষ এলাক | এ সেনত্তে অগুর আদাম সেরে তেলে ও বেক্কুনে বড় বড় লেঘাপড়া সিগি পাচ্ছন | কৃষ্ণ কিশোরে ১৯১৯ সালত চাদিগাং কলেজত্তুন বিএ পাস গচ্ছে | ১৯২০ সালত তে হিল ট্রাক্স’অত শিক্ষে বিভাগত সাব ইন্সপেক্টর ইজেবে তা চাগরি গরানা জিংহানি পগদাং গচ্ছে | জুম্ম জাত্তোরে উজে নেজেবাত্তে শিক্ষে’আন আত্তের ইজেবে লারচার গরিবার ধারাজে গদা জিংহানিআন নে আলসি গরি তে হাম গুরি যেয়ে | সেক্কে দিনোত গাড়িগরা,মোটরবোট ইয়ানি ন এল এ সেনত্তে দুরত এজানা যানা হুব দুগোর এল | স্কুল কলেজআনি এলদে মেইল তিগে মেইল দুরোত | এ সেনত্তে সেক্কে দিনো বাপ,মা উনে হারাক্কাই লেগাপড়া শিগে বার ন সেদাক | সিয়ান ছাড়াও সেক্ষে যুগত রাজার শাসন আমলত রাজবংশীয় দেওয়ান,তালুকদার,খীসা এ উজুবংশ মানুষউন বাদে সাধারণ মানুষউনোর লেঘাপড়ানা আন উজুবংশ মানুষউনে গম চোগে ন সেদাক | কৃষ্ণ কিশোর চাঙ্গমা’লগে তারা গদা গোরবো’বো এ অন্যেই হামানি,রাজবংশীয় শাসনশোষণ’অর বিরুদ্ধে আঙ্গুল তুলিনে হদা হইওন | কৃষ্ণ কিশোরে স্কুলয়ে পোউনোর মা বাপ উনোরে তারা পোছাবাগুন স্কুলত পাদেবাত্তে পরামর্শ দেনা , স্কুলআনিত্তে সরকারি অনুদানর ব্যবস্থা গরি দেনা , স্কুলত ছাত্র তগেই দেনা ,নুও মাস্টরউনোরে চাগরি দেনা,টালেন্টপুল ইস্কুল্যে পোগুনত্তে বৃত্তি ,স্টাপিন্ড যুগোল গরি দেনা,উচ্চশিক্ষে লভার সুযোগ গরি দেনা এ হামানি গদা জনমান গরি যেয়ে | সাব ইন্সপেক্টর এলদে অক্তত তে মাঝেমধ্যে সাইকেল’লই যেই,দুরত পথ আদিনে শিক্ষে’র পহর ছিদি দেনার হাম গরি যেয়ে | তে পত্তম হিলট্রাক্সত ইংরেজি শিগানা চালু গচ্ছে | ১৯২২ সালত মগবান ইউপি স্কুল ও সুবলং ইউপি স্কুল,খাগড়াছড়ি ইউপি স্কুল আনি বানাদে ও তুলোদে তে নিজেআদে বল দে | সিয়ানি ছাড়া ও ১৯২৩ সালত মহাপ্রুম এমই স্কুল, রামগড় এমই স্কুল, পানছড়ি এমই স্কুল, দিঘীনালা এমই স্কুল এবং তুলাবান এমই স্কুল এ স্কুলানি বানাদে তে যে সাহায্যআনি গচ্ছে সেনত্তে তা নাঙ্গান সে স্কুলআনি যেদক দিন তেব সেদক দিন পুরি ফেলেই ন পারিবাক | কৃষ্ণকিশোর ও তা আমলত জুম্মউনে যে শিক্ষে আন্দোলন শুরু গজচ্ছোন সিয়েন যুগযুগ ধরি প্রজন্ম বেধে এজ চলের | তারা দেগে যেয়ে পদনদি আদিনেই এজচে চাঙ্গমা জাত্তো ইদ্দুর শিক্ষিত ওয়ে | গত হয়েক বজর আগ সরকারি জরিপ অনুসারে চাঙ্গমা জাত্তো ৭০ ভাগত্তুন বেজ শিক্ষিত | ইদ্দুর পদ এই পাড়ানার পিচ্ছেন্দি তার অবদান বেগত্তুন বেজ দাঙ্গর | ইয়োত এক্ষান হদা তুলি ধরানা উচিত সিয়ান অলদে মুলত কৃষ্ণ কিশোর চাঙ্গমা তার জিংহানির বেজভাগ সময় রাঙ্গামাত্তে হাদেয়ে আর জুম্মউনোর মধ্যে রাঙ্গামাত্তে বেজ চাঙ্গমা তেদাক এ সেনত্তে চাঙ্গমা’উনে বেজ তার হামোর উপকার পেয়োন | সে লগে লগে যে মারমা,ত্রিপুরাউন এলাক তারা ও শিক্ষের বেল ছদক পেয়োন | তঞ্চঙ্গ্যা, বম, খুমি, পাংখোয়া, খ্যাং, লুসাই, মুরুং ও চাক,যে জাদ মানুষউনে আর গভীন জারত তেদাক এ সেনত্তে তারা ইদু শিক্ষের পহর লুঙ্গদে আর বেজ সময় লাক্কে | সিয়ান ছাড়া ও চাঙ্গমাউনো হদা ভাষআনিলোই তারা ইয়ানি ন মিজানার কারনে ও তারা ইদু শিক্ষে পহরআন লুঙ্গদেগোই হুব সময় লাক্কে | কৃষ্ণ কিশোরে যে শিক্ষে বোম্বাবো জ্বালে দি যেয়ে তার মরানার পরেনদি মোনঘর স্কুলআনে হিলট্রাক্স’অ তিনজেলার জুমজাদোর বেগ জাদউনো ইদু সে শিক্ষে পহর আন আর বেস গরি সিদি দে দে হাম গচ্ছে…এবং এজ গরি যার | নানাবাবত্ত্যে কুসংস্কার ও হারাপ রিদিসুদোমানি দূর গরদে ও কৃষ্ণকিশোর চাঙ্গমার যথেষ্ট হাম গরি যেয়ে | দুগোর হদা অলদে জুম্মউনোর শিক্ষে ছড়ে দিয়ে বাত্তিবো মাত্র ঊনচল্লিশ বছর বয়সে ১৯৩৫ সালত তে মারা পজ্জে | হিলট্রাক্সত পার্বত্য চুক্তি সই অনার পরেদি পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদে শিক্ষে ছড়ে দেনাত বিশেষ অবদান রাগানার হারণে ২০০১ সালত কৃষ্ণ কিশোর চাঙ্গমারে মরোণত্তর সন্মাননা দে …| এজ আমি বেক্কুনে এ বিরেট মনর মানুষঅরে শ্রদ্ধা গরিনে সিদত্তুন জু জু জানেই | তা দেগে যেয়ে পদেনদি আদিনেই,জুম্ম জাত্তরে চের হিত্তেনদি উজে নেজেই | জুম্ম জাদর জয় ওক …|
কপি: Published by© Ampition chakma

শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮

‘‘এয, নিজ’ ভাচ্, নিজ’ লেঘা শিঘ জাত্তোরে তজিমপুর গরি’’ ২০০৪ হতে ২০১৭ পর্যন্ত চাঙমা্ সাহিত্য বা ও সাঙু পাঠাগার যৌথ উদ্যোগে কার্যক্রম। পোস্ট শিরোনাম


২০০৪ সাল রাঙামাটিতে মাননীয় মণি স্বপন দেওয়ান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন।

২০১৫ ইং দাঙগু সুমসময় চাকমা ভাইস চেয়ারম্যান দীঘিনালা উপজেলা পরিষদ ১,৫০০ টাকা আর্থিক অনুদানে দীঘিনালায় নতুন করে চাকমা বর্ণমালা ও ভাষা প্রশিÿণ কার্যক্রম শুরম্ন এবং ২০১৭ ইং দাঙগুবী শতরূপা চাকমা(সদস্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ) ১০,০০০ টাকা আর্থিক সহযোগীতাই ৩৫ জন চাকমা বর্ণমালা প্রশিÿনার্থীদের ৩ দিন চাকমা বর্ণমালায় প্রশিÿণ দিয়ে বিভিন্ন বিদ্যালয়ে চাঙমা বর্ণমালা প্রশিÿণ কোর্স চালু করা হয়।
নিমেণ দেওয়া হলো

