বুধবার, ১৫ মার্চ, ২০১৭

আওজর দেচছান

ও আমা আওজর দেচছান
বেক্কুনে তরে কোচপান,
বেক্কুনে জনমান ত বুগত
বাজি থেবার চান।
জনমান বাজি থেবার চান
মনর সুগে গীত গান,
পেক্খুনে মনর সুগে ডুঅ
মিলি উড়ি উড়ি যান।
জনমান তুই আমারে কুলি ন’গরচ
তর সিয়েন আগে সিয়ান দ্যুচ,
আমারে তুই বেক্কুনরে
কোচপানা সিগেয়োচ।
রেত্তু এলে নানাঙ পুগে-জুকে
ডগরন মন সুগে,
বেক্কুনরে চাচ্ তুই
সুগে আর দুগে।
গাজ হুলুঙত বোই
পেজাবু হুল হুলোই,
পহর অয়ে পহর অয়ে
ঘুমত্তুন উদ উদো।
চিগোন পেইক্কুন চিরিং চারাং ডগরন
আল্যা মানচ্যা আলত্ যাদন,
মিলে মরদ মনর সুগে
ভুইয় মাদন কাম গত্তন।
আমা আওজর দেচছান
গাজে বাজে বেক্কান,
মনে মনে রিনি চাং আমা
দেচজান ধক্যে ন পাঙ।
গাজে বাজে ভরা
মোন মুড় গড়া
মনর সুগে এ দেজত
জনমান বাজি থেই পারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সবাই বাঙালি : বিদ্রোহের সূচনা

আমরা বাঙালি না বাংলাদেশি ? জিয়াউর রহমান যখন রাষ্ট্রক্ষমতায় , তখনই এই বিতর্কের সঙ্গে মানুষ পরিচিত হলেন। বাম এবং আওয়ামী বুদ্ধ...