বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

চুক্তি!



চুক্তি তুই!
হিলর নুয়ো রাঙাবেল,
জনম তর ২রা ডিসেম্বর ১৯৯৭
ঢুলে ডগরে নকবাচ্যা মানেইয়্য হাদে
বর্মা বিষ্ণু শিব নারায়ণ বঝনে,
লিঘি দিলাক ত’ ভাগ্য।
হিলর গাচ্-বাজে, নানাঙ পশু-পকি্খ
রিঝেং-তানঝাং, মোন-মুরি,
চেঙে মিঙিনি কাজালং শঙ্খ মাতামহুরী ফেনি বগুত
খুউজিয়ে তবোল বেয় যায় ত’জনম  পুরে।
অধিকার নেই মানেইয়ে, লেং-আদুর পরান বলায়ে
রেঙ দিলাক, উবগীদে ভরি তুলিলাক্ চিদ আরিয়ে।
জুম্মউনে ধুদুক হেঙগরঙ চিঙে বেই বেই
আদামে আদামে গীদে রেঙে তুলন ভরি।
চাদে চাদে ২০বয়জ অলে,
কারর মুহত হাজি ন ফুদেলে!
বেগরে দিলে এক বুক আভিল্যাচ।
চুক্তি তুই!
বানা কাগজত আঘচ,
কালে কালে সাক্ষী অই থেবে।
তরে রক্ষে গরিবাত্তে এক ঝাক লরবো লরদন,
হিলর আভা ফিরে আনিবাত্তে।
নেইয়্যা নাধা দুগী মানুজর ভাগ্য বদলেবাত্তে।
২০ বজরে এয ফুল ন ফুদিলাক,
মোন-মুরো তাক্কুল, রিঝেং-তানঝাং সুধো
উগুম্যা দেবা সান; দরদর থরথর গরি জীংহানি গঙাদন।

শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭

ভাষা জাতীয় স্বকীয়তার প্রতীক। আর বর্ণমালা হলো তার অন্যতম ধারক ও বাহক। (চাঙমা লেখা শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানে বক্তারা)




দিঘীনালা উপজেলা ভাইস চেয়ারম্যান সুসময় চাঙমা বক্তব্য রাখছেন।
ভাষা জাতীয় স্বকীয়তার প্রতীক। আর বর্ণমালা হলো তার অন্যতম ধারক ও বাহক। কেননা বর্ণমালার মধ্যে দিয়ে জাতীয় বুদ্ধি ও চিমত্মা-চেতনা বিকাশ ঘটে। চাকমাদের বর্ণমালা থাকার এবং বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম ভাষা হওয়ার সত্বেও সে প্রাণ প্রিয় বর্ণমালা ও ভাষা চর্চা না থাকার বা না  শেখার ২০১৭ সালে মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পাঁচটির ভাষার প্রাক-প্রাথমিক পর্যায়ে নিজস্ব ভাষা বই দেওয়ার সত্বেও শিক্ষক/শিক্ষিকারা পড়াতে পারছেনা। এটা অত্যন্ত লজ্জার বিষয়। বলাবাহুল্য, এক সময় নিজস্ব বর্ণমালার ব্যবহার গ্রামের বৈদ্যদের তালিকশাস্ত্র ছাড়া আর কোথাও লজ্জাজনক ভাবে অনুপস্থিত। তেমনি ইদানিং, চাঙমা বর্ণমালা শিক্ষা বই যেখানে সেখানে পাওয়ার সত্ত্বেও এখনো পর্যমত্ম চাঙমা সুধী মহলে কাছে তার প্রভাব পরিলক্ষিত দেখা না গেলেও  কলেজ  ও স্কুলে ছাত্র/ছাত্রীদের মাঝে নিজ ভাষা ও বর্ণমালা শিখার আগ্রহ দেখা যাচ্ছে বলে আশা ব্যক্ত করেন  চাঙমা লেখা শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানে বক্তারা।

