রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮

উখিয়ায় আদিবাসী ছাত্রী ইলা রানী চাকমা'কে (১৫) ধর্ষণের চেষ্ঠা

উখিয়ায় আদিবাসী ছাত্রী ইলা রানী চাকমা'কে (১৫) ধর্ষণের চেষ্ঠা চালিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা,তাকে রক্ষা করতে গিয়ে ইলা রানীর বড় বোন মাছাউ চাকমাককেও (২৫) আহত করেছেন দুর্বৃত্তরা।দুর্বৃত্তরা হলেন ইব্রাহিম,আব্দুর রহমান ও রফিক সহ আরো ৪-৫ জন ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কল্পনা চাকমা কেবল অপহৃতই হননি, সেইসঙ্গে অপহৃত হয়েছে পাহাড়ের মানুষগুলোর সবুজ স্বপ্ন, তাঁদের রক্তিম ভবিষ্যৎ: মো. জাবির আহমেদ জুবেল

১৯৯৬ সালের ১২ই জুন অপহৃত হন কল্পনা চাকমা। তিনি কেবল অপহৃতই হননি, সেইসঙ্গে অপহৃত হয়েছে পাহাড়ের মানুষগুলোর সবুজ স্বপ্ন, তাঁদের রক্তিম ভবিষ্যৎ।...