২০১৫ সাল
ফ্রি চাঙমা লেঘা সার্টিফিকেট কোর্স
1.      উত্তর রেংকার্য্য উচ্চ বিদ্যালয়, মেরুং, দিঘীনালা ।
2.     চংড়াছড়ি উচ্চ বিদ্যালয়, মেরুং, দিঘীনালা ।
3.    বাজেই ছড়া স: প্রাথমিক বিদ্যালয়, মেরুং, দিঘীনালা ।
4.      লাম্বাছড়া তেটোগাজ তলে, মেরুং, দিঘীনালা ।
5.     দিঘীনালা হেডম্যান এসোশিয়েশন অফিস।

২০১৬ সাল্
চাঙমা লেখা সার্টিফিকেট কোর্স
1.      পাবলা খালী কৃপাপুর সঃ প্রাঃ বিদ্যালয়, কবাখালী, দিঘীনালা।
2.     চংড়াছড়ি উচ্চ বিদ্যালয়, মেরুং, দিঘীনালা
3.    পাগলা মহাজন পাড়া সঃ প্রাঃ বিদ্যালয়,মেরুং, দিঘীনালা ।
4.      ছামীনিছড়া প্রাইভেট স্কুল, মেরুং, দিঘীনালা।
5.     করইতলি, শিবঙ্গ পাড়া ও মধ্যছড়া প্রাইভেট স্কুল, মেরুং, দিঘীনালা

২০১৭ সাল
চাঙমা লেখা সার্টিফিকেট কোর্স
1.      বাবুছড়া ফ্রেন্ড শিপ স্কুল, বাবুছড়া, দিঘীনালা; শুভ উদ্বোধন- (১ম ব্যাচ) ১৮/০৬/২০১৭ইং।
2.     বাবুছড়া ফ্রেন্ড শিপ স্কুল, বাবুছড়া, দিঘীনালা; শুভ উদ্বোধন- (২য় ব্যাচ) ২৯/০৭/২০১৭ইং।
3.    বাবুছড়া হাই স্কুল, বাবুছড়া, দিঘীনালা; শুভ উদ্বোধন- ২৯/০৫/২০১৭ইং।
4.      চংড়াছড়ি উচ্চ বিদ্যালয়, মেরুং, দিঘীনালা; শুভ উদ্বোধন- ২৭/০১/২০১৭ইং।
5.     সাঙু পাঠাগার, মেরম্নং, দিঘীনালা; শুভ উদ্বোধন- ২৮/০১/২০১৭ইং।
6.     রেংকার্য্যা উচ্চ বিদ্যালয়, মেরুং, দিঘীনালা; শুভ উদ্বোধন- ১৮/০৮/২০১৭ ।
7.     বাবুছড়া কলেজ, বাবুছড়া, দিঘীনালা; শুভ উদ্বোধন- ২২/০৮/২০১৭ইং।
8.     উদাল বাগান উচ্চ বিদ্যালয়, দিঘীনালা; শুভ উদ্বোধন- ০৩/০৬/২০১৭ইং।
9.     বানছড়া উচ্চ বিদ্যালয়, দিঘীনালা; শুভ উদ্বোধন- ০৩/০৬/২০১৭ইং।
10. পাবলাখালী শামিত্মপুর উচ্চ বিদ্যালয়, কবাখালী, দিঘীনালা; শুভ উদ্বোধন- ২৮/০৫/২০১৭ইং।
11.  তারাবনিয়া জনিয়র হাই স্কুল, কবাখালী, দিঘীনালা; শুভউদ্বোধন- ০৯/০৬/২০১৭ইং।
12. উত্তর রেংকার্য্যা উচ্চ বিদ্যালয়, মেরুং, দিঘীনালা; শুভ উদ্বোধন- ২৭/০৭/২০১৭ইং।
13.হাজাছড়া জোড়াব্রীজ নিমণ মাধ্যমিক বিদ্যালয়, কবাখালী, দিঘীনালা; ১৪/০৬/২০১৭ইং।
14.  দিঘীনালা ডিগ্রি কলেজ, শুভ উদ্বোধন- ১ম ব্যাচ: ০৪/০৫/২০১৭ইং; ২য় ব্যাচ: ১৯/০৮/২০১৭ইং।
15. বরঝালা সরকারী প্রাথমিক ব্যিালয়, মাটিরাঙ্গা; শুভ উদ্বোধন- ১৭/০৩/২০১৭ইং।
16. পূর্ব খেদাছড়া আদর্শ বৌদ্ধ বিহার, মাটিরাঙ্গা; শুভ উদ্বোধন- ২৩/০৮/২০১৭ইং।
17. পি. এফ. সি. স্কুল, লক্ষীছড়ি; শুভ উদ্বোধন- ০৮/০৪/২০১৭ইং ।
18. বাঘাই হাত উচ্চ বিদ্যালয়, বাঘাইছড়ি, রাঙ্গামাটি; শুভ উদ্বোধন- ১৭/০৮/২০১৭ইং।
19.  রেতকাবা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাঘাইছড়ি, রাঙ্গামাটি; শুভ উদ্বোধন- ১৮/০৮/২০১৭ইং।
20.বাঘাই হাত সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাঘাইছড়ি, রাঙ্গামাটি; শুভ উদ্বোধন- ১৮/০৮/২০১৭ইং।
21. বড়াদম উচ্চ বিদ্যালয়, দিঘীনালা; শুভ উদ্বোধন- ১ম ব্যাচ: ০৮/০৬/২০১৭ইং; ২য় ব্যাচ: ২৭/০৯/২০১৭ইং।
22.                        কামাকুছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বোয়ালখালী, দিঘীনালা; শুভ উদ্বোধন- ১৪/০৬/২০১৭ইং।
  1. মনোরথ তালুকদারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাবুছড়া, দিঘীনালা; শুভ উদ্বোধন- ১০/১২/২০১৭ইং