আজ সকাল ১০টায় বাবুছড়া ফেন্ডশিপ স্কুলে‘‘ত্রিশতিন জাতির ভাষার পারদর্শী হওয়া একটা মহৎ গুণ কিন্তু, তার আগে নিজ ভাষা ও বর্ণমালার সম্বন্ধে জ্ঞান থাকার অত্যমত্ম গুরম্নত্বপূর্ণ।’’ এই শেস্নাগানে মুখরিত করে  আজ দিঘীনালায় উপজেলায় বাবুছড়া ফ্রেন্ডশিপ স্কুলে চাঙমা লেখা শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘীনালা উপজেলায় ভাইস চেয়ারম্যান দাঙগু সুসময় চাঙমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবুল কামাল আজাদ, এস আই বাবুছড়া পুলিশ ফাঁড়ি; চাঙমা ভাষায় লেখক সদস্য(জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড- বাংলাদেশ) দাঙগু আনন্দময় চাঙমা; চাঙমা সাহিত্য বা এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং উপন্যাসিক দাঙগু দেবপ্রিয় চাঙমা, বিশিষ্ট ব্যবসায়ী অরম্নণ বিকাশ চাঙমা, বিশিষ্ট সমাজ সেবক দাঙগু জ্যোতি ময় চাঙমা প্রমুখ।
দাঙগুবী  শ্রেয়সী চাঙমা উপস্থপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দাঙগু ইনজেব চাঙমা সাধারণ সম্পাদক, চাঙমা সাহিত্য বা ও সাঙু পাঠাগার
এর প্রতিষ্ঠাতা। অনুষ্ঠান শুরুতে ত্রিপিটক পাঠ করেন দাঙগুবী প্রত্যাশা চাঙমা(৯ম শ্রেণী ছাত্রী, উদাল বাগান হাই স্কুল)। উক্ত অনুষ্ঠানে সভাপতিতব করেন, দাঙগু তিমির বরণ চাঙমা, প্রধান শিক্ষক, বাবুছড়া ফ্রেন্ডশিপ স্কুল।
শুভেচ্ছা বক্তব্য দাঙগু ইনজেব চাঙমা বলেন, এবছর ৯১৮জনকে নিজ বর্ণমালা সম্বন্ধে ক্লাশ করানো হয় এরই মধ্যে কৃতকার্য্যা হয়েছেন মাত্র ৩১৮জন। ২০১৫ সালে ২৭১জন ও ২০১৬ সালে ৫৭জনকে সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি চাঙমা সাহিত্য বা, সাঙু পাঠাগার ও চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠী উদ্যোগে আয়োজন  করা  হয়েছে।


সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

ধনপুদি! ইনজেব চাঙমা চারু



ধনপুদি!
তুই এধক্যে কি বারিযে দেবাসান উরগুম্যা গরি থাচ,
দ্বি চোগ পাদা এক ন গরচ
রেত-দিন কি চেই আঘচ
দগিন মুখ্যা ম’গরি?
থেপ থেপ ঝরি পরের লো
চিমচিম্যা ডুলুবাজ ধুলুগত ঘা অয়্যা
জাদর কজমা বুগত;
সিআন্নোই কি চিদে গরি আঘচ?
ধনপুদি!
তুই ন কানিচ,
চিদে ন’ গরিচ,
দাদা রাধামনে ফিরি এব,
মা’ মেদেনী হিল চাদেগাঙরে
আঘ সান ফিরি পেবং।
সক্যে,
চেঙে মিঙিনি কাজালং পানি নালে বাজি যেব জাদর দুগ
এ্যাইল এ্যাইল তারুম বন এ্যালেব
গাজে গাজে ফুল ফুদিোক
ভমরা উরিবাক, পেইকে চিদ সুগে গীত শুনেবাক।
ধুদুক হেঙগরঙ চিঙে র’য়ে ভরি উদিব
সাজ লামিলে আজু নানু পজ্জন শুনেবাক,
চিদ-মন সুগ নুয়ো বো গাঙত যেবাক।
ন থেব দরদর থর থর
হিলর আভা পিরিব।





রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

এসো হে বীর জুম্ম

এসো হে বীর জুম্ম, বীজলীর মতো
ঘরের কোণে বসে থাকোনা আর সুপ্ত মতো।
প্রভাত যখন এসে থাকে আধার যায় দূরে
সূর্য্য উঠিলে সকলকে আলোদান করে।
এসো জুম্ম বীর তোমরা জুম্ম জাতীয় প্রাণ
রক্ত দিয়ে মাতৃভমির রাখিবে জাতীয় মান।
সুপ্ত বীজের মতো শুয়ে থাকনা ঘরের কোণে
জ্ঞানের প্রদ্বীপ জ্বালিয়ে তোমরা তাকাও মাতৃভূমির দিকে।
অত্যাচারে জর্জরিত নিপিড়নে কত?
নির্যাতনে অবহেলীত আছে জুম্ম জাতি যত।
এসো বীর জুম্ম বীরের পরিচয় দাও,
বীর বলে গর্ব করে বসে না থেকো।
বাঘের বাচ্চা বাঘ হয়, হয়না তো শৃগাল,
চিংড়ি বাচ্চা চিংড়ি হয় সেতো না মৃগাল।
জুম্ম জাতীয় মান জুম্ম জাতীয় প্রাণ
চাপা দিয়ে রাখিয়াছে বাংলার উগ্র মসুলমান।
ভয় নাই ভয় নাই এসো হে,
বীর জুম্ম জাতির জোয়ান,
রক্তের বদলে আনি আমরা স্বাধীনতামান।


হে তরুন!


হে তরুন! তোমরা নিশ্চয় জানো
শোষণ মুক্ত আলোকজ্জ্বল কল্যাণময়
ন্যায় নিষ্ঠা জীবনই জীবন;
তবু কেন খাঁচায় আবদ্ধ পাখির মতো
জীবনকে করেছো তিলে তিলে ক্ষয়।

হে তরুন! তোমরা তো প্রাণ চাঞ্চল্যে ভরপুর
অফুরন্ত প্রাণ শক্তি অধিকারী,
অসত্য অন্যাকে পদদলিত করে
পরাধীনতা শৃঙখল ভেঙ্গে;
সত্য সুন্দর সমাজ গড়বে পৃথিবী।
হে তরুন! নদীর বহমান ধারা মতো
সামনে হেঁটে চলো অবিরাম,
তোমরা তো পৃথিবীর অবিচল শক্তি
দমে যেওনা স্থির হয়ে থেকোনা,
নির্যাতীতা শোষিত জুম্ম জাতিকে
দিতে হবে ত্রাণ।
হে তরুন! হাজার প্রতিকলতাকে দু’পায়ে মারিয়ে
দুঃসাহসিকতা সাথে দুর্জয়কে কর জয়,
বিপদ সংকুল অন্ধকার পেরিয়ে
জ্ঞানে মশাল জ্বালিয়ে
আলোকজ্জ্বল কর চট্টলাকে।
হে তরুন! তোমরা জাতির আশা ভরসা
জুম্ম জাতির শক্তির মূল উৎস
সমৃদ্ধ ভবিষ্যৎ জাতি সন্ধান দিতে
তুমিও একমাত্র হাতিয়ার।
(১৯৯৯খ্রিঃ ছাত্র জীবনে লেখা)

শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭

বানা চাঙমা ভাচ নয়, বাংলা দেশ অইন্যাই বাংলা ভাচআন ইরুক দিনত দাঙর উমগি মুহত আঘে- মো: আবুল হাসেম ভূইঁয়া, মাটিরাঙ্গা সার্টিফিকেট দেনাখলাবোত





“ত্রিশতিন জাদির ভাচ পারানা এক্কান দাঙর গুন মাত্তর, বেগ আগে নিজ’ ভাচ্, নিজ’ লেঘা শিঘানা সাতকাম” এই মুলুক কধাআন মুজুঙে রাঘেই এচ্যে ৩নভেম্বর ২০১৭ই শুক্কবার বেন্যা মাধান ১০ অক্ত খাগাড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলাত বরঝালা সরকারী প্রাথমিক ইচকুলত সাঙু পাঠাগার আ চাঙমা সাহিত্য বা উদ্যোগে চাঙমা লেঘা পর্বোয়াউনরে সার্টিফিকেট দিয়্যা অয়্যা।
খলাবুত নকবাচ্যা গরবা এল মোঃ আবুল হাসেম ভূইঁয়া, কমিশনার, ৭নং ওর্য়াড মাটিরাঙ্গা পৌরসভা, দাঙগু সুভাষ চাঙমা(সাঃ সম্পাদক, বাঃ আওয়ামীলীগ, মাটিরাঙ্গা উপজেলা শাখা)মুলুক গরবা ইজেবে খলাবুত থেবার কধা থেলেয়্য নানাঙ অনটনে এ্যাই ন’ পারে। খলাবোত দাঙগু বিমল চাঙমা এ্যাই ন পারানা খলানানু বানা অয়্যা দাঙগু মঙ্গল কুমার চাঙমা। দাঙগু বৃষমোহন চাঙমা কধা কাবিলে খলাবো আরগানি গরা অয়।
চাঙমা সাহিত্য বা আ সাঙু পাঠাগার এওজি ইজেবে খলাবোত মু দেঘা যিয়ে, দাঙগু ইনজেব চাঙমা, বিকেন চেগে আ দাঙগুবী শ্রেয়সী চাঙমা।
নকবাচ্যা গরবা ইজেবে আবল হোসেমে কোইয়ে, বানা চাঙমা ভাচ নয়, বাংলা দেশ অইন্যাই বাংলা ভাচআন ইরুক দিনত দাঙর উমগি মুহত আঘে।তেহ্, বেক্কুনরে নিজ নিজ মা-ভাচ চচযা গরিবাত্তে কুজোলী গচ্চে।
খলাবো শেজে যারা পরিক্কেত পাম গচ্ছোন তারারে সার্টিফিকেট আ দাঙগু  ‍সুভাষ চাঙমা কধামজিম তা পক্কত্তুন যিবে ১ম রয়ে তারে ১৫০০ তেঙা ২য়- তারে- ১০০০ তেঙা আ ৩য় – ৫০০ তেঙা দিয়্যা অয়ে।
১ম অইয়ে- দাঙগুবী সুচমিতা চাঙমা, ২য় দাঙগুবী কাকলী চাঙমা, ৩য়- দাঙগু সোহে চাঙমা।

কেন আঞ্চলিক স্বায়ত্ব শাসন?

বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটির নিকট পার্বত্য চট্টগ্রামের জনগণের শাসনতান্ত্রিক অধিকার দাবীর- আবেদন পত্র গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের ভাবী ...