শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭

“জাদে জাত থোগায় - কাঙারা গাত খোগায়”



হিলর চাঙমাউন যারা সাহিত্য - সংস্কৃতি, ভাষা বা বিভিন্ন ভাবে সমাজের মঙ্গলের জন্য কাজ করছে তারা আসলে গরিব তাই দশ বাপ-ভাই কাছে হাত না পাতলে কোন কাজ সিদ্ধি হয়না
বিগত ২১শে ফেব্রুয়ারী ২০১৭ইং একজনে টাকা দেওয়ার জন্য আশা দিলে আমার স্ত্রী স্বর্ণচেইন বন্ধক দিয়ে ৪০০০টাকা ৫% হারে সু নিই এই টাকা দিয়ে ২০০০ কপি বই ছাপর জন্য প্রেসে দিয়ে আসি কিন্তু দুঃখে বিষয়, সে ব্যক্তি টাকা দিতে না পারা বইগুলো আনতে পারছিনা এমতাবস্থায়, আমার টাইম লাইনে একটি নগন্য স্ট্যাটাস দিলে অনেক ব্যক্তি কাছে নজর কারে বিশেষ করে শ্রদ্ধেয় বি জ্যোতি ভান্তে ৭০০০/- জগৎ জ্যোতি জুম্ম ১০০০/-(অনেকে টাকা দেওয়ার জন্য বলেছিল আলো দা সহ অনেকে কিন্তু অপ্রয়োজনে নিইনি)বিকাশে পাঠালে আমি উক্ত বইগুলো পাঠকদের হাতে তুলে দিতে পারেছি
বড়ই দুঃখে বিষয়, তাঁহাদেরকে  /১দিন পর টাকাগুলো ফিরিয়ে দেওয়ার কথা দিয়ে কথা রাখতে পারিনি/৩মাস পর ফিরিয়ে দিয়েছি
এখন এই ২০০০কপি বই প্রায় শেষ হয়েছেমাত্র এখানে - ওখানে ৭০/৮০কপি বই থাকতে পারে
এই বই ২য় মুদ্রনের জন্য প্রতি কপি এখন খরচ পড়তে পারে /৭টাকা এবং বিক্রি করা যাবে ১০/- মধ্যে কিন্তু এই টাকা এখন আমার নেই কথা আছে, “পুকুরের মাটি পাড়ে ক্ষয় এই টাকাগুলো চাঙমা লেখা শিক্ষা কোর্সের ব্যয় হয়েছে। তাই সমাজের যারা ভালোর জন্য, মঙ্গলের জন্য সর্ব্বদা চিন্তা করেন বিশেষ করে জাতকে যারা ভালোবাসেন তাঁহাদের কাছে আমাদের আকুল আবেদন আগামী শুভ কঠিন চিবর দান আসার আগে বইটি ২য় প্রকাশ করতে পারলে জাতির জন্য বিশেষ করে নতুন প্রজম্ম জন্যের মঙ্গল হবে। আপনারা জানেন, আমরা পার্বত্য চট্টগ্রামে গ্রাম পর্যায়ে চাঙমা লেখা শিখে আসেছি।
[বিদ্র: বইটি অনে ভুল ধরা চোখে পড়েছে সেটি সংশোধন করা হবে।বইটি ছাপাতে যারা কমপক্ষে ২০কপি ß ৬=১২০/- বইয়ের খরচ দেবে তাহাদের নাম বইটির স্থান পাবে]
ও জাদর বাপ ভাই – বোনেরা আমার আমরা আপনাদের আর্থিক সহযোগিতা আশা করছি। আপনাদের সহযোগিতা নতুন প্রজন্ম সুন্দর সম্ভবনা অর্জিত হোক এটাই আমাদের কাম্য।
বিকাশ নং- ০১৯১-৬৯৯৩২২২


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন আঞ্চলিক স্বায়ত্ব শাসন?

বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির নিকট পার্বত্য চট্টগ্রামের জনগণের শাসনতান্ত্রিক অধিকার দাবীর- আবেদন পত্র গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের ভাবী ...