পরিকল্পনা: ২০১৮ সালে যে প্রাইমারি স্কুলে  সেচ্ছাশ্রমে ‘‘চাঙমা’’ বিষয়টি ক্লাশ করবেন -

১। বাবুছড়া ফেন্ডশিপ স্কুল- শ্রেয়সী চাঙমা, রিকন চাঙমা।
২। বাবুছড়া আদর্শ স: প্রা: বিদ্যালয়- রিকন চাঙমা, শ্রেয়সী চাঙমা।
৩। দক্ষিণ বাবুছড়া স: প্রা: বিদ্যালয়-  সোনামণি চাঙমা।
৪। চিত্রজিৎ রঞ্জিতা স: প্রা: বিদ্যালয়- টিংকু চাঙমা।
৫। দেবীপাড়া স: প্রা: বিদ্যালয়- সম্মুমিত্র চাঙমা।
৭। বানছড়া স: প্রা: বিদ্যালয়- কনিকা চাঙমা।
৮। পাবলাখালী স: প্রা: বিদ্যালয়- নভেল চাঙমা।
৯। দিঘীনালা মডেল স: প্রা: বিদ্যালয়- লাকী চাঙমা।
১০। উদাল বাগান স: প্রা: বিদ্যালয়- জুঁই চাঙমা।
১১। রেংকার্য্যা স: প্রা: বিদ্যালয়- এনিকা চাঙমা, সুফল চাঙমা।
১২। কিনারাম স: প্রা: বিদ্যালয়- রত্নসেন চাঙমা
১৩। তারাবনিয়া স: প্রা: বিদ্যালয়- রিয়া চাঙমা, বিশ্বজিৎ চাঙমা।
১৪। মধ্য বোয়ালখালী স: প্রা: বিদ্যালয়- প্রিয়সী চাঙমা।
১৫। বাঘাই হাত স: প্রা: বিদ্যালয়- ধর্ম বিকাশ চাঙমা।
১৬। বরঝালা স: প্রা: বিদ্যালয়- কাকলি চাঙমা।
১৭।  লুদিবান সরকারী প্রাথমিক বিদ্যালয়- সুমঙ্গল চাঙমা।
১৮। উপনিপাড়া সরকারী প্রাতমিক বিদ্যালয়- বকুল চাঙমা।
১৯। বামে ধনপাদা স: প্রা: বিদ্যালয়- তপন জ্যোতি চাঙমা।
গত ২ ফেব্রুয়ারী ২০১৮ মিলেনিয়াম ভাই বোন ছড়া উচ্চ বিদ্যালয়ে ত্রৈমাসিক চাঙমা বর্ণমালা কোর্স শুভ উদ্বোধন করা হয়েছে।
এছাড়া প্রতিটি উপজেলায় কমপক্ষে একটি চাঙমা বর্ণমালা প্রশিক্ষণ কোর্স চালু করা হবে এবং এবছর ৫ হাজার স্কুলের ছাত্র/ছাত্রীদের ‘‘সাঙু- ২০১৭’’ (চাঙমা লেখা শিক্ষা বই)বইটি বিনামূল্যে বিতরন করা হবে।

শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০১৮

জাতীয়তাবাদী চেতনা ও জাতীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তার সংস্কৃতিতে বলেছেন, রত্ন কুসুম চাঙমা, প্রভাষক, পানছড়ি ডিগ্রি কলেজ।



আজ ভাষার মাস দ্বিতীয় দিন। এই দিনে খাগড়াছড়ি উপজেলাধীন মিলেলিয়াম ভাই বোনছড়া উচ্চ বিদ্যালয়ে চাঙমা সাহিত্য বা ও সাঙু পাঠাগর পরিচালিত ‘‘ত্রৈমাসিক চাঙমা বর্ণমালা ও ভাষা কোর্স’’ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি ও উদ্বোধক দাঙগু রত্ন কুসুম চাঙমা এসব কথা বললেন।
তিনি আরো বললেন, যে কান কাজে ত্যাগ স্বীকার করতে হয়। আমরা যদি সত্যি ভাষা প্রেমিক হয়ে থাকি এবং যথার্থই চাঙমা ভাষায় উন্নতি চাই তাহলে ভৌগলিক চৌহদ্দির মধ্যেই জীবনের সব ক্ষেত্রে চাঙমা ব্যবহার করতে পারি।

তিনি চাঙমা সাহিত্য বা ও সাঙু পাঠাগার কার্যক্রম প্রসংশা করে বলেন, আপনারা যে নিবেদিত প্রাণ তা আজ এখানে না আসলে বুঝতাম না। আপনাদের এই কার্যক্রম দেশ ও জাতির বিরাট সম্ভবনা অর্জিত হবেই, হবে। তাই আমরাও আপনাদের পাশে থেকে এই সংগ্রামে অংশীদ্বারীত্ব হয়ে আর্থীক ও শারীরিক ভাবে সহয়োগীতা করবো।
ত্রৈমাসিক চাঙমা বর্ণমালা ও ভাষা কোর্স অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলেনিয়াম ভাই বোন ছড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক দাঙগু তাতু মুণি চাঙমা।
চাঙমা সাহিত্য বা’র সম্মানী সদস্য দাঙগুবী প্রিয়সী চাঙমা সঞ্চালনে স্বাগত বক্তব্যদেন দাঙগু সুমঙ্গল চাঙমা, সম্মানীত সদস্য, চাঙমা সাহিত্য বা; আরো বক্তব্য দেন দাঙগু
ইনজেব চাঙমা, সাধারণ সম্পাদক, চাঙমা সাহিত্য বা ও সাঙু পাঠাগার প্রতিষ্ঠাতা; সাবেক মেম্বার ও সমাজ সেবক দাঙগু সুজন চাঙমা, মণি গ্রাম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক, দাঙগু শ্যামল মিত্র চাঙমা ও  ভাই বোনছড়া ইউনিয়নে ১নং ওয়ার্ডে সম্মানীত সদস্য দাঙগু শান্তিময় চাঙমা।
চাঙমা সাহিত্য বা ও সাঙু পাঠাগার পরিচালিত ত্রৈমাসিক চাঙমা বর্ণমালা ও ভাষা কোর্সে অনুষ্ঠানে ত্রিপিটক পাঠ করেন চাঙমা সাহিত্য বা’ এর প্রকাশনা ও প্রচার সম্পাদক দাঙগুবী শ্রেয়সী চাঙমা।   

কেন আঞ্চলিক স্বায়ত্ব শাসন?

বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির নিকট পার্বত্য চট্টগ্রামের জনগণের শাসনতান্ত্রিক অধিকার দাবীর- আবেদন পত্র গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের ভাবী